আফসান আরা বিন্দু, মাহবুবা ইসলাম রাখি ও প্রসূন আজাদ ছিলেন ছোটপর্দায় জনপ্রিয় তিন মুখ। একে একে তিনজনই চলে গেলেন পর্দার আড়ালে, আলোচনার বাইরে। সম্প্রতি তিনজনকেই পাওয়া গেল, তবে ভিন্ন ভিন্ন খবরে
প্রসূন আজাদ
বিয়ের পিঁড়িতে বসছেন মডেল ও অভিনেত্রী প্রসূন আজাদ। হয়ে গেল বাগদান। ২০১২ সালের লাক্স–চ্যানেল আই প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়ে মিডিয়ায় যাত্রা শুরু প্রসূনের। এরপর টানা কাজ করলেও ২০১৬ সাল থেকে নিজেকে গুটিয়ে নেন।
গত বছর অনলাইনে পোশাকের ব্যবসা শুরু করেন প্রসূন। সেখানে নারী–পুরুষের পোশাকসহ নারীদের গয়না ও প্রসাধনী পাওয়া যায়। তা নিয়েই এখন মূল ব্যস্ততা। বেশ আটঘাট বেঁধে নেমেছেন তিনি।
কীভাবে কাটছে প্রসূনের সময়? তিনি বলেন, ‘এখন ঘরেই বেশি থাকা হয়। তবে পোশাকের ব্যবসা শুরু করার পর বেশ ব্যস্ত সময় কাটে। মাঝেমধ্যে মার্কেটেও যেতে হয়। লট ধরে পোশাক কিনি। এরপর সেগুলো অনলাইনে সাজিয়ে রাখি।’ অন্যদিকে ওজন কমাতে নিয়মিত জিমেও যাচ্ছেন তিনি। আগের চেয়ে আরও হালকা হতে চান। কারণ, এর মধ্যে বেশ মুটিয়ে গেছেন। তবে নিজেকে স্লিম করার এই চেষ্টাটা অভিনয়ের জন্য কি না, সে কথা মুখ ফুটে বলতে চান না প্রসূন।
মাহবুবা ইসলাম রাখি
মাথায় পরে ছিলেন লাক্স ‘সুপারস্টার’-এর মুকুট। রাতারাতি হয়ে উঠেছিলেন উপস্থাপনা, মডেলিং আর নাটকের দুনিয়ার তারকা। কিন্তু হঠাৎ কাউকে কিছু না জানিয়ে বিদেশে পাড়ি জমান অভিনেত্রী ও মডেল রাখি মাহবুবা। অস্ট্রেলিয়ায় পড়াশোনা করে নিজের নামের সঙ্গে প্রকৌশলী পরিচয়টাও যুক্ত করেছেন। প্রকৌশলী হওয়ার স্বপ্নপূরণের জন্যই রাখি যশ, খ্যাতি, জনপ্রিয়তার মায়া কাটিয়ে ফিরে গিয়েছিলেন ছাত্রজীবনে। ২০১৩ সালে প্রকৌশল বিষয়ে স্নাতক করার জন্য অস্ট্রেলিয়ায় পাড়ি জমান তিনি। রাখি বলেন, ‘আমি তখন ধারাবাহিক, খণ্ডনাটক, মডেলিং আর উপস্থাপনা নিয়ে এতটাই ব্যস্ত যে কাউকে কিছু জানাতেও পারিনি। মনে আছে, যেদিন আমার ফ্লাইট, তার দুই দিন আগেও আমাকে নাটকের শুটিং শেষ করতে হয়েছে।’ অস্ট্রেলিয়া থেকেই ২০১৭ সালে পুরকৌশলে স্নাতক করেছেন। সেখানকার একটা প্রতিষ্ঠানে চাকরিও নিয়েছেন। তবে অভিনয়প্রীতি কমাতে পারেননি। তাই তো যখন শুটিংয়ের জন্য বাংলাদেশে আমন্ত্রণ জানানো হয়, চাকরি থেকে সময় নিয়ে ছুটে আসেন বাংলাদেশে। গত ১০ এপ্রিল ঢাকার বোর্ডবাজারে ‘পায়ের ছাপ’ সিনেমার শুটিং শুরু করেছিলেন সাইফুল ইসলাম মান্নু। সেখানে অভিনয়ে ফিরেছিলেন রাখিও। তবে কিছুদিন পর জানা গেল মেঘলা মুক্তা তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন। তবে মেঘলা কীভাবে ও কেন রাখির স্থলাভিষিক্ত হলেন, এ বিষয়ে মুখ খুলতে চাইলেন না কেউই। নাম প্রকাশ না করার শর্তে সিনেমাসংশ্লিষ্ট একজন জানালেন, তিন দিন শুটিং করার পরই রাখিকে বাদ দেওয়া হয়। গত মাসে দুবাইয়ে বিয়ের পিঁড়িতে বসেছিলেন রাখি। এখন তিনি আছেন হানিমুনে।
আফসানা আরা বিন্দু
২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়ে শোবিজে আগমন ঘটেছিল আফসান আরা বিন্দুর। সৌন্দর্য দিয়ে তিনি মাতিয়ে রেখেছিলেন শোবিজ। বিজ্ঞাপন-নাটক-সিনেমায় তিনি পেয়েছিলেন জনপ্রিয়তা; বিশেষ করে টিভি নাটকে সমসাময়িক অনেকের তুলনায় বেশ এগিয়ে ছিলেন বিন্দু। বিয়ের পর ২০১৪ সাল থেকেই আড়ালে চলে যান তিনি। তারপর আর নেই কোনো খবরে। সংসারজীবনে কেমন আছেন তিনি? সে গল্প তাঁর খুব কাছের মানুষ ছিলেন যাঁরা একসময়, তাঁদের কাছেও পাওয়া যায় না।
কিছুদিন আগে খবর রটেছিল স্বামীর সঙ্গে তাঁর দাম্পত্য কলহ চলছে। সেই খবর গুজবই থেকে গেছে। এত দিন অভিনয়ে যেমন পাওয়া যায়নি, তেমনি মিডিয়ার কোনো অনুষ্ঠানেও দেখা যায়নি বিন্দুকে। তবে গত দুই বছরে বেশ কয়েকবার দেখা মিলেছে তাঁর। সম্প্রতি তাঁকে দেখা গেছে কণা, শবনম ফারিয়া ও নাবিলাদের সঙ্গে এক আড্ডায়। খোঁজ নিয়ে জানা গেছে, নিজেকে ফিট রাখতে রাজধানীর একটি ব্যায়ামাগারে এখন নিয়মিত যাতায়াত করছেন তিনি।
নিজেকে পুরোপুরি ফিট করে আবারও অভিনয়ে ফেরার সম্ভাবনার কথা জানিয়েছেন বিন্দুর এক ঘনিষ্ঠজন। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি বিন্দু।
আফসান আরা বিন্দু, মাহবুবা ইসলাম রাখি ও প্রসূন আজাদ ছিলেন ছোটপর্দায় জনপ্রিয় তিন মুখ। একে একে তিনজনই চলে গেলেন পর্দার আড়ালে, আলোচনার বাইরে। সম্প্রতি তিনজনকেই পাওয়া গেল, তবে ভিন্ন ভিন্ন খবরে
প্রসূন আজাদ
বিয়ের পিঁড়িতে বসছেন মডেল ও অভিনেত্রী প্রসূন আজাদ। হয়ে গেল বাগদান। ২০১২ সালের লাক্স–চ্যানেল আই প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়ে মিডিয়ায় যাত্রা শুরু প্রসূনের। এরপর টানা কাজ করলেও ২০১৬ সাল থেকে নিজেকে গুটিয়ে নেন।
গত বছর অনলাইনে পোশাকের ব্যবসা শুরু করেন প্রসূন। সেখানে নারী–পুরুষের পোশাকসহ নারীদের গয়না ও প্রসাধনী পাওয়া যায়। তা নিয়েই এখন মূল ব্যস্ততা। বেশ আটঘাট বেঁধে নেমেছেন তিনি।
কীভাবে কাটছে প্রসূনের সময়? তিনি বলেন, ‘এখন ঘরেই বেশি থাকা হয়। তবে পোশাকের ব্যবসা শুরু করার পর বেশ ব্যস্ত সময় কাটে। মাঝেমধ্যে মার্কেটেও যেতে হয়। লট ধরে পোশাক কিনি। এরপর সেগুলো অনলাইনে সাজিয়ে রাখি।’ অন্যদিকে ওজন কমাতে নিয়মিত জিমেও যাচ্ছেন তিনি। আগের চেয়ে আরও হালকা হতে চান। কারণ, এর মধ্যে বেশ মুটিয়ে গেছেন। তবে নিজেকে স্লিম করার এই চেষ্টাটা অভিনয়ের জন্য কি না, সে কথা মুখ ফুটে বলতে চান না প্রসূন।
মাহবুবা ইসলাম রাখি
মাথায় পরে ছিলেন লাক্স ‘সুপারস্টার’-এর মুকুট। রাতারাতি হয়ে উঠেছিলেন উপস্থাপনা, মডেলিং আর নাটকের দুনিয়ার তারকা। কিন্তু হঠাৎ কাউকে কিছু না জানিয়ে বিদেশে পাড়ি জমান অভিনেত্রী ও মডেল রাখি মাহবুবা। অস্ট্রেলিয়ায় পড়াশোনা করে নিজের নামের সঙ্গে প্রকৌশলী পরিচয়টাও যুক্ত করেছেন। প্রকৌশলী হওয়ার স্বপ্নপূরণের জন্যই রাখি যশ, খ্যাতি, জনপ্রিয়তার মায়া কাটিয়ে ফিরে গিয়েছিলেন ছাত্রজীবনে। ২০১৩ সালে প্রকৌশল বিষয়ে স্নাতক করার জন্য অস্ট্রেলিয়ায় পাড়ি জমান তিনি। রাখি বলেন, ‘আমি তখন ধারাবাহিক, খণ্ডনাটক, মডেলিং আর উপস্থাপনা নিয়ে এতটাই ব্যস্ত যে কাউকে কিছু জানাতেও পারিনি। মনে আছে, যেদিন আমার ফ্লাইট, তার দুই দিন আগেও আমাকে নাটকের শুটিং শেষ করতে হয়েছে।’ অস্ট্রেলিয়া থেকেই ২০১৭ সালে পুরকৌশলে স্নাতক করেছেন। সেখানকার একটা প্রতিষ্ঠানে চাকরিও নিয়েছেন। তবে অভিনয়প্রীতি কমাতে পারেননি। তাই তো যখন শুটিংয়ের জন্য বাংলাদেশে আমন্ত্রণ জানানো হয়, চাকরি থেকে সময় নিয়ে ছুটে আসেন বাংলাদেশে। গত ১০ এপ্রিল ঢাকার বোর্ডবাজারে ‘পায়ের ছাপ’ সিনেমার শুটিং শুরু করেছিলেন সাইফুল ইসলাম মান্নু। সেখানে অভিনয়ে ফিরেছিলেন রাখিও। তবে কিছুদিন পর জানা গেল মেঘলা মুক্তা তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন। তবে মেঘলা কীভাবে ও কেন রাখির স্থলাভিষিক্ত হলেন, এ বিষয়ে মুখ খুলতে চাইলেন না কেউই। নাম প্রকাশ না করার শর্তে সিনেমাসংশ্লিষ্ট একজন জানালেন, তিন দিন শুটিং করার পরই রাখিকে বাদ দেওয়া হয়। গত মাসে দুবাইয়ে বিয়ের পিঁড়িতে বসেছিলেন রাখি। এখন তিনি আছেন হানিমুনে।
আফসানা আরা বিন্দু
২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়ে শোবিজে আগমন ঘটেছিল আফসান আরা বিন্দুর। সৌন্দর্য দিয়ে তিনি মাতিয়ে রেখেছিলেন শোবিজ। বিজ্ঞাপন-নাটক-সিনেমায় তিনি পেয়েছিলেন জনপ্রিয়তা; বিশেষ করে টিভি নাটকে সমসাময়িক অনেকের তুলনায় বেশ এগিয়ে ছিলেন বিন্দু। বিয়ের পর ২০১৪ সাল থেকেই আড়ালে চলে যান তিনি। তারপর আর নেই কোনো খবরে। সংসারজীবনে কেমন আছেন তিনি? সে গল্প তাঁর খুব কাছের মানুষ ছিলেন যাঁরা একসময়, তাঁদের কাছেও পাওয়া যায় না।
কিছুদিন আগে খবর রটেছিল স্বামীর সঙ্গে তাঁর দাম্পত্য কলহ চলছে। সেই খবর গুজবই থেকে গেছে। এত দিন অভিনয়ে যেমন পাওয়া যায়নি, তেমনি মিডিয়ার কোনো অনুষ্ঠানেও দেখা যায়নি বিন্দুকে। তবে গত দুই বছরে বেশ কয়েকবার দেখা মিলেছে তাঁর। সম্প্রতি তাঁকে দেখা গেছে কণা, শবনম ফারিয়া ও নাবিলাদের সঙ্গে এক আড্ডায়। খোঁজ নিয়ে জানা গেছে, নিজেকে ফিট রাখতে রাজধানীর একটি ব্যায়ামাগারে এখন নিয়মিত যাতায়াত করছেন তিনি।
নিজেকে পুরোপুরি ফিট করে আবারও অভিনয়ে ফেরার সম্ভাবনার কথা জানিয়েছেন বিন্দুর এক ঘনিষ্ঠজন। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি বিন্দু।
ঈদে মুক্তি পাওয়া আফরান নিশো অভিনীত ‘দাগি’ সিনেমায় জেফার রহমানের গাওয়া ‘নিয়ে যাবে কি’ শিরোনামের গানটি ইতিমধ্যেই শ্রোতাদের মন ছুঁয়েছে। অনলাইনেও গানটি নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। ‘নিয়ে যাবে কি আমায় দূরে কল্পনায়, তোমার আর আমার গল্পে কি আবার হবে নতুন সূচনা’ এমন কথায় গানটি লিখেছেন বাঁধন, সুর করেছেন জেফার
৪ ঘণ্টা আগেআন্তর্জাতিক নৃত্য দিবসে নতুন উদ্যোগের কথা জানালেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী উম্মে হাবিবা। রাজধানীর নিকেতনে শুরু করেছেন নিজের নৃত্য প্রতিষ্ঠান। টিম কালারস ড্যান্স ক্লাস নামের এই প্রতিষ্ঠানে ভরতনাট্যম, সেমি-ক্লাসিক্যাল, কনটেম্পরারি ও বলিউড নৃত্যশৈলীতে প্রশিক্ষণ দেওয়া হবে।
৪ ঘণ্টা আগেমহান মে দিবসে শিশুশিল্পীদের নিয়ে দুরন্ত টিভি প্রচার করবে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘নোঙর তোলো তোলো’। অনুষ্ঠানটিতে এম আর ওয়াসেকের নৃত্য পরিচালনায় গণসংগীতের সঙ্গে নৃত্য পরিবেশন করেছে নন্দনকলা কেন্দ্রের নৃত্যশিল্পী পুষ্পিতা, অর্পিতা, ইমি, পিউ, ইরা, অর্জন, মাহমুদা, শ্রেষ্ঠা, লাবিবা, সিলভা, সাদিয়া, সিজান, সিফা
৪ ঘণ্টা আগেদীর্ঘ খরা কাটিয়ে ২০২৩ সালে পরপর তিন সিনেমা দিয়ে রাজকীয় প্রত্যাবর্তন ঘটে শাহরুখ খানের। ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’ দিয়ে সে বছর বক্স অফিসে নয়া রেকর্ড গড়েন বলিউড বাদশা। এরপর কিছুটা বিরতি। গত বছর কোনো সিনেমা মুক্তি পায়নি শাহরুখের, এ বছরটাও ফাঁকা যাবে। নতুন সিনেমা নিয়ে তিনি প্রেক্ষাগৃহে ফিরবেন ২০২৬ সালে।
৪ ঘণ্টা আগে