Ajker Patrika

উপকূলে বৃষ্টি হবে, বাড়বে শীতের প্রকোপ

অনলাইন ডেস্ক
ফাইল ছবি
ফাইল ছবি

পৌষ মাসের শুরুতেই শীতের দাপট বাড়তে শুরু করেছে দেশের বিভিন্ন অঞ্চলে। উত্তরাঞ্চল ও উত্তর পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে তাপমাত্রা এখন ১০ থেকে ১২ ডিগ্রির ঘরে পৌঁছেছে। দেশের বিভিন্ন অঞ্চলে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে শীতের প্রকোপ আরও বাড়ার শঙ্কা ব্যক্ত করা হয়েছে। সাগরে লঘুচাপের প্রভাবে উপকূলীয় অঞ্চলগুলোতে শুরু হচ্ছে ভারী বৃষ্টি, যা তাপমাত্রা আরও কমিয়ে আনবে।

আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে, আগামী দুদিনে দেশের নানা স্থানে বজ্রসহ বৃষ্টির ঘটনা ঘটবে, যার কারণে দিনের তাপমাত্রা কিছুটা কমে আসবে এবং শীতের তীব্রতা আরও বাড়বে। এই সময়ে ঘন কুয়াশা, ঠান্ডা বাতাস, আর বৃষ্টির মিশ্রণ জীবনযাত্রাকে কঠিন করে তুলবে।

আজ শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ার ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকা, খুলনা, রাজশাহী, খুলনা, রংপুরের রাতের তাপমাত্রা ১০ থেকে ১৪ ডিগ্রি এর ঘরে ছিল। এসব বিভাগে দিনের তাপমাত্রার ছিল ২০ এর ঘরে। তবে তাপমাত্রা বেশি ছিল চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে। সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় গত কয়েক দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহে বিপর্যস্ত ছিল জীবনযাত্রা। আর অন্যান্য অঞ্চলেও শীতের দাপট ছিল লক্ষণীয়। শীতের সঙ্গে ঘন কুয়াশার কারণে সাধারণ মানুষের দৈনন্দিন কার্যকলাপ ব্যাঘাত ঘটেছিল। তবে গত মঙ্গলবার থেকে এক ধাক্কায় দেশজুড়ে তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যাওয়ায় কিছুটা স্বস্তি মিলেছে। শৈত্যপ্রবাহের কবলে থাকা অঞ্চলে, তেঁতুলিয়া ছাড়া, এখন আর শৈত্যপ্রবাহ নেই।

কারণ হিসেবে আবহাওয়াবিদেরা বলছেন, সাগরে লঘুচাপের প্রভাবে আজ শনিবার ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-একটি এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রসহ বৃষ্টির কারণে তাপমাত্রা আরও ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে আসতে পারে, যা শীতের প্রকোপকে আরও তীব্র করবে। পরিস্থিতি বিশেষ করে কৃষক, শ্রমিক ও ভ্রমণকারীদের জন্য নতুন ধরনের চ্যালেঞ্জ নিয়ে আসছে, যেখানে তাপমাত্রার পতন জনজীবনে আবারও শীতের কঠিন অভিজ্ঞতা তৈরি করবে।

আবহাওয়াবিদেরা মনে করছেন, বঙ্গোপসাগরের লঘুচাপটি শক্তিশালী হয়ে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা কম। এর অবস্থান উপকূলের কাছাকাছি হওয়ায় তা দ্রুত ভূখণ্ডের ওপরে চলে আসছে। প্রচুর বৃষ্টি ঝরিয়ে এটি দুর্বল হয়ে যেতে পারে। শুক্র ও শনিবার দেশের উপকূলের কোথাও কোথাও ৫০ থেকে ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির আজকের পত্রিকাকে বলেন, শনিবার ও রোববার বৃষটির সম্ভাবনা আছে। বিশেষ করে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম এই তিন উপকূলীয় অঞ্চলে।

এই আবহাওয়াবিদ বলেন, সাধারণত শীতকালে এমন বৃষ্টি হলে তাপমাত্রা কমে আসে আরও। বৃষ্টির পর তাপমাত্রা কমে আসবে। দেশে ডিসেম্বরের শেষ দিকে ও জানুয়ারির শুরুতে এমনিতেই শীতের তীব্রতা বাড়ে। এই সময়ে টানা শৈত্য প্রবাহ হওয়ারও সম্ভাবনা আছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা (১ থেকে ২) ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আর রোববার সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। তবে সোমবার আবার আকাশ আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মঙ্গলবার থেকে পরের পাঁচ দিন রাতের তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত