বিনোদন প্রতিবেদক, ঢাকা
রোজার ঈদে নাটক নিয়ে বিশেষ আয়োজন সাজিয়েছে বৈশাখী টেলিভিশন। এবার ২৭টি নাটক প্রচার করবে বৈশাখী টেলিভিশন—১৫টি একক, ৫টি ৭ পর্বের ধারাবাহিক এবং ৭টি মেগা নাটক।
চাঁদরাতে ১০টায় প্রচার হবে নাজিমউদ্দিন পাপ্পুর রচনা ও পরিচালনায় একক নাটক ‘গহীনে বিজয়’। অভিনয়ে বিজরী বরকতউল্লাহ ও ইন্তেখাব দিনার। বাকি ১৪টি নাটক প্রচার হবে প্রতিদিন রাত ৮টা ১৫ মিনিটে এবং ৯টা ৫৫ মিনিটে।
এসব নাটকের তালিকায় রয়েছে মোশারফ করিম ও তানিয়া বৃষ্টি অভিনীত ‘টোনাটুনির সংসার’, খায়রুল বাসার ও সাফা কবির অভিনীত ‘প্রেম অথবা মায়া’, তৌসিফ ও কেয়া পায়েল অভিনীত ‘কামিনা আমিনা’, খায়রুল বাসার ও তানজিন তিশা অভিনীত ‘মন খারাপের ঘর’, মোশাররফ করিম ও রোবেনা জুঁই অভিনীত ‘প্যারা আজমল’, রাশেদ সীমান্ত, অলংকার চৌধুরী, সঞ্চিতা দত্ত অভিনীত ‘প্রেমের ফুল ফোটে না’, নিলয় ও হিমি অভিনীত ‘অকর্মা’, জোভান ও কেয়া পায়েল অভিনীত ‘ডাকাতিয়া প্রেম’, জোভান ও তানজিন তিশা অভিনীত ‘স্বপ্নের শেষ ঠিকানা’, মোশাররফ করিম ও প্রভা অভিনীত ‘সেইম সেইম’, আফজাল হোসেন ও সাদিয়া ইসলাম মৌ অভিনীত ‘কোন একদিন’, রাশেদ সীমান্ত ও ফারজানা আহসান মিহি অভিনীত ‘আফ্রিকান পরিবার’, শ্যামল মাওলা ও মাইমুনা মম অভিনীত ‘অভাবের সংসার’ এবং জাহের আলভী ও মায়শা প্রাপ্তি অভিনীত ‘আমার কোন গার্লফ্রেন্ড নাই’।
৭ পর্বের ধারাবাহিক ৫টি হলো আল হাজেনের পরিচালনায়, রাশেদ সীমান্ত ও অহনা অভিনীত ‘লন্ডনী জামাই’, ফরিদুল হাসানের পরিচালনায় জাহের আলভী ও -ফারজানা আহসান মিহি অভিনীত ‘মানি লোকের মান’, হাসান জাহাঙ্গীরের পরিচালনায় কাজী হায়াৎ, ওমর সানী, ডন, হাসান জাহাঙ্গীর অভিনীত ‘ব্ল্যাকমানি’, মাহমুদ হাসান রানার পরিচালনায় মীর সাব্বির, শমী, আ খ ম হাসান ও মিহি অভিনীত ‘শাশুড়ির বিয়ে’ এবং রুহুল আমিন শিশিরের পরিচালনায় শহীদুজ্জামান সেলিম, ফারহানা মিলি, ফারজানা ছবি, আইনুন পুতুল অভিনীত ‘ট্রাক ড্রাইভার’।
প্রতিদিন রাত ১১টা ৪০ মিনিটে প্রচার হবে ৭টি মেগা নাটক। নাটকগুলো হলো শিপন মিত্র, আঁচল আঁখি ও মানসী প্রকৃতি অভিনীত ‘কুবের মাঝি’, ইরফান সাজ্জাদ ও নাবিলা ইসলাম অভিনীত ‘সাহেব বিবি গোলাম’, আরফান আহমেদ ও মৌটুসী বিশ্বাস অভিনীত ‘আমি মানুষ’, সজল ও নাদিয়া মিম অভিনীত ‘হৃদয়ে তুমি’, মাসুদ রানা মিঠু ও ফারজানা আহসান মিহি অভিনীত ‘পাঁচ টন’, চিত্রনায়িকা পপি ও হাসান জাহাঙ্গীর অভিনীত ‘নায়িকার বিয়ে-২’ এবং আমিরুল হক চৌধুরী, শশী, আ খ ম হাসান, বীথি রানী সরকার অভিনীত ‘ভাগ্যবিবি’।
রোজার ঈদে নাটক নিয়ে বিশেষ আয়োজন সাজিয়েছে বৈশাখী টেলিভিশন। এবার ২৭টি নাটক প্রচার করবে বৈশাখী টেলিভিশন—১৫টি একক, ৫টি ৭ পর্বের ধারাবাহিক এবং ৭টি মেগা নাটক।
চাঁদরাতে ১০টায় প্রচার হবে নাজিমউদ্দিন পাপ্পুর রচনা ও পরিচালনায় একক নাটক ‘গহীনে বিজয়’। অভিনয়ে বিজরী বরকতউল্লাহ ও ইন্তেখাব দিনার। বাকি ১৪টি নাটক প্রচার হবে প্রতিদিন রাত ৮টা ১৫ মিনিটে এবং ৯টা ৫৫ মিনিটে।
এসব নাটকের তালিকায় রয়েছে মোশারফ করিম ও তানিয়া বৃষ্টি অভিনীত ‘টোনাটুনির সংসার’, খায়রুল বাসার ও সাফা কবির অভিনীত ‘প্রেম অথবা মায়া’, তৌসিফ ও কেয়া পায়েল অভিনীত ‘কামিনা আমিনা’, খায়রুল বাসার ও তানজিন তিশা অভিনীত ‘মন খারাপের ঘর’, মোশাররফ করিম ও রোবেনা জুঁই অভিনীত ‘প্যারা আজমল’, রাশেদ সীমান্ত, অলংকার চৌধুরী, সঞ্চিতা দত্ত অভিনীত ‘প্রেমের ফুল ফোটে না’, নিলয় ও হিমি অভিনীত ‘অকর্মা’, জোভান ও কেয়া পায়েল অভিনীত ‘ডাকাতিয়া প্রেম’, জোভান ও তানজিন তিশা অভিনীত ‘স্বপ্নের শেষ ঠিকানা’, মোশাররফ করিম ও প্রভা অভিনীত ‘সেইম সেইম’, আফজাল হোসেন ও সাদিয়া ইসলাম মৌ অভিনীত ‘কোন একদিন’, রাশেদ সীমান্ত ও ফারজানা আহসান মিহি অভিনীত ‘আফ্রিকান পরিবার’, শ্যামল মাওলা ও মাইমুনা মম অভিনীত ‘অভাবের সংসার’ এবং জাহের আলভী ও মায়শা প্রাপ্তি অভিনীত ‘আমার কোন গার্লফ্রেন্ড নাই’।
৭ পর্বের ধারাবাহিক ৫টি হলো আল হাজেনের পরিচালনায়, রাশেদ সীমান্ত ও অহনা অভিনীত ‘লন্ডনী জামাই’, ফরিদুল হাসানের পরিচালনায় জাহের আলভী ও -ফারজানা আহসান মিহি অভিনীত ‘মানি লোকের মান’, হাসান জাহাঙ্গীরের পরিচালনায় কাজী হায়াৎ, ওমর সানী, ডন, হাসান জাহাঙ্গীর অভিনীত ‘ব্ল্যাকমানি’, মাহমুদ হাসান রানার পরিচালনায় মীর সাব্বির, শমী, আ খ ম হাসান ও মিহি অভিনীত ‘শাশুড়ির বিয়ে’ এবং রুহুল আমিন শিশিরের পরিচালনায় শহীদুজ্জামান সেলিম, ফারহানা মিলি, ফারজানা ছবি, আইনুন পুতুল অভিনীত ‘ট্রাক ড্রাইভার’।
প্রতিদিন রাত ১১টা ৪০ মিনিটে প্রচার হবে ৭টি মেগা নাটক। নাটকগুলো হলো শিপন মিত্র, আঁচল আঁখি ও মানসী প্রকৃতি অভিনীত ‘কুবের মাঝি’, ইরফান সাজ্জাদ ও নাবিলা ইসলাম অভিনীত ‘সাহেব বিবি গোলাম’, আরফান আহমেদ ও মৌটুসী বিশ্বাস অভিনীত ‘আমি মানুষ’, সজল ও নাদিয়া মিম অভিনীত ‘হৃদয়ে তুমি’, মাসুদ রানা মিঠু ও ফারজানা আহসান মিহি অভিনীত ‘পাঁচ টন’, চিত্রনায়িকা পপি ও হাসান জাহাঙ্গীর অভিনীত ‘নায়িকার বিয়ে-২’ এবং আমিরুল হক চৌধুরী, শশী, আ খ ম হাসান, বীথি রানী সরকার অভিনীত ‘ভাগ্যবিবি’।
এই সাফল্যের আনন্দ কিছুটা হলেও মলিন করে দিয়েছে নকলের অভিযোগ। অনেকে অভিযোগ করছে, ২০০৪ সালের কোরিয়ান সিনেমা ‘আ মোমেন্ট টু রিমেম্বার’-এর গল্প চুরি করে তৈরি হয়েছে সাইয়ারা। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে চলছে কাটাছেঁড়া।
৮ ঘণ্টা আগেইদানীং হাঁটুর সমস্যায় ভুগছেন নিশো। এখন স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন যদিও, কিন্তু এ অবস্থায় শুটিংয়ে যাওয়া ঝুঁকিপূর্ণ। সুড়ঙ্গ ২ সিনেমার শুটিং শুরুর আগে তাই নিশোকে যেতে হবে ছুরি-কাঁচির নিচে। করাতে হবে হাঁটুর অস্ত্রোপচার।
৮ ঘণ্টা আগেগত কোরবানির ঈদে টিভিতে প্রচার হয়েছিল ইমরাউল রাফাত পরিচালিত নাটক ‘বকুল ফুল’। এতে একজন মানসিক রোগীর চরিত্রে অভিনয় করেছেন সামিরা খান মাহি। নাটকটি গত বৃহস্পতিবার ইউটিউবে প্রকাশের পর আবার আলোচনায় তিনি। প্রশংসিত হচ্ছে মাহির অভিনয় ও লুক। বকুল ফুল নাটকসহ অন্যান্য বিষয়ে অভিনেত্রীর সঙ্গে কথা বলেছেন শিহাব...
২১ ঘণ্টা আগেসেই আশির দশকের শুরুতে পরিচালনা শুরু জেমস ক্যামেরনের। বানিয়েছেন ‘টার্মিনেটর’, ‘এলিয়েনস’, ‘টাইটানিক’সহ অনেক আলোচিত সিনেমা। তবে দেড় যুগ ধরে এই জনপ্রিয় নির্মাতা আটকে আছেন একই বিষয়ে। ২০০৯ সালে মুক্তি পেয়েছিল ‘অ্যাভাটার’, তার পর থেকে অন্য কোনো বিষয় নিয়ে ভাবেননি।
২১ ঘণ্টা আগে