Ajker Patrika

রেকর্ড গরমের পর শীতলতম ডিসেম্বরে কাঁপছে চীন

রেকর্ড গরমের পর শীতলতম ডিসেম্বরে কাঁপছে চীন

তাপমাত্রা রেকর্ড শুরু হওয়ার পর থেকে শীতলতম ডিসেম্বর কাটাচ্ছে চীন। চলতি মাসে রাজধানী বেইজিংয়ে বেশ কয়েকবারই তাপমাত্রা মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াসেরও কম রেকর্ড করা হয়েছে। খবর বিবিসির। 

এ বছর বেইজিং দুই ধরনের চরম আবহাওয়ার মুখোমুখি হয়েছে। ছয় মাস আগে জুনে বেইজিং সবচেয়ে উষ্ণ—৪০ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি–দিন পার করেছে। 

রাষ্ট্র নিয়ন্ত্রিত বার্তা সংস্থা চায়না ডেইলির প্রতিবেদনে বলা হয়েছে, এ শীতে চীনে কয়েক দফায় চরম ঠান্ডা আবহাওয়া বয়ে গেছে। বেইজিংয়ের আবহাওয়া পর্যবেক্ষকেরা টানা দুই সপ্তাহের ভেতরে ৩০০ ঘণ্টারও বেশি বরফ ঠান্ডা তাপমাত্রা রেকর্ড করেছেন। 

চীনের প্রদেশগুলোতে চরম ঠান্ডা আবহাওয়ার বিরূপ প্রভাব পড়েছে। কয়েকটি অঞ্চলে স্কুলে ছুটি ঘোষণা করতে হয়েছে এবং পরিবহন ব্যবস্থাও নানা সমস্যার মুখোমুখি হচ্ছে। 

ঠান্ডা আবহাওয়ার কারণে চীনের হেনান প্রদেশে জ্বালানি সংকট দেখা দিয়েছে। কয়েকটি জায়গায় হিটিং বয়লার নষ্ট হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। 

এদিকে জাপানের উত্তরাঞ্চলের কিছু অংশে ব্যাপক তুষারপাত হচ্ছে। বছরের এ সময়ে এটি মোটেও স্বাভাবিক নয়। 

গত কয়েক দিনে বেশ কয়েকটি অঞ্চলে ভারী তুষারপাতের সতর্কতা জারি করা হয়েছে। গিফু ও হোক্কাইদো প্রশাসনিক অঞ্চলে প্রায় ৩৯ ইঞ্চি তুষারপাত হয়েছে। 

দক্ষিণ কোরিয়ায় সম্প্রতি কয়েক সপ্তাহে তাপমাত্রায় ব্যাপক পরিবর্তন এসেছে। কোরিয়ার আবহাওয়া অধিদপ্তর বলেছে, কয়েক সপ্তাহের মধ্যে দেশের তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস ১২ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত