জামাল মল্লিক নির্মাণ করেছেন ঈদ বিশেষ টেলিফিল্ম ‘সুগন্ধি’। এতে গুরুত্বপূর্ণ দুই চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও নিশাত প্রিয়ম। আরো অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, শিল্পী সরকার অপু, সায়েম সামাদ প্রমুখ। টেলিফিল্মটি রচনা করেছেন সুস্ময় সুমন। এস এ এন্টারটেইনম্যানের ব্যানারে এটি প্রযোজনা করেছেন ব্যারিস্টার আরশান আলী সাইফ। টেলিফিল্মটি প্রসঙ্গে জামাল মল্লিক বলেন,‘আমার প্রতিটি নাটকে কিংবা টেলিফিল্মে কোন না কোন বার্তা থাকে। এই টেলিফিল্মেও আছে। সুগন্ধি-নামটি শুনেই হয়তো অনেকেই আঁচ করতে পারেন তা কেমন ধরনের গল্পের টেলিফিল্ম হতে পারে। গল্প অনুযায়ী আমি শিল্পী নিয়ে কাজ করার চেষ্টা করেছি। ইয়াশ এবং নিশাত দুজনই দুর্দান্ত অভিনয় করেছে। আশা করছি দর্শকের ভালোলাগবে।’
নাটকটিতে নিজের ছেলের অভিনয় প্রসঙ্গে শিল্পী সরকার অপু বলেন, ‘ইয়াশ আগের চেয়ে অভিনয়ে অনেক ভালো করছে। ওর মধ্যে ভালো করার প্রবল চেষ্টাটা আছে। এটা খুব গুরুত্বপূর্ণ। আমি নিজেও টেলিফিল্মটিতে অভিনয় করেছি। দর্শকের ভালোলাগলেই আমাদের কষ্ট স্বার্থক হবে।’
টেলিফিল্মের রচয়িতা সুস্ময় সুমন জানান, গল্পটি লাশকাটা ঘরের, গল্পটি একজন ডোমের ছেলের পারিপার্শ্বিকতা নিয়ে, একজন ডোমের ছেলের জীবন যুদ্ধের গল্প নিয়ে সাজানো এই সুগন্ধি গল্পটি। ডোমের গল্প নিয়ে এর আগে অনেক কাজ হয়েছে কিন্তু একজন ডোমের ছেলের জীবনমুখী গল্প এবার প্রথম তুলে ধরা হয়েছে একেবারেই জীবনের শেকড় থেকে। যেখানে দর্শক কখনো বিনোদিত হবে কখনো কাঁদবে কখনো ভাবিয়ে তুলবে ডোমের প্রেক্ষাপট নিয়ে।’
এনটিভিতে ঈদের সপ্তম দিন দুপুর ২টা ৩০ মিনিটে ‘সুগন্ধি’ টেলিফিল্মটি প্রচার হবে। ইয়াশ- নিশাত জুটি নিয়ে জামাল মল্লিক এর আগে আরো তিনটি কাজ করেছেন।
জামাল মল্লিক নির্মাণ করেছেন ঈদ বিশেষ টেলিফিল্ম ‘সুগন্ধি’। এতে গুরুত্বপূর্ণ দুই চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও নিশাত প্রিয়ম। আরো অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, শিল্পী সরকার অপু, সায়েম সামাদ প্রমুখ। টেলিফিল্মটি রচনা করেছেন সুস্ময় সুমন। এস এ এন্টারটেইনম্যানের ব্যানারে এটি প্রযোজনা করেছেন ব্যারিস্টার আরশান আলী সাইফ। টেলিফিল্মটি প্রসঙ্গে জামাল মল্লিক বলেন,‘আমার প্রতিটি নাটকে কিংবা টেলিফিল্মে কোন না কোন বার্তা থাকে। এই টেলিফিল্মেও আছে। সুগন্ধি-নামটি শুনেই হয়তো অনেকেই আঁচ করতে পারেন তা কেমন ধরনের গল্পের টেলিফিল্ম হতে পারে। গল্প অনুযায়ী আমি শিল্পী নিয়ে কাজ করার চেষ্টা করেছি। ইয়াশ এবং নিশাত দুজনই দুর্দান্ত অভিনয় করেছে। আশা করছি দর্শকের ভালোলাগবে।’
নাটকটিতে নিজের ছেলের অভিনয় প্রসঙ্গে শিল্পী সরকার অপু বলেন, ‘ইয়াশ আগের চেয়ে অভিনয়ে অনেক ভালো করছে। ওর মধ্যে ভালো করার প্রবল চেষ্টাটা আছে। এটা খুব গুরুত্বপূর্ণ। আমি নিজেও টেলিফিল্মটিতে অভিনয় করেছি। দর্শকের ভালোলাগলেই আমাদের কষ্ট স্বার্থক হবে।’
টেলিফিল্মের রচয়িতা সুস্ময় সুমন জানান, গল্পটি লাশকাটা ঘরের, গল্পটি একজন ডোমের ছেলের পারিপার্শ্বিকতা নিয়ে, একজন ডোমের ছেলের জীবন যুদ্ধের গল্প নিয়ে সাজানো এই সুগন্ধি গল্পটি। ডোমের গল্প নিয়ে এর আগে অনেক কাজ হয়েছে কিন্তু একজন ডোমের ছেলের জীবনমুখী গল্প এবার প্রথম তুলে ধরা হয়েছে একেবারেই জীবনের শেকড় থেকে। যেখানে দর্শক কখনো বিনোদিত হবে কখনো কাঁদবে কখনো ভাবিয়ে তুলবে ডোমের প্রেক্ষাপট নিয়ে।’
এনটিভিতে ঈদের সপ্তম দিন দুপুর ২টা ৩০ মিনিটে ‘সুগন্ধি’ টেলিফিল্মটি প্রচার হবে। ইয়াশ- নিশাত জুটি নিয়ে জামাল মল্লিক এর আগে আরো তিনটি কাজ করেছেন।
আন্তর্জাতিক চলচ্চিত্রকে যুক্তরাষ্ট্রের মূলধারার বাজারে পৌঁছে দেওয়ার নতুন সম্ভাবনা তৈরি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা-চালিত ভিজ্যুয়াল ডাবিং প্রযুক্তি। লস অ্যাঞ্জেলেসভিত্তিক স্বাধীন প্রযোজনা সংস্থা এক্সওয়াইজেড ফিল্মসের প্রধান পরিচালন কর্মকর্তা ম্যাকসিম কট্রে জানান, এত দিন বিদেশি ভাষার চলচ্চিত্র যুক্ত
৪ ঘণ্টা আগেপরিচালক মুরুগাদোস জানান, গল্পটি ঠিকঠাকভাবে ফুটিয়ে তুলতে না পারার কারণেই সিকান্দার ব্যর্থ হয়েছে। সিনেমাটি তিনি যেভাবে তৈরি করতে চেয়েছিলেন, সেভাবে পারেননি। দুই বছর বিরতির পর গত ৩০ মার্চ মুক্তি পায় সালমান খানের নতুন সিনেমা। ‘সিকান্দার’ নামের সিনেমাটি নিয়ে প্রত্যাশা ছিল অনেক।
৫ ঘণ্টা আগেসম্প্রতি লেজার ভিশনের ফেসবুক পেজে জান্নাতুল সুমাইয়া হিমির ছবি ব্যবহার করে বানানো হয়েছে একটি ফটো কার্ড। অভিনেত্রীর অভিযোগ, অনুমতি ছাড়াই তাঁর ছবি ব্যবহার করে ‘কুরুচিপূর্ণ মনগড়া জোকস’ লিখে পোস্ট করা হয়েছে।
৭ ঘণ্টা আগেদুই পক্ষকেই শান্তিনিকেতন থানায় ডেকে আলোচনা করেন পুলিশ কর্মকর্তারা। অভিযোগকারী কমলাকান্ত লাহার কাছে ক্ষমা চান অরিজিৎ সিংয়ের দেহরক্ষী। এরপরই অভিযোগ প্রত্যাহার করে নেন কমলাকান্ত লাহা।
৮ ঘণ্টা আগে