মে দিবসের আয়োজন
বিনোদন প্রতিবেদক, ঢাকা
আজ পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। ১৯৮১ সাল থেকে মহান মে দিবস পালন করে আসছে নাট্যদল আরণ্যক। প্রতিবছরের মতো এ বছরেও শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিনটি আরণ্যক স্মরণ করবে গান, আবৃত্তি, নাটক, আলোচনাসহ নানা আয়োজনে।
আরণ্যক এবারের মে দিবসের আয়োজন সাজিয়েছে দুই পর্বে। প্রথম পর্ব সাজানো হয়েছে আলোচনা, গান, আবৃত্তি ও পথনাটক দিয়ে। সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে শ্রমিকের বিপ্লবী গান ‘ল’ইন্টারন্যাশনাল’ গেয়ে শুরু হবে প্রথম পর্বের অনুষ্ঠান। এরপর থাকছে মে দিবস নিয়ে আলোচনা অনুষ্ঠান। আলোচক হিসেবে থাকবেন নাট্যকার অধ্যাপক রতন সিদ্দিকী ও আরণ্যক নাট্যদলের প্রধান সম্পাদক হারুন রশীদ।
প্রথম পর্বের আয়োজনে অভিনীত হবে দুটি পথনাটক। আরণ্যক নাট্যদল মঞ্চস্থ করবে ‘মাটির মহাজন’। নাটকটি রচনা করেছেন অপু মেহেদী, নির্দেশনা দিয়েছেন হাশিম মাসুদ। আমন্ত্রিত দল হিসেবে নাটকের দল ‘থিয়েটার’ মঞ্চস্থ করবে পথনাটক ‘অদৃশ্য হাত’। রচনা খুরশীদ আলম, নির্দেশনা দিয়েছেন রবিন বসাক।
দ্বিতীয় পর্বে সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে দর্শনীর বিনিময়ে মঞ্চস্থ হবে আরণ্যকের নাটক ‘রাঢ়াঙ’। রচনা ও নির্দেশনায় মামুনুর রশীদ।
এদিকে মে দিবস উপলক্ষে বিটিভিতে দেখা যাবে কয়েকটি বিশেষ অনুষ্ঠান। প্রামাণ্য অনুষ্ঠান ও আলোচনা অনুষ্ঠানের পাশাপাশি থাকছে নাটক ‘জন হেনরী’। শিল্পী হেমাঙ্গ বিশ্বাসের লেখা ও গাওয়া গান ‘নাম তার ছিল জন হেনরী’র ছায়া অবলম্বনে নাট্যকার জামিউর রহমান লেমন ১৯৮৫ সালে ‘জন হেনরী’ নামে একটি মঞ্চনাটক লিখেছিলেন। এ নাটকটিই এবার টিভি নাটকের আঙ্গিকে নাট্যরূপ দিয়েছেন জামিউর রহমান।
বর্ণবাদ ও শ্রমিকদের ন্যায্য পাওনার প্রেক্ষাপটে রচিত জন হেনরী নাটকে একজন নিষ্ঠাবান মহান শ্রমিকের একাগ্রতা ও অপরাজেয় মনোভাব ফুটে উঠেছে। গল্পে আরও দেখা যাবে জন হেনরী ও মেরি ম্যাকডেলিনের ভালোবাসা এবং একদল পাহাড়ভাঙা শ্রমিকের জীবনসংগ্রাম। অভিনয় করেছেন আসাদ, গাজী ফারুক, কবির আহমেদ, নাজিয়া ফারহা, হুমায়ূন কাবেরী, উত্তম অধিকারী, শাওন, রানা, লুনা প্রমুখ। গোলাম মোর্শেদের প্রযোজনায় নাটকটি প্রচারিত হবে রাত ৯টায়।
বাংলাভিশনে বিকেল ৪টা ৪০ মিনিটে প্রচারিত হবে মে দিবসের বিশেষ অনুষ্ঠান ‘হাতুড়ি ও কাস্তে’। প্রযোজক রফিকুল ইসলাম ফারুকির নির্মাণে অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন সাকিলা মতিন মৃদুলা। অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও জাতীয়তাবাদী শ্রমিকদলের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।
আজ পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। ১৯৮১ সাল থেকে মহান মে দিবস পালন করে আসছে নাট্যদল আরণ্যক। প্রতিবছরের মতো এ বছরেও শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিনটি আরণ্যক স্মরণ করবে গান, আবৃত্তি, নাটক, আলোচনাসহ নানা আয়োজনে।
আরণ্যক এবারের মে দিবসের আয়োজন সাজিয়েছে দুই পর্বে। প্রথম পর্ব সাজানো হয়েছে আলোচনা, গান, আবৃত্তি ও পথনাটক দিয়ে। সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে শ্রমিকের বিপ্লবী গান ‘ল’ইন্টারন্যাশনাল’ গেয়ে শুরু হবে প্রথম পর্বের অনুষ্ঠান। এরপর থাকছে মে দিবস নিয়ে আলোচনা অনুষ্ঠান। আলোচক হিসেবে থাকবেন নাট্যকার অধ্যাপক রতন সিদ্দিকী ও আরণ্যক নাট্যদলের প্রধান সম্পাদক হারুন রশীদ।
প্রথম পর্বের আয়োজনে অভিনীত হবে দুটি পথনাটক। আরণ্যক নাট্যদল মঞ্চস্থ করবে ‘মাটির মহাজন’। নাটকটি রচনা করেছেন অপু মেহেদী, নির্দেশনা দিয়েছেন হাশিম মাসুদ। আমন্ত্রিত দল হিসেবে নাটকের দল ‘থিয়েটার’ মঞ্চস্থ করবে পথনাটক ‘অদৃশ্য হাত’। রচনা খুরশীদ আলম, নির্দেশনা দিয়েছেন রবিন বসাক।
দ্বিতীয় পর্বে সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে দর্শনীর বিনিময়ে মঞ্চস্থ হবে আরণ্যকের নাটক ‘রাঢ়াঙ’। রচনা ও নির্দেশনায় মামুনুর রশীদ।
এদিকে মে দিবস উপলক্ষে বিটিভিতে দেখা যাবে কয়েকটি বিশেষ অনুষ্ঠান। প্রামাণ্য অনুষ্ঠান ও আলোচনা অনুষ্ঠানের পাশাপাশি থাকছে নাটক ‘জন হেনরী’। শিল্পী হেমাঙ্গ বিশ্বাসের লেখা ও গাওয়া গান ‘নাম তার ছিল জন হেনরী’র ছায়া অবলম্বনে নাট্যকার জামিউর রহমান লেমন ১৯৮৫ সালে ‘জন হেনরী’ নামে একটি মঞ্চনাটক লিখেছিলেন। এ নাটকটিই এবার টিভি নাটকের আঙ্গিকে নাট্যরূপ দিয়েছেন জামিউর রহমান।
বর্ণবাদ ও শ্রমিকদের ন্যায্য পাওনার প্রেক্ষাপটে রচিত জন হেনরী নাটকে একজন নিষ্ঠাবান মহান শ্রমিকের একাগ্রতা ও অপরাজেয় মনোভাব ফুটে উঠেছে। গল্পে আরও দেখা যাবে জন হেনরী ও মেরি ম্যাকডেলিনের ভালোবাসা এবং একদল পাহাড়ভাঙা শ্রমিকের জীবনসংগ্রাম। অভিনয় করেছেন আসাদ, গাজী ফারুক, কবির আহমেদ, নাজিয়া ফারহা, হুমায়ূন কাবেরী, উত্তম অধিকারী, শাওন, রানা, লুনা প্রমুখ। গোলাম মোর্শেদের প্রযোজনায় নাটকটি প্রচারিত হবে রাত ৯টায়।
বাংলাভিশনে বিকেল ৪টা ৪০ মিনিটে প্রচারিত হবে মে দিবসের বিশেষ অনুষ্ঠান ‘হাতুড়ি ও কাস্তে’। প্রযোজক রফিকুল ইসলাম ফারুকির নির্মাণে অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন সাকিলা মতিন মৃদুলা। অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও জাতীয়তাবাদী শ্রমিকদলের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।
ব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
৩ ঘণ্টা আগেহলিউডের আলোচিত সিনেমা ‘দ্য ইন্টার্ন’-এর স্বত্ব কিনেছিলেন দীপিকা পাড়ুকোন। ২০২১ সালে সিনেমাটির হিন্দি রিমেকের ঘোষণা দেন অভিনেত্রী। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান কা প্রোডাকশনস থেকে সিনেমাটি তৈরির কথা ছিল। তবে নানা কারণে পিছিয়েছে কাজ। দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে দ্য ইন্টার্নের হিন্দি রিমেকের শুটিং...
৩ ঘণ্টা আগেজনপ্রিয় তুর্কি সিরিজ ‘কুরুলুস ওসমান’ এবার দেখা যাবে ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফি অ্যাপে। সিরিজটির প্রথম ছয়টি সিজন বাংলা ডাবিং করে দেখানোর জন্য সম্প্রতি এসআরকে গ্রুপের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে টফি। এ সময় উপস্থিত ছিলেন বাংলালিংকের চিফ করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান...
৩ ঘণ্টা আগেগত বছর প্রয়াত হয়েছেন দুই সংগীত তারকা শাফিন আহমেদ ও হাসান আবিদুর রেজা জুয়েল। তাঁদের স্মরণে ‘স্মৃতিতে সুরের সারথি’ নামের অনুষ্ঠান আয়োজন করা হয় গতকাল শনিবার।
১৩ ঘণ্টা আগে