নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জনগণকে সম্পৃক্ত করেই পরিবেশ রক্ষা করা সম্ভব বলে মন্তব্য করেছেন পরিবেশ আন্দোলনকারীরা। আজ সোমবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘বাপা-বেন বিশেষ সম্মেলন ও পরিবেশ সমাবেশ’-২০২৩ সম্পর্কে অবহিতকরণ ও সংশ্লিষ্ট তথ্যাদি প্রদান’ শীর্ষক আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন আন্দোলনকারীরা।
আন্দোলনকারীরা বলেন, ‘জনগণ সম্পৃক্ত না হলে, সচেতন না হলে পরিবেশ আন্দোলন ও পরিবেশ রক্ষা কোনোটাই সম্ভব নয়।’ এজন্য বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক-বেন এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা একযোগে কাজ করে যাবে বলেও জানান তাঁরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সদস্য সচিব আলমগীর কবির। তিনি বলেন, আগামী বছরের ১৪ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এনেক্স ভবনে ‘বাংলাদেশের হাওর, নদী ও বিল সমস্যা ও প্রতিকার’ নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে বিশেষজ্ঞ ও সাধারণ নামে দুটি অধিবেশন থাকবে। বিশেষজ্ঞ অধিবেশনে বিশেষজ্ঞরা ও সাধারণ অিধিবেশনে সবস্তরের মানুষ অংশগ্রহণ করতে পারবেন। সম্মেলনে হাওর, বিল ও নদীর ওপর ২২ ডিসেম্বরের মধ্যে লেখক ও গবেষকরা গবেষণাপত্র ও প্রতিবেদন জমা দিতে পারবেন। বাংলাদেশের বাইরের গবেষকরা [email protected] এই ঠিকানায় এবং বাংলাদেশের ভেতরের গবেষকরা [email protected] এবং [email protected] এই ঠিকানায় লেখা পাঠাতে পারবেন।
বিভিন্ন বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান, গবেষণা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক-পরিবেশবাদী সংগঠনগুলোকে আয়োজকের ভূমিকায় যোগ দেওয়ার জন্য আহ্বানও জানানো হয় সংবাদ সম্মেলন থেকে।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্কের (বেন) বৈশ্বিক সমন্বয়ক ড. মো. খালেকুজ্জামান, বাপার যুগ্ম সম্পাদক মিহির বিশ্বাস, বাপার সহসভাপতি খন্দকার বজলুল হক, বাপার নির্বাহী সদস্য অধ্যাপক এম শহীদুল ইসলাম, ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন বাপার সাধারণ সম্পাদক শরীফ জামিলসহ অন্যরা।
জনগণকে সম্পৃক্ত করেই পরিবেশ রক্ষা করা সম্ভব বলে মন্তব্য করেছেন পরিবেশ আন্দোলনকারীরা। আজ সোমবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘বাপা-বেন বিশেষ সম্মেলন ও পরিবেশ সমাবেশ’-২০২৩ সম্পর্কে অবহিতকরণ ও সংশ্লিষ্ট তথ্যাদি প্রদান’ শীর্ষক আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন আন্দোলনকারীরা।
আন্দোলনকারীরা বলেন, ‘জনগণ সম্পৃক্ত না হলে, সচেতন না হলে পরিবেশ আন্দোলন ও পরিবেশ রক্ষা কোনোটাই সম্ভব নয়।’ এজন্য বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক-বেন এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা একযোগে কাজ করে যাবে বলেও জানান তাঁরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সদস্য সচিব আলমগীর কবির। তিনি বলেন, আগামী বছরের ১৪ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এনেক্স ভবনে ‘বাংলাদেশের হাওর, নদী ও বিল সমস্যা ও প্রতিকার’ নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে বিশেষজ্ঞ ও সাধারণ নামে দুটি অধিবেশন থাকবে। বিশেষজ্ঞ অধিবেশনে বিশেষজ্ঞরা ও সাধারণ অিধিবেশনে সবস্তরের মানুষ অংশগ্রহণ করতে পারবেন। সম্মেলনে হাওর, বিল ও নদীর ওপর ২২ ডিসেম্বরের মধ্যে লেখক ও গবেষকরা গবেষণাপত্র ও প্রতিবেদন জমা দিতে পারবেন। বাংলাদেশের বাইরের গবেষকরা [email protected] এই ঠিকানায় এবং বাংলাদেশের ভেতরের গবেষকরা [email protected] এবং [email protected] এই ঠিকানায় লেখা পাঠাতে পারবেন।
বিভিন্ন বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান, গবেষণা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক-পরিবেশবাদী সংগঠনগুলোকে আয়োজকের ভূমিকায় যোগ দেওয়ার জন্য আহ্বানও জানানো হয় সংবাদ সম্মেলন থেকে।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্কের (বেন) বৈশ্বিক সমন্বয়ক ড. মো. খালেকুজ্জামান, বাপার যুগ্ম সম্পাদক মিহির বিশ্বাস, বাপার সহসভাপতি খন্দকার বজলুল হক, বাপার নির্বাহী সদস্য অধ্যাপক এম শহীদুল ইসলাম, ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন বাপার সাধারণ সম্পাদক শরীফ জামিলসহ অন্যরা।
আজ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ মেঘলা থাকলেও এ এলাকার আবহাওয়া মূলত শুষ্ক থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ মঙ্গলবার, সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
১৮ ঘণ্টা আগেবায়ুমান নিয়ে কাজ করা সুইস প্রতিষ্ঠান আইকিউএয়ারের সকাল ৮টা ৩০ মিনিটের রেকর্ড অনুযায়ী আজ মঙ্গলবারও ঢাকার বায়ুমান ৬০, যা সহনীয় পর্যায়ের বাতাসের নির্দেশক। আজ দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ৪৯। গতকাল সোমবার ৫৫ বায়ুমান নিয়ে ৬০তম স্থানে ছিল ঢাকা।
১৮ ঘণ্টা আগেআজ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ মেঘলা থাকলেও এ এলাকর আবহাওয়া মূলত শুষ্ক থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সোমবার, সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
২ দিন আগেবায়ুমান নিয়ে কাজ করা সুইস প্রতিষ্ঠান আইকিউএয়ারের সকাল ৮টা ৩০ মিনিটের রেকর্ড অনুযায়ী আজ সোমবারও ঢাকার বায়ুমান ৫৫, যা সহনীয় পর্যায়ের বাতাসের নির্দেশক। আজ দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ৬০।
২ দিন আগে