বড় বোন মেহজাবীনের দেখানো পথেই হাঁটছেন মালাইকা চৌধুরী। বিজ্ঞাপনের পর এবার তিনি অভিনয় করছেন নাটকে। নাটকের নাম ‘সন্ধিক্ষণ’। গল্প লিখেছেন মেহজাবীন চৌধুরী। নাট্য রচনা ও পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
সন্ধিক্ষণ নাটকে মালাইকার বিপরীতে আছেন ফারহান আহমেদ জোভান। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে নাটকের শুটিং। মালাইকাকে নিয়ে নাটক নির্মাণ প্রসঙ্গে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, ‘মেহজাবীন যে গল্পটি দিয়েছেন, সেই গল্পে নতুন একজন মেয়ে হলে ভালো হবে বলে মনে হয়েছে আমার। সেই ভাবনা থেকেই মালাইকাকে নেওয়া। তিনি বেশ পরিশ্রমী, অভিনয়টাও ভালো করছেন। আমার বিশ্বাস, দর্শকের মন জয় করতে পারবেন মালাইকা।’
নাটকে অভিষেক হওয়ায় বেশ উচ্ছ্বসিত মালাইকা চৌধুরী। তিনি বলেন, ‘শুটিং করে ভালো লাগছে। আমার বড় বোনের গল্প ও রাজ ভাইয়ার নির্মাণ—দুইয়ের সম্মিলন ঘটবে জেনে এই নাটকে অভিনয় করতে রাজি হয়েছি। সহশিল্পী হিসেবে জোভান ভাই অনেক সহযোগিতা করছেন আমাকে। আমার বিশ্বাস অভিনয় দিয়ে দর্শকের মন জয় করতে পারব আমি।’
নির্মাতা জানান, চলতি বছরেই সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেল ‘সন্ধিক্ষণ’ নাটকটি মুক্তি পাবে।
মেহজাবীনের যাত্রা শুরু হয়েছিল সুন্দরী প্রতিযোগিতা দিয়ে, আর মালাইকা শোবিজ ক্যারিয়ার শুরু করেন বিজ্ঞাপনের মডেল হয়ে।
গত ফেব্রুয়ারিতে প্রথমবার আদনান আল রাজিবের নির্দেশনায় একটি বিজ্ঞাপনের মডেল হয়ে কাজ করেন মালাইকা। এতে মালাইকার সঙ্গে ছিলেন নাসেক নাসেকখ্যাত শিল্পী অনিমেষ রায়। বিজ্ঞাপনের প্রস্তাবটি বোন মেহজাবীনের কাছ থেকেই পেয়েছিলেন মালাইকা।
বড় বোন মেহজাবীনের দেখানো পথেই হাঁটছেন মালাইকা চৌধুরী। বিজ্ঞাপনের পর এবার তিনি অভিনয় করছেন নাটকে। নাটকের নাম ‘সন্ধিক্ষণ’। গল্প লিখেছেন মেহজাবীন চৌধুরী। নাট্য রচনা ও পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
সন্ধিক্ষণ নাটকে মালাইকার বিপরীতে আছেন ফারহান আহমেদ জোভান। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে নাটকের শুটিং। মালাইকাকে নিয়ে নাটক নির্মাণ প্রসঙ্গে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, ‘মেহজাবীন যে গল্পটি দিয়েছেন, সেই গল্পে নতুন একজন মেয়ে হলে ভালো হবে বলে মনে হয়েছে আমার। সেই ভাবনা থেকেই মালাইকাকে নেওয়া। তিনি বেশ পরিশ্রমী, অভিনয়টাও ভালো করছেন। আমার বিশ্বাস, দর্শকের মন জয় করতে পারবেন মালাইকা।’
নাটকে অভিষেক হওয়ায় বেশ উচ্ছ্বসিত মালাইকা চৌধুরী। তিনি বলেন, ‘শুটিং করে ভালো লাগছে। আমার বড় বোনের গল্প ও রাজ ভাইয়ার নির্মাণ—দুইয়ের সম্মিলন ঘটবে জেনে এই নাটকে অভিনয় করতে রাজি হয়েছি। সহশিল্পী হিসেবে জোভান ভাই অনেক সহযোগিতা করছেন আমাকে। আমার বিশ্বাস অভিনয় দিয়ে দর্শকের মন জয় করতে পারব আমি।’
নির্মাতা জানান, চলতি বছরেই সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেল ‘সন্ধিক্ষণ’ নাটকটি মুক্তি পাবে।
মেহজাবীনের যাত্রা শুরু হয়েছিল সুন্দরী প্রতিযোগিতা দিয়ে, আর মালাইকা শোবিজ ক্যারিয়ার শুরু করেন বিজ্ঞাপনের মডেল হয়ে।
গত ফেব্রুয়ারিতে প্রথমবার আদনান আল রাজিবের নির্দেশনায় একটি বিজ্ঞাপনের মডেল হয়ে কাজ করেন মালাইকা। এতে মালাইকার সঙ্গে ছিলেন নাসেক নাসেকখ্যাত শিল্পী অনিমেষ রায়। বিজ্ঞাপনের প্রস্তাবটি বোন মেহজাবীনের কাছ থেকেই পেয়েছিলেন মালাইকা।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
৭ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১০ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি করে দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে। যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১২ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
১৫ ঘণ্টা আগে