Ajker Patrika

বৈশ্বিক উষ্ণায়নের কারণে ক্রমশ ছোট হচ্ছে পাখির আকৃতি: গবেষণা 

আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ১৩: ০৪
বৈশ্বিক উষ্ণায়নের কারণে ক্রমশ ছোট হচ্ছে পাখির আকৃতি: গবেষণা 

বৈশ্বিক উষ্ণায়নের কারণে ক্রমশ ছোট হচ্ছে পাখির আকৃতি। মানুষের বিচরণ কম থাকা আমাজন বনের পাখির ক্ষেত্রেও এমনটি দেখা গেছে। গবেষণাটি করেছেন যুক্তরাষ্ট্রের লুইজিনিয়া স্টেট ইউনিভার্সিটির একদল গবেষক। গত শুক্রবার গবেষণাটি সায়েন্স অ্যাডভান্সেস নামের বিজ্ঞান সাময়িকীতে প্রকাশ করা হয়েছে। 

মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ৪০ বছরের বেশি সময় ধরে আমাজন বনের ১৫ হাজার পাখির ওপর গবেষণাটি করা হয়েছে। 

গবেষণায় বলা হয়, জুন থেকে নভেম্বর মাসের গরমে পাখির ডানা বড় হলে তা চালাতে তাদের শরীরে যে শক্তির প্রয়োজন হয়, এই শক্তি প্রয়োগ করলে গরম পরিবেশে পাখির শরীরে স্ট্রেস তৈরি হয়। কিন্তু শরীর ছোট হলে এই সমস্যা হয় না। শারীরিক শক্তি কম খরচ হয়। তখন তাদের শরীর দ্রুত উষ্ণ হয়ে ওঠে না। শরীর তুলনায় ঠান্ডা থাকে। 

এ বিষয়টাতেই অভিযোজিত হচ্ছে পাখির দল। ফলে দিনদিন তাদের আকার-আকৃতি ছোট হয়ে যাচ্ছে বলে মত বিজ্ঞানীদের। 

গবেষণায় বলা হয়, আশির দশক থেকে প্রতি দশকে ২ শতাংশ করে শরীরের ওজন কমছে পাখিদের।  আশির দশকে যেখানে একটি পাখির ওজন ছিল গড়ে ৩০ গ্রাম। সেই পাখির ওজন বর্তমানে ২৭ দশমিক ৬ গ্রাম। 

এই গবেষণার সহলেখক লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটির নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ বিভাগের অধ্যক্ষ ফিলিপ স্টফার বলেন, আমাজনের সব পাখির মধ্যে যখন এমনটা ঘটেছে, তখন বিষয়টি উল্লেখযোগ্য। বিশ্বজুড়ে অন্য প্রজাতিগুলোও এমন চাপের মধ্যে রয়েছে। সেসব প্রজাতির তথ্য-উপাত্ত সংরক্ষণ না করায় তা জানা যাচ্ছে না। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর সহজ উপায় জানালেন বিজ্ঞানীরা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত