ঈদ উপলক্ষে জিটিভির জন্য দীপু হাজরা নির্মাণ করেছেন বিশেষ নাটক ‘গেম অব লাইফ’। জীবনের নানামুখী সংকটের গল্পে এটি নির্মিত হয়েছে। নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আব্দুন নূর সজল, সারিকা সাবরিন, সমাপ্তি মাসুক, মনি চৌধুরী, সবুজ রহমান, রাশেদা রাখী, মীর শহীদ, সবুর খন্দকার জুয়েল প্রমুখ।
নাটকের গল্পে দেখা যাবে, আবির-শৈলীর সংসার বেশ ভালোভাবেই চলছিল। কোনো এক সকালে কুরিয়ারযোগে শৈলীর নামে চলে আসে প্লাটিনামের একটি আংটি। কে পাঠিয়েছে এ আংটি, তার কোনো ঠিকানা নেই। আংটি নিয়ে স্বামী–স্ত্রীর মধ্যে শুরু হয় সন্দেহ। আবির মনে করে এটি শৈলীর পুরোনো প্রেমিক পাঠিয়েছে। অপর দিকে নিরব একজন অন্ধ মানুষ। থাকে তাদের ওপরের তলায়।
সে বিষয়টি সমাধান করতে আসে, তাতেও কোনো লাভ হয় না। অবশেষে আবির একদিন সেই পুরোনো প্রেমিককে মারধর করে। বিষয়টি শৈলী জানতে পেরে আবিরের ওপর খেপে গিয়ে বাড়ি ছেড়ে চলে যায়। আশ্রয় নেয় ডাক্তার বোন লিলির বাসায়। এভাবে চলতে থাকে ঈদের বিশেষ নাটক ‘গেম অব লাইফ’–এর গল্প।
নাটকটি সম্পর্কে নির্মাতা দীপু হাজরা বলেন, ‘এটি মূলত প্রেমের গল্পনির্ভর নাটক। সজল, সারিকাসহ সবাই অসাধারণ অভিনয় করেছে। সম্প্রতি রাজধানীর আমিন বাজারে নাটকটির শুটিং শেষ হয়েছে। আশাকরি নাটকটি দর্শকদের হৃদয়ে নাড়া দেবে।’
জেড এস মাল্টিমিডিয়ার প্রযোজনায় বিশেষ এ নাটকটি দেখা যাবে ঈদের দ্বিতীয় দিন রাত ৯টায় জিটিভিতে।
ঈদ উপলক্ষে জিটিভির জন্য দীপু হাজরা নির্মাণ করেছেন বিশেষ নাটক ‘গেম অব লাইফ’। জীবনের নানামুখী সংকটের গল্পে এটি নির্মিত হয়েছে। নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আব্দুন নূর সজল, সারিকা সাবরিন, সমাপ্তি মাসুক, মনি চৌধুরী, সবুজ রহমান, রাশেদা রাখী, মীর শহীদ, সবুর খন্দকার জুয়েল প্রমুখ।
নাটকের গল্পে দেখা যাবে, আবির-শৈলীর সংসার বেশ ভালোভাবেই চলছিল। কোনো এক সকালে কুরিয়ারযোগে শৈলীর নামে চলে আসে প্লাটিনামের একটি আংটি। কে পাঠিয়েছে এ আংটি, তার কোনো ঠিকানা নেই। আংটি নিয়ে স্বামী–স্ত্রীর মধ্যে শুরু হয় সন্দেহ। আবির মনে করে এটি শৈলীর পুরোনো প্রেমিক পাঠিয়েছে। অপর দিকে নিরব একজন অন্ধ মানুষ। থাকে তাদের ওপরের তলায়।
সে বিষয়টি সমাধান করতে আসে, তাতেও কোনো লাভ হয় না। অবশেষে আবির একদিন সেই পুরোনো প্রেমিককে মারধর করে। বিষয়টি শৈলী জানতে পেরে আবিরের ওপর খেপে গিয়ে বাড়ি ছেড়ে চলে যায়। আশ্রয় নেয় ডাক্তার বোন লিলির বাসায়। এভাবে চলতে থাকে ঈদের বিশেষ নাটক ‘গেম অব লাইফ’–এর গল্প।
নাটকটি সম্পর্কে নির্মাতা দীপু হাজরা বলেন, ‘এটি মূলত প্রেমের গল্পনির্ভর নাটক। সজল, সারিকাসহ সবাই অসাধারণ অভিনয় করেছে। সম্প্রতি রাজধানীর আমিন বাজারে নাটকটির শুটিং শেষ হয়েছে। আশাকরি নাটকটি দর্শকদের হৃদয়ে নাড়া দেবে।’
জেড এস মাল্টিমিডিয়ার প্রযোজনায় বিশেষ এ নাটকটি দেখা যাবে ঈদের দ্বিতীয় দিন রাত ৯টায় জিটিভিতে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে নায়ক রুবেলের মৃত্যুর খবর। এমন ঘটনায় বিরক্তি প্রকাশের পাশাপাশি যাঁরা মিথ্যা ছড়াচ্ছেন, তাঁদের হুঁশিয়ার করে দিলেন রুবেলের বড় ভাই অভিনেতা, প্রযোজক ও নির্দেশক মাসুদ পারভেজ সোহেল রানা।
২ ঘণ্টা আগেভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর নয়া দিল্লি পাকিস্তানের সঙ্গে ৬ দশকের পুরোনো সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিতের ঘোষণা দেয়। তবে সেই ঘোষণা কতটা কার্যকর হয়েছে তা এখনো সঠিকভাবে জানা যায়নি। দুই দেশের মূল ধারার গণমাধ্যম এই বিষয়ে সেই অর্থে কোনো তথ্য দেয়নি।
৫ ঘণ্টা আগেঈদে মুক্তি পাওয়া আফরান নিশো অভিনীত ‘দাগি’ সিনেমায় জেফার রহমানের গাওয়া ‘নিয়ে যাবে কি’ শিরোনামের গানটি ইতিমধ্যেই শ্রোতাদের মন ছুঁয়েছে। অনলাইনেও গানটি নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। ‘নিয়ে যাবে কি আমায় দূরে কল্পনায়, তোমার আর আমার গল্পে কি আবার হবে নতুন সূচনা’ এমন কথায় গানটি লিখেছেন বাঁধন, সুর করেছেন জেফার
১২ ঘণ্টা আগেআন্তর্জাতিক নৃত্য দিবসে নতুন উদ্যোগের কথা জানালেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী উম্মে হাবিবা। রাজধানীর নিকেতনে শুরু করেছেন নিজের নৃত্য প্রতিষ্ঠান। টিম কালারস ড্যান্স ক্লাস নামের এই প্রতিষ্ঠানে ভরতনাট্যম, সেমি-ক্লাসিক্যাল, কনটেম্পরারি ও বলিউড নৃত্যশৈলীতে প্রশিক্ষণ দেওয়া হবে।
১২ ঘণ্টা আগে