তারকামেলায় ওহসোগো.ডটকম-এর আনুষ্ঠানিক যাত্রা
সংগীতশিল্পী তাহসান, আরফান মৃধা শিবলু, অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, চিত্রনায়ক নিরব, ক্রিকেটার মাশরাফির মতো জনপ্রিয় তারকাদের উপস্থিতিতে যাত্রা শুরু হলো ‘ওহসোগো.কম’-এর। সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় হওয়া বিউটি ব্লগার আশফি অনাদি, লিন্ডা, বারিসা হক, ইশয়া নওশীন সুরভী, বুসরা কবিরসহ অনেকেই ছিলেন ওই আয়োজনে।