Ajker Patrika

আজ কোথায় বৃষ্টি হতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর 

আপডেট : ৩০ আগস্ট ২০২৪, ১৩: ১৫
আজ কোথায় বৃষ্টি হতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর 

সাগরে সৃষ্ট লঘুচাপটি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এদিকে দেশজুড়ে বৃষ্টিপাতের আওতা কমতে শুরু করেছে। সেই সঙ্গে বাড়তে শুরু করেছে দিন-রাতের তাপমাত্রা। এরই মধ্যে আজ দেশের দুই বিভাগের বেশ কিছু জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দুপুরের মধ্যে ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাস রয়েছে। 

শুক্রবার আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত পূর্বাভাস বার্তা থেকে এসব তথ্য জানা গেছে। 

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে—আজ ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায়; রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। 

এই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। 

এ দিকে ঢাকায় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। দুপুর ১টার মধ্যে ঢাকাসহ এর পার্শ্ববর্তী জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত