গত বছরের ২৭ নভেম্বর সাংস্কৃতিক ব্যক্তিত্ব, নাট্যজন আলী যাকের সবাইকে কাঁদিয়ে চলে যান ওপারে। বেঁচে থাকলে আগামীকাল ৬ নভেম্বর তার ৭৭তম জন্মদিন পালন হতো। তবে কিংবদন্তির যেমন মরণ নেই, যাকের পরিবারও চায় আলী যাকের জীবন্ত থাকুক নানামুখী কাজে। এজন্য তারা বেশ কিছু উদ্যোগও নিয়েছেন। আর এ বিষয় নিয়ে কথা বলতে আগামীকাল শনিবার মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘রাঙা সকাল’-এ আমন্ত্রিত অতিথি হয়ে আসছেন আলী যাকেরের সহধর্মিনী, একুশে পদক বিজয়ী নাট্যব্যক্তিত্ব সারা যাকের।
সকাল ৭টা থেকে ৯টা ‘রাঙা সকাল’-এর বিশেষ এই পর্বে সারা যাকের জানাবেন, শুধু স্মরণে বা কথায় নয়, নানান কর্মকাণ্ডেও আলী যাকেরের বর্ণাঢ্য কর্মময় জীবনের স্মৃতি সংরক্ষণ করা হবে। পাশাপাশি বিশেষ এই দিনে একটি বিশেষ ঘোষনাও আসবে পরিবার থেকে।
রুম্মান রশীদ খান ও লাবণ্য’র সাথে আলাপচারিতার ফাঁকে সারা যাকের জানাবেন, সাধারণ আলী যাকের তাঁর মনের বিশালতার কারণে কতটা অসাধারণ হয়ে উঠেছিলেন, তাঁর প্রস্থানের পর দুই সন্তান ইরেশ যাকের ও শ্রিয়া সর্বজয়া কিভাবে নিজেদের সামলে নিয়েছেন।
আগামীকাল ইরেশ যাকেরেরও জন্মদিন। ছেলের জন্য মায়ের বিশেষ বার্তাও থাকবে এই আয়োজনে। ‘রাঙা সকাল’ প্রযোজনা করছেন জোবায়ের ইকবাল।
গত বছরের ২৭ নভেম্বর সাংস্কৃতিক ব্যক্তিত্ব, নাট্যজন আলী যাকের সবাইকে কাঁদিয়ে চলে যান ওপারে। বেঁচে থাকলে আগামীকাল ৬ নভেম্বর তার ৭৭তম জন্মদিন পালন হতো। তবে কিংবদন্তির যেমন মরণ নেই, যাকের পরিবারও চায় আলী যাকের জীবন্ত থাকুক নানামুখী কাজে। এজন্য তারা বেশ কিছু উদ্যোগও নিয়েছেন। আর এ বিষয় নিয়ে কথা বলতে আগামীকাল শনিবার মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘রাঙা সকাল’-এ আমন্ত্রিত অতিথি হয়ে আসছেন আলী যাকেরের সহধর্মিনী, একুশে পদক বিজয়ী নাট্যব্যক্তিত্ব সারা যাকের।
সকাল ৭টা থেকে ৯টা ‘রাঙা সকাল’-এর বিশেষ এই পর্বে সারা যাকের জানাবেন, শুধু স্মরণে বা কথায় নয়, নানান কর্মকাণ্ডেও আলী যাকেরের বর্ণাঢ্য কর্মময় জীবনের স্মৃতি সংরক্ষণ করা হবে। পাশাপাশি বিশেষ এই দিনে একটি বিশেষ ঘোষনাও আসবে পরিবার থেকে।
রুম্মান রশীদ খান ও লাবণ্য’র সাথে আলাপচারিতার ফাঁকে সারা যাকের জানাবেন, সাধারণ আলী যাকের তাঁর মনের বিশালতার কারণে কতটা অসাধারণ হয়ে উঠেছিলেন, তাঁর প্রস্থানের পর দুই সন্তান ইরেশ যাকের ও শ্রিয়া সর্বজয়া কিভাবে নিজেদের সামলে নিয়েছেন।
আগামীকাল ইরেশ যাকেরেরও জন্মদিন। ছেলের জন্য মায়ের বিশেষ বার্তাও থাকবে এই আয়োজনে। ‘রাঙা সকাল’ প্রযোজনা করছেন জোবায়ের ইকবাল।
‘পরীমণি’ সিনেমাটি তৈরি হচ্ছে ভৌতিক গল্পে। গল্পের কেন্দ্রে আছে পরী নামের এক সাধারণ কিশোরী। আপাতদৃষ্টিতে তার জীবন স্বাভাবিক হলেও রয়েছে এক অতীত, যাতে মিশে আছে ভয়, ভালোবাসা, অপরাধ ও দায়িত্ববোধ।
২ ঘণ্টা আগেসব মিলিয়ে প্রিয়দর্শনের নির্মিত সিনেমার সংখ্যা ৯৮টি। এখনো ক্যামেরার পেছনে দাপটের সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছেন। তবে আর মাত্র দুটি সিনেমা বানিয়ে পরিচালনা থেকে অবসর নেবেন তিনি।
৫ ঘণ্টা আগেবিগ বসের কল্যাণে ভারতীয় টেলিভিশন ইন্ডাস্ট্রিতে বর্তমানে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া তারকা সালমান খান। এ শোর গত সিজনেও ২০০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন তিনি। তবে এবার প্রায় ১০০ কোটি কম পারিশ্রমিক পাচ্ছেন।
৭ ঘণ্টা আগেসিনেমার গান থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে প্রিন্স মাহমুদ বলেন, ‘অনেক সিনেমার কাজ ফিরিয়ে দিয়েছি। কারণ, সিনেমায় আমার নতুন কিছু দেওয়ার নাই। যে যা-ই বলুন, সিনেমার গান আসলে নায়ক-পরিচালকের গান হয়, আমার গান হয় না।’
৯ ঘণ্টা আগে