Ajker Patrika

‘ভাবনার সঙ্গে কথা বললে ভোর ৫টা বেজে যায়’

খায়রুল বাসার নির্ঝর
আপডেট : ০৩ জুলাই ২০২১, ১৪: ০৯
‘ভাবনার সঙ্গে কথা বললে ভোর ৫টা বেজে যায়’

‘এখানে কেউ থাকে না’ বিটিভির নতুন ধারাবাহিক নাটক। অনিমেষ আইচের বানানো এই নাটকে অভিনয় করেছেন নওরিন হাসান খান জেনি। এই ধারাবাহিক দিয়ে প্রায় দুই বছর পর অভিনয়ে ফিরলেন তিনি। ‘এখানে কেউ থাকে না’ ভৌতিক ফিকশন। তাই জেনির কাছে প্রথম প্রশ্ন ভূত নিয়েই।

কখনো ভূত দেখলে কী করবেন?

জেনি: ভূত দেখলে কিছুই হবে না। ওটা নিয়ে অভিজ্ঞতা আমার আছে। কখনো দেখিনি, কিন্তু তাদের অস্তিত্ব টের পেয়েছি। আমার মনে হয়, তাদের জায়গায় তারা আছে, আমরা আমাদের জায়গায় আছি।

সারা রাত গল্প করার মতো বন্ধু

জেনি: স্কুলের বন্ধুদের কাউকে পেলে সারা রাত গল্প করা যায়। ইদানীং ভাবনা আমাকে নিয়মিত ফোন দেয়। ওর সঙ্গে কথা বলা শুরু করলে ভোররাত ৪–৫টা বেজে যায়। সে আমাকে আম্মা বলে ডাকে। এমনকি সব জায়গায় ও আমাকে আম্মা বলেই পরিচয় করিয়ে দেয়।

আবার জন্মালে

জেনি: আবার জন্মালে আমি ‘আমি’ হয়েই জন্মগ্রহণ করতে চাই। নিজেকে নিয়ে আমি অনেক সন্তুষ্ট।

প্রথম দেখায় প্রেম

জেনি: এ ব্যাপারটা আমার ক্ষেত্রে ঘটেনি। অন্যদের ক্ষেত্রে ঘটতে পারে।

যে শব্দটা দিনে বেশি ব্যবহার করেন...

জেনি: ‘আল্লা তাই?’ এবং ‘সত্যি?’

কার প্রতিলিপি বানিয়ে ঘরে রাখতে ইচ্ছে হয়?

জেনি: আমার দাদি। তাঁকে আমি খুব পছন্দ করি।

শ্রেষ্ঠ পাওয়া উপহার

জেনি: আমার ছোট বোন।

সবচেয়ে আনন্দের দিন

জেনি: যেদিন আমার ছোট বোন জন্মগ্রহণ করেছিল।

নওরিন হাসান খান জেনিসবচেয়ে দুঃখের দিন

জেনি: প্রতিদিনই আমার দুঃখের দিন। দুঃখ জীবনের অংশ। সুখের মতোই এটা ঘুরেফিরে আসে। আসলে দুঃখকে পরিমাপ করার কোনো পদ্ধতি নেই।

টার্নিং পয়েন্ট

জেনি: আমার প্রতিটি কাজই টার্নিং পয়েন্ট। যখন যা করেছি, ক্লিক করেছে। তবু যদি বিশেষভাবে বলতে হয়, সেটা হচ্ছে প্রথম বিজ্ঞাপন।

যে বিষয়ে বেশি খুঁতখুঁতে

জেনি: খুঁতখুঁতে বলা উচিত হবে কি না, জানি না। তবে কাছের মানুষদের কাছ থেকে মিথ্যা কথা শুনতে একদমই পছন্দ করি না।

এক দিনের রানি হলে

জেনি: মানুষের মধ্যকার শ্রেণিবৈষম্য কমানোর চেষ্টা করব।

রাগ হলে

জেনি: ফাটিয়ে ফেলি। আমি কখনোই কাউকে মারি না। এমনকি মশাও মারি না। যখন প্রচণ্ড রাগ হয়, তখন প্রচুর সত্যি কথা বলি।

ছবি আঁকতে দিলে কার ছবি আঁকবেন?

জেনি: আমি তো ছবি আঁকতে পারি না। তবে কখনো আঁকা শিখে গেলে প্রকৃতির ছবি আঁকব।

সাক্ষাৎকার: খায়রুল বাসার নির্ঝর

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত