Ajker Patrika

সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ একাডেমির জন্য বনভূমির জায়গা বরাদ্দের সিদ্ধান্ত স্থগিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ অক্টোবর ২০২১, ২০: ১৪
সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ একাডেমির জন্য বনভূমির জায়গা বরাদ্দের সিদ্ধান্ত স্থগিত

সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ একাডেমি নির্মাণে কক্সবাজারে সংরক্ষিত বনভূমির ৭০০ একর জায়গা বরাদ্দের সিদ্ধান্ত তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

একই সঙ্গে ওই বরাদ্দের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। 

এ সংক্রান্ত রিট আবদেনর পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি মো. মজিবুর রহমান মিঞা ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার বেঞ্চ এই আদেশ দেন। 

মন্ত্রিপরিষদ সচিব, পরিবেশ ও বন সচিব, ভূমি সচিব এবং জনপ্রশাসন সচিবকে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

এর আগে গত ৫ সেপ্টেম্বর ‘৭০০ একর বনভূমি প্রশাসন একাডেমির জন্য বরাদ্দ’ শিরোনামে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। পরে ওই প্রতিবেদন যুক্ত করে জনস্বার্থে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ মো. মনিরুজ্জামান কবির।

আজ শুনানিতে ওই আইনজীবী বলেন, বনভূমির মালিক বন বিভাগ। কিন্তু সেই বন বিভাগের আপত্তি উপেক্ষা করে জনপ্রশাসন মন্ত্রণালয়কে এ ভূমি বরাদ্দ দিয়েছে ভূমি মন্ত্রণালয়। প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা রক্ষার জন্য দেশের সর্বোচ্চ আদালতের রায় রয়েছে। যদি সেখানে একাডেমি করা হয় তাহলে ভয়াবহ পরিবেশ বিপর্যয় নেমে আসবে।

গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ভূমি মন্ত্রণালয় বলেছে, বরাদ্দ দেওয়া জমির ৪০০ একর পাহাড় ও ৩০০ একর ছড়া বা ঝরনা। তারা জমির মূল্য ধরেছে ৪ হাজার ৮০৩ কোটি ৬৪ লাখ ২৩ হাজার ৬০০ টাকা। কিন্তু একাডেমির জন্য প্রতীকী মূল্য ধরা হয়েছে মাত্র ১ লাখ টাকা। বন আইন অনুযায়ী, এ ধরনের রক্ষিত বনে কোনো ধরনের স্থাপনা করা নিষিদ্ধ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত