ঈদ উপলক্ষে জিটিভির জন্য দীপু হাজরা নির্মাণ করেছেন বিশেষ নাটক ‘গেম অব লাইফ’। জীবনের নানামুখী সংকটের গল্পে এটি নির্মিত হয়েছে। নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আব্দুন নূর সজল, সারিকা সাবরিন, সমাপ্তি মাসুক, মনি চৌধুরী, সবুজ রহমান, রাশেদা রাখী, মীর শহীদ, সবুর খন্দকার জুয়েল প্রমুখ।
নাটকের গল্পে দেখা যাবে, আবির-শৈলীর সংসার বেশ ভালোভাবেই চলছিল। কোনো এক সকালে কুরিয়ারযোগে শৈলীর নামে চলে আসে প্লাটিনামের একটি আংটি। কে পাঠিয়েছে এ আংটি, তার কোনো ঠিকানা নেই। আংটি নিয়ে স্বামী–স্ত্রীর মধ্যে শুরু হয় সন্দেহ। আবির মনে করে এটি শৈলীর পুরোনো প্রেমিক পাঠিয়েছে। অপর দিকে নিরব একজন অন্ধ মানুষ। থাকে তাদের ওপরের তলায়।
সে বিষয়টি সমাধান করতে আসে, তাতেও কোনো লাভ হয় না। অবশেষে আবির একদিন সেই পুরোনো প্রেমিককে মারধর করে। বিষয়টি শৈলী জানতে পেরে আবিরের ওপর খেপে গিয়ে বাড়ি ছেড়ে চলে যায়। আশ্রয় নেয় ডাক্তার বোন লিলির বাসায়। এভাবে চলতে থাকে ঈদের বিশেষ নাটক ‘গেম অব লাইফ’–এর গল্প।
নাটকটি সম্পর্কে নির্মাতা দীপু হাজরা বলেন, ‘এটি মূলত প্রেমের গল্পনির্ভর নাটক। সজল, সারিকাসহ সবাই অসাধারণ অভিনয় করেছে। সম্প্রতি রাজধানীর আমিন বাজারে নাটকটির শুটিং শেষ হয়েছে। আশাকরি নাটকটি দর্শকদের হৃদয়ে নাড়া দেবে।’
জেড এস মাল্টিমিডিয়ার প্রযোজনায় বিশেষ এ নাটকটি দেখা যাবে ঈদের দ্বিতীয় দিন রাত ৯টায় জিটিভিতে।
ঈদ উপলক্ষে জিটিভির জন্য দীপু হাজরা নির্মাণ করেছেন বিশেষ নাটক ‘গেম অব লাইফ’। জীবনের নানামুখী সংকটের গল্পে এটি নির্মিত হয়েছে। নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আব্দুন নূর সজল, সারিকা সাবরিন, সমাপ্তি মাসুক, মনি চৌধুরী, সবুজ রহমান, রাশেদা রাখী, মীর শহীদ, সবুর খন্দকার জুয়েল প্রমুখ।
নাটকের গল্পে দেখা যাবে, আবির-শৈলীর সংসার বেশ ভালোভাবেই চলছিল। কোনো এক সকালে কুরিয়ারযোগে শৈলীর নামে চলে আসে প্লাটিনামের একটি আংটি। কে পাঠিয়েছে এ আংটি, তার কোনো ঠিকানা নেই। আংটি নিয়ে স্বামী–স্ত্রীর মধ্যে শুরু হয় সন্দেহ। আবির মনে করে এটি শৈলীর পুরোনো প্রেমিক পাঠিয়েছে। অপর দিকে নিরব একজন অন্ধ মানুষ। থাকে তাদের ওপরের তলায়।
সে বিষয়টি সমাধান করতে আসে, তাতেও কোনো লাভ হয় না। অবশেষে আবির একদিন সেই পুরোনো প্রেমিককে মারধর করে। বিষয়টি শৈলী জানতে পেরে আবিরের ওপর খেপে গিয়ে বাড়ি ছেড়ে চলে যায়। আশ্রয় নেয় ডাক্তার বোন লিলির বাসায়। এভাবে চলতে থাকে ঈদের বিশেষ নাটক ‘গেম অব লাইফ’–এর গল্প।
নাটকটি সম্পর্কে নির্মাতা দীপু হাজরা বলেন, ‘এটি মূলত প্রেমের গল্পনির্ভর নাটক। সজল, সারিকাসহ সবাই অসাধারণ অভিনয় করেছে। সম্প্রতি রাজধানীর আমিন বাজারে নাটকটির শুটিং শেষ হয়েছে। আশাকরি নাটকটি দর্শকদের হৃদয়ে নাড়া দেবে।’
জেড এস মাল্টিমিডিয়ার প্রযোজনায় বিশেষ এ নাটকটি দেখা যাবে ঈদের দ্বিতীয় দিন রাত ৯টায় জিটিভিতে।
অভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
২ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি করে দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে। যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
৩ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
৭ ঘণ্টা আগেহলিউডের আলোচিত সিনেমা ‘দ্য ইন্টার্ন’-এর স্বত্ব কিনেছিলেন দীপিকা পাড়ুকোন। ২০২১ সালে সিনেমাটির হিন্দি রিমেকের ঘোষণা দেন অভিনেত্রী। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান কা প্রোডাকশনস থেকে সিনেমাটি তৈরির কথা ছিল। তবে নানা কারণে পিছিয়েছে কাজ। দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে দ্য ইন্টার্নের হিন্দি রিমেকের শুটিং...
৭ ঘণ্টা আগে