Ajker Patrika

‘কৃষিক্ষেত্রে জলবায়ু পরিবর্তন কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘কৃষিক্ষেত্রে জলবায়ু পরিবর্তন কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে’

অতি তাপমাত্রা, খরা, অকাল বন্যাসহ জলবায়ু পরিবর্তনের ফলে নানান চ্যালেঞ্জ মোকাবিলা করছে বাংলাদেশ। কৃষিক্ষেত্রে সেই চ্যালেঞ্জ আরও কঠিন হয়ে দাঁড়িয়েছে। কৃষি উন্নয়নে পানি, বিদ্যুৎ ও বায়ু অত্যন্ত প্রয়োজনীয় উপাদান। জলবায়ু সংশ্লিষ্ট বিষয়গুলো যেমন—পানি, বায়ু, কৃষি ও পয়োনিষ্কাশন সংক্রান্ত প্রতিষ্ঠানের সমন্বয় জরুরি। 

আজ বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের কৃষিতে প্রভাব’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেছেন বক্তারা। 

স্বাগত বক্তব্যে আইইবির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এস. এম. মনজুরুল হক মঞ্জু বলেন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা বাংলাদেশের কৃষিতে সেরা অর্জন। জলবায়ু পরিবর্তন মোকাবিলা এই সময়ে অন্যতম চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দক্ষ ও স্মার্ট কৃষক তৈরি করতে পারলে, সেই চ্যালেঞ্জ মোকাবিলা করা যাবে সহজে। কীটনাশকের অতিরিক্ত ব্যবহার কমিয়ে আনতে হবে। প্রাকৃতিক এবং জৈবসারের ব্যবহার বাড়াতে হবে। বৃষ্টি কমে যাচ্ছে বলে ফলন কিন্তু কমছে না বরং বৃদ্ধি পাচ্ছে। কারণ দেশের প্রকৌশলীরা নানানভাবে উদ্ভাবন কাজে লাগাচ্ছে। 

আইইবির কৃষি কৌশল বিভাগের সম্পাদক প্রকৌশলী ওয়াহিদুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন—আইইবির ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার খায়রুল বাশার, সহকারী সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার অমিত কুমার চক্রবর্তী। মূল প্রবন্ধ উপস্থাপক করেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান মিলন। মুখ্য আলোচক ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের গবেষক অধ্যাপক ড. নেপাল চন্দ্র দে, প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া, মিজানুর রহমান প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত