Ajker Patrika

‘মহামারি দূর করতে চাই প্রাণীবান্ধব পরিবেশ’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘মহামারি দূর করতে চাই প্রাণীবান্ধব পরিবেশ’

করোনার মতো মহামারি যাতে আর না আসে এবং এ ধরনের মহামারি স্থায়ীভাবে দূর করতে চাইলে প্রাণীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন প্রাণী বিশেষজ্ঞরা। 

সোমবার জাতীয় প্রেসক্লাবে বিশ্ব প্রাণী দিবস উপলক্ষে ‘প্রভা অরোরা’ এর আয়োজনে ‘প্রাণীবান্ধব সমাজ বিনির্মাণে আগামী প্রজন্ম’ শীর্ষক বিশেষ আলোচনায় এ কথা বলেন বক্তারা। অনুষ্ঠানে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ছিল হারমনি ফান্ড ওয়েস্ট হিরো অ্যালায়েন্স। ‘সবার জন্য বিশ্ব’ এই প্রতিপাদ্যে এবারের বিশ্ব প্রাণী দিবস পালিত হচ্ছে। 

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল  সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য অধ্যাপক নীতিশ চন্দ্র দেবনাথ। তিনি বলেন, প্রাণীদের আবাস্থল ধ্বংস হওয়ায় তারা লোকালয়ে চলে আসছে। পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ায় মানুষের জন্যই হুমকি তৈরি হচ্ছে। করোনার মতো মহামারি তৈরি হচ্ছে। বলা যায়, এখন মহামারির যুগ চলছে। তাই এর অবসান চাইলে প্রাণীদের কল্যাণে কাজ করতে হবে, নইলে ভারসাম্য থাকবে না। শহরে কুকুর হত্যা ও সিটি করপোরেশন থেকে কুকুর সরিয়ে নেওয়ার কঠোর সমালোচনা করেন এই প্রাণী বিশেষজ্ঞ। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন ‘প্রভা অরোরা’র প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক বিধান চন্দ্র পাল। তিনি সবাইকে মানবিক হওয়ার পাশাপাশি প্রাণবিক হওয়ার আহ্বান জানান। তরুণ প্রজন্মকে প্রাণীবান্ধব সমাজ ও পরিবেশ তৈরিতে এগিয়ে আসার আহ্বান জানান। 

অনুষ্ঠানে প্রাণীবান্ধব জাতীয় প্ল্যাটফর্ম friendofaninals.com নামে একটি ওয়েবসাইটের উদ্বোধন করা হয়। 

সভাপতির বক্তব্যে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. আবু জামিল ফয়সাল বলেন, এই প্ল্যাটফর্মটি দেশে প্রাণীবান্ধব পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রাণীদের স্বাস্থ্য সুরক্ষায় আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে। নইলে প্রাণী থেকে নানা ধরনের সংক্রামক ও ভয়ানক রোগ মানুষের মধ্যে ছড়িয়ে পড়া ঠেকানো যাবে না। 

ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রাণী বিশেষজ্ঞ ইমেরিটাস অধ্যাপক এম এ সাত্তার বলেন, বাজেটে এই খাতে আরও বেশি সরকারি সহায়তা বাড়াতে হবে এবং বিনিয়োগের ক্ষেত্র সম্প্রসারিত করতে হবে। দেশের প্রাণীজ বাজার ব্যবস্থা খুবই দুর্বল ও অস্বাস্থ্যকর অবস্থায় আছে। এর উন্নয়ন ঘটাতে হবে। পাশাপাশি একটি মানবিক ও সংবেদনশীল প্রাণীবান্ধব সমাজ নির্মাণে সবাইকে কার্যকর উদ্যোগ নিতে হবে। 

অনুষ্ঠানে বিভিন্ন সংগঠন ও সংস্থা থেকে আসা আমন্ত্রিত অতিথিরা উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে অংশ নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

মানবিক করিডর না ভূ-রাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত