Ajker Patrika

ইসলামী বিশ্ববিদ্যালয়ের বন্ধ হলে ঘুঘুর বাসা

ইসলামী বিশ্ববিদ্যালয়, প্রতিনিধি
আপডেট : ১২ অক্টোবর ২০২১, ২১: ২২
ইসলামী বিশ্ববিদ্যালয়ের বন্ধ হলে ঘুঘুর বাসা

দীর্ঘ ১৮ মাস পর গত শনিবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়া হয়েছে। রুমগুলোতে আলো জ্বলেনি দীর্ঘ এই দেড় বছর। কারও পদচিহ্নও পড়েনি এই সময়টায়। আর এ সুযোগে বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হলের ৪৩২ নম্বর কক্ষে বাসা বাঁধে এক জোড়া ঘুঘু। ঘরের মধ্যে ডিমও দিয়েছে তারা। 

পাখি বিশেষজ্ঞদের মতে, বাসা বাঁধার মৌসুম ছাড়া সাধারণত দলে থাকতে পছন্দ করে ঘুঘু। ঝোপঝাড়, গাছের উঁচু-নিচু ডাল, পছন্দমতো জায়গা পেলেই ঘুঘু বাসা বাঁধে। তবে করোনাকালে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে হলের কক্ষকেই বেছে নিয়েছে ওই এক জোড়া ঘুঘু। গত ৩০ বছরে ঘুঘুর সংখ্যা কমেছে। কোথাও কোথাও এদের সংখ্যা কমে চার ভাগের এক ভাগে নেমে এসেছে। 

এ বিষয়ে লালন শাহ হলের ৪৩২ নম্বর রুমের আবাসিক শিক্ষার্থীরা বলেন, দেড় বছর পর হলের রুমে ঢুকেই ওই ঘুঘু জোড়ার উপস্থিতি লক্ষ্য করি। আমাদের দেখে উড়তে শুরু করে তারা। পাখিগুলো রান্নার হাঁড়িতে বাসা বেঁধেছে। সেখানে তারা ডিম পেড়েছে এবং বাচ্চা ফুটানোর জন্য তা দিচ্ছে। 
 
বন্ধের ১৮ মাসে আবাসিক হলের মধ্যে বাসা বেঁধেছে এক জোড়া ঘুঘুওই রুমের আরেক শিক্ষার্থী মো. তৌফিক হোসেন বলেন, এ অনুভূতি সত্যিই অসাধারণ। পাখি পোষা অনেকের কাছে শখের। কিন্তু আমার কাছে মনে হয় পাখি ধরে খাঁচায় বন্ধ করে রাখা মানে তার স্বাধীনতা হরণ করা। সকল প্রাণিই স্বাধীনভাবে বেঁচে থাকবে এটাই প্রত্যাশা। এরই মধ্যে আমার এক বন্ধুর সহযোগিতায় হল রুমের জানালার ওপরে খড়কুটোসহ পাখিটিকে বসিয়ে দিয়েছি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর সহজ উপায় জানালেন বিজ্ঞানীরা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত