অভিনেতা শামীম হাসান সরকার কথা বলতে ভালোবাসেন। এটি তাঁর আশপাশের সবাই জানেন। বাড়িতে বা বাড়ির বাইরে দিনের বেশির ভাগ সময়ই তিনি কথা বলেন। এ জন্য বন্ধু এবং সহকর্মীরা তাঁকে ‘মিস্টার টকেটিভ’ নাম দিয়েছেন। অনর্গল দ্রুতলয়ে পৃথিবীর যেকোনো বিষয়ে কথা বলতে সিদ্ধহস্ত তিনি। এ জন্য যতটা না বন্ধু যোগ হয়েছে, তার চেয়ে বেশি সম্পর্ক বিয়োগ হয়েছে। এমনই এক মজার ও শিক্ষামূলক গল্প নিয়েই রুম্মান রশীদ খানের লেখা নাটক ‘মিস্টার টকেটিভ’ পরিচালনা করেছেন আলোক হাসান। অভিনেতা শামীম হাসান সরকারের বিপরীতে এতে অভিনয় করেছেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।
নাটকটি নিয়ে নির্মাতা আলোক হাসান বলেন, ‘নাটকের প্রায় সব অভিনয়শিল্পীই ভীষণ মজা করে এ নাটকে অভিনয় করেছেন। সবার পরিশ্রমে আমরা চেষ্টা করেছি ভালো একটি নির্মাণ উপহার দিতে।’
অভিনেতা শামীম হাসান সরকার বলেন, ‘এ নাটকে আমার চরিত্রের নাম নিরব। অথচ আমি সব সময় সরব থাকি। ভীষণ মজার চরিত্র। আমরা যেমন মজা করে কাজটি করেছি, দর্শকও উপভোগ করবেন বলে আমার বিশ্বাস।’
অভিনেত্রী রুকাইয়া জাহান চমক বলেন, ‘ঈদের দিন রাতেই নাটকটি প্রচার হবে বলে খুব এক্সাইটেড আমি। কারণ এটি স্পেশাল একটি কাজ। এ নাটকের মাধ্যমে বিনোদনের পাশাপাশি বেশ কিছু বার্তাও পাবেন দর্শক।’
শামীম হাসান সরকার-রুকাইয়া জাহান চমক ছাড়াও এতে আরও অভিনয় করেছেন আনন্দ খালেদ, আনোয়ার হোসেন, রকি খান, মৌ শিখা। নাটকটি প্রচারিত হবে ঈদের দিন রাত ১০টা ২০ মিনিটে, মাছরাঙা টেলিভিশনে।
অভিনেতা শামীম হাসান সরকার কথা বলতে ভালোবাসেন। এটি তাঁর আশপাশের সবাই জানেন। বাড়িতে বা বাড়ির বাইরে দিনের বেশির ভাগ সময়ই তিনি কথা বলেন। এ জন্য বন্ধু এবং সহকর্মীরা তাঁকে ‘মিস্টার টকেটিভ’ নাম দিয়েছেন। অনর্গল দ্রুতলয়ে পৃথিবীর যেকোনো বিষয়ে কথা বলতে সিদ্ধহস্ত তিনি। এ জন্য যতটা না বন্ধু যোগ হয়েছে, তার চেয়ে বেশি সম্পর্ক বিয়োগ হয়েছে। এমনই এক মজার ও শিক্ষামূলক গল্প নিয়েই রুম্মান রশীদ খানের লেখা নাটক ‘মিস্টার টকেটিভ’ পরিচালনা করেছেন আলোক হাসান। অভিনেতা শামীম হাসান সরকারের বিপরীতে এতে অভিনয় করেছেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।
নাটকটি নিয়ে নির্মাতা আলোক হাসান বলেন, ‘নাটকের প্রায় সব অভিনয়শিল্পীই ভীষণ মজা করে এ নাটকে অভিনয় করেছেন। সবার পরিশ্রমে আমরা চেষ্টা করেছি ভালো একটি নির্মাণ উপহার দিতে।’
অভিনেতা শামীম হাসান সরকার বলেন, ‘এ নাটকে আমার চরিত্রের নাম নিরব। অথচ আমি সব সময় সরব থাকি। ভীষণ মজার চরিত্র। আমরা যেমন মজা করে কাজটি করেছি, দর্শকও উপভোগ করবেন বলে আমার বিশ্বাস।’
অভিনেত্রী রুকাইয়া জাহান চমক বলেন, ‘ঈদের দিন রাতেই নাটকটি প্রচার হবে বলে খুব এক্সাইটেড আমি। কারণ এটি স্পেশাল একটি কাজ। এ নাটকের মাধ্যমে বিনোদনের পাশাপাশি বেশ কিছু বার্তাও পাবেন দর্শক।’
শামীম হাসান সরকার-রুকাইয়া জাহান চমক ছাড়াও এতে আরও অভিনয় করেছেন আনন্দ খালেদ, আনোয়ার হোসেন, রকি খান, মৌ শিখা। নাটকটি প্রচারিত হবে ঈদের দিন রাত ১০টা ২০ মিনিটে, মাছরাঙা টেলিভিশনে।
রাজশাহীতে শাকিব খানের ‘তাণ্ডব’ সিনেমার শুটিং চলাকালে মনির হোসেন নামে এক স্টান্টম্যান মারা গেছেন। গতকাল শনিবার বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন বলে সাংবাদিকদের জানিয়েছেন পরিচালক রায়হান রাফী।
৫ ঘণ্টা আগেবলিউডের প্রয়াত অভিনেতা ইরফান খানের ছেলে বাবিল খানের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভাইরাল ক্লিপটিতে বাবিলকে বেশ হতাশ এবং অশ্রুসজল দেখাচ্ছে।
৭ ঘণ্টা আগেঅভিনেত্রী আমিশা প্যাটেল এবং সঞ্জয় দত্তের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বলিউডে বেশ পরিচিত। আমিশা বহুবার সঞ্জয় দত্তের স্নেহ এবং অধিকার নিয়ে কথা বলা ও আচরণ করার কথা উল্লেখ করেছেন।
১০ ঘণ্টা আগে‘মেলোডি আনলিশড’ শিরোনামের কনসার্টে গান শোনাতে গত মাসে ঢাকায় এসেছিলেন পাকিস্তানের শিল্পী মুস্তাফা জাহিদ। তবে কনসার্ট শুরুর ঘণ্টাখানেক আগে হঠাৎ করে ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে নিরাপত্তার কারণ দেখিয়ে কনসার্ট স্থগিতের ঘোষণা দেয় আয়োজক প্রতিষ্ঠান মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন। ঢাকায় এসেও গাইতে না...
১১ ঘণ্টা আগে