Ajker Patrika

ঈদে বৃষ্টির সম্ভাবনা

আপডেট : ১১ মে ২০২১, ১২: ১৯
ঈদে বৃষ্টির সম্ভাবনা

ঢাকা: রাজধানী ঢাকায় আজ মঙ্গলবার ভোর ৪টা থেকে সকাল সাড়ে ৬টা পর্যন্ত বৃষ্টি হয়েছে। আগামী দুই থেকে তিন দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই হিসেবে ঈদের দিনেও বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘পূবালী ও পশ্চিমা বাতাসের মিলনে আগামী দুই থেকে তিনদিন বৃষ্টিপাত হতে পারে। সে হিসেবে ঈদের দিনেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।’

মো. শাহিনুল ইসলাম আরও বলেন, ‘ঢাকায় আজ ২৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ বছর ঢাকা শহরে এটাই সর্বোচ্চ বৃষ্টি।’

এদিকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত সময়ের আবহাওয়ার পূর্বাভাসে বলা আছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস। বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় ৩৫.৩, ময়মনসিংহে ৩২.৩, চট্টগ্রামে ৩২.৫, সিলেটে ৩৪.৬ , রংপুরে ৩১.৭, খুলনায় ৩৪.৮ এবং বরিশালে ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দনবাস চান পুতিন—ন্যাটো তো নয়ই, পশ্চিমা সেনাও থাকবে না ইউক্রেনে

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত