চয়নিকা চৌধুরীর নতুন নাটক ‘অলীক বিভ্রম’। এই নাটকে একসঙ্গে অভিনয় করলেন তারিন জাহান, শহীদুজ্জামান সেলিম ও নওরীন হাসান খান জেনি। শুটিং হয়েছে সাভারের ফিল্ম ভ্যালিতে। ইফফাত আরেফিন তন্বীর লেখা নাটকটি দিয়ে অনেক দিন পর একক নাটকে ফিরেছেন জেনি। অন্যদিকে নির্মাতা চয়নিকা চৌধুরী সম্প্রতি ঘোষণা দিয়েছেন তাঁর দ্বিতীয় ছবির। মাহিয়া মাহিকে নিয়ে ‘অহংকারী বউ’ নামে নতুন ছবির কাজে হাত দিয়েছেন চয়নিকা।
ছোটপর্দার পরীক্ষিত নির্মাতা চয়নিকা চৌধুরী। প্রথমবার বড় পর্দায় এসে দিয়েছেন দক্ষতার পরিচয়। গেল বছর মুক্তিপ্রাপ্ত তাঁর পরিচালিত প্রথম ছবি ‘বিশ্বসুন্দরী’ গ্রহণযোগ্যতা পেয়েছে দর্শক মহলে।
‘অহংকারী বউ’ থাকছে পুরোপুরি পারিবারিক গল্পের বুনন। প্রযোজনা করছেন শোবিজের পরিচিত মুখ ডিএ তায়েব। নির্মাতা চয়নিকা জানান, ‘অহংকারী বউ’ একটি রেডি প্রজেক্ট। কিছুটা আচমকায় আমাকে এটি পরিচালনার প্রস্তাব দেন ডিএ তায়েব ভাই। অত্যন্ত সজ্জন একজন মানুষ। বিশ্বাস আর নির্ভরতা নিয়ে তিনি আমাকে এই প্রজেক্টটি পরিচালনার প্রস্তাব দেন, আর না করতে পারিনি।
চয়নিকা বলেন, কমল সরকারের গল্পে ‘অহংকারী বউ’ এর চিত্রনাট্য তৈরী হয়েছে। আমি গল্পটি শুনেছি, ভালো লেগেছে। পারিবারিক কাহিনী। তায়েব ভাইয়ের প্রতি দায়বদ্ধতা থেকে প্রজেক্টটি পরিচালনা করছি। বলা যায়, এই প্রজেক্টের সব প্রস্তুত শুধু আমি একজন পেইড ডিরেক্টর হিসেবে যুক্ত হয়েছি।
চয়নিকা চৌধুরীর নতুন নাটক ‘অলীক বিভ্রম’। এই নাটকে একসঙ্গে অভিনয় করলেন তারিন জাহান, শহীদুজ্জামান সেলিম ও নওরীন হাসান খান জেনি। শুটিং হয়েছে সাভারের ফিল্ম ভ্যালিতে। ইফফাত আরেফিন তন্বীর লেখা নাটকটি দিয়ে অনেক দিন পর একক নাটকে ফিরেছেন জেনি। অন্যদিকে নির্মাতা চয়নিকা চৌধুরী সম্প্রতি ঘোষণা দিয়েছেন তাঁর দ্বিতীয় ছবির। মাহিয়া মাহিকে নিয়ে ‘অহংকারী বউ’ নামে নতুন ছবির কাজে হাত দিয়েছেন চয়নিকা।
ছোটপর্দার পরীক্ষিত নির্মাতা চয়নিকা চৌধুরী। প্রথমবার বড় পর্দায় এসে দিয়েছেন দক্ষতার পরিচয়। গেল বছর মুক্তিপ্রাপ্ত তাঁর পরিচালিত প্রথম ছবি ‘বিশ্বসুন্দরী’ গ্রহণযোগ্যতা পেয়েছে দর্শক মহলে।
‘অহংকারী বউ’ থাকছে পুরোপুরি পারিবারিক গল্পের বুনন। প্রযোজনা করছেন শোবিজের পরিচিত মুখ ডিএ তায়েব। নির্মাতা চয়নিকা জানান, ‘অহংকারী বউ’ একটি রেডি প্রজেক্ট। কিছুটা আচমকায় আমাকে এটি পরিচালনার প্রস্তাব দেন ডিএ তায়েব ভাই। অত্যন্ত সজ্জন একজন মানুষ। বিশ্বাস আর নির্ভরতা নিয়ে তিনি আমাকে এই প্রজেক্টটি পরিচালনার প্রস্তাব দেন, আর না করতে পারিনি।
চয়নিকা বলেন, কমল সরকারের গল্পে ‘অহংকারী বউ’ এর চিত্রনাট্য তৈরী হয়েছে। আমি গল্পটি শুনেছি, ভালো লেগেছে। পারিবারিক কাহিনী। তায়েব ভাইয়ের প্রতি দায়বদ্ধতা থেকে প্রজেক্টটি পরিচালনা করছি। বলা যায়, এই প্রজেক্টের সব প্রস্তুত শুধু আমি একজন পেইড ডিরেক্টর হিসেবে যুক্ত হয়েছি।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
২ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
৬ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি করে দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে। যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
৭ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
১১ ঘণ্টা আগে