ভালোবাসা দিবসকে উপলক্ষ করে আজ দুপুরে বারফি নামের ইউটিব চ্যানেলে মুক্তি পেল নাটক ‘সমুদ্রনীলা’। নাটকটিতে সমুদ্র চরিত্রে অভিনয় করেছেন সোহেল মণ্ডল। তাঁর বিপরীতে অভিনয় করেছেন তরুণ অভিনয়শিল্পী তানিয়া ইসলাম। আব্রাহাম তামিমের গল্প, চিত্রনাট্য ও সংলাপে নাটকটি পরিচালনা করেছেন ইমরান হাসান। শুটিং হয়েছে কক্সবাজারে।
এ প্রসঙ্গে সোহেল মণ্ডল বলেন, ‘এটি একটি প্রেমের গল্প। কক্সবাজারে ঘুরতে গিয়ে গল্পের নায়িকার সঙ্গে দেখা হয়। একটা সময় বুঝতে পারি আমরা পূর্বপরিচিত। ধীরে ধীরে দুজনের মধ্যে ভালো লাগা তৈরি হয়। ঘটতে থাকে নাটকীয় ঘটনা।’
‘লেডি বাইকার’ নাটকের মাধ্যমে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান তানিয়া ইসলাম। ‘সমুদ্রনীলা’ তার অভিনীত দ্বিতীয় নাটক। রোমান্টিক জনরার নাটকটি নিয়ে আশাবাদী তরুণ এই অভিনয়শিল্পী। এ প্রসঙ্গে তানিয়া বলেন, ‘কাজটি করে খুব ভালো লেগেছে। সোহেল ভাইসহ পুরো টিম আমাকে বেশ সহযোগিতা করেছে। আশা করছি, আমাদের জুটিটা দর্শকের পছন্দ হবে।’
সমুদ্রনীলা দিয়ে প্রথমবারের মতো নাটক পরিচালনা করেছেন সিঙ্গাপুর প্রবাসী ইমরান হাসান। তিনি বলেন, ‘এর আগে আমি প্রযোজনা করলেও এবারই প্রথম নির্মাণ করেছি। পরিচলনায় নামার ইচ্ছাটা আগে থেকেই ছিল, এই নাটকের গল্পটি শুনে খুব ভালো লেগে যায়। তাই সিদ্ধান্ত নিলাম এটা দিয়েই পরিচালনা শুরু হোক। নির্মাণে প্রথম হলেও, আশা করি দর্শক কোনো ত্রুটি খুঁজে পাবেন না। এ সময়ের দর্শকদের চাহিদার কথা মাথায় রেখেই পরিচালনা করেছি।’
নাটকে একটি গান ব্যবহার করা হয়েছে। ‘একটু আড়াল হলে’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন এবং সংগীতায়োজন করেছেন শাকির হোসেন রাজ।
ভালোবাসা দিবসকে উপলক্ষ করে আজ দুপুরে বারফি নামের ইউটিব চ্যানেলে মুক্তি পেল নাটক ‘সমুদ্রনীলা’। নাটকটিতে সমুদ্র চরিত্রে অভিনয় করেছেন সোহেল মণ্ডল। তাঁর বিপরীতে অভিনয় করেছেন তরুণ অভিনয়শিল্পী তানিয়া ইসলাম। আব্রাহাম তামিমের গল্প, চিত্রনাট্য ও সংলাপে নাটকটি পরিচালনা করেছেন ইমরান হাসান। শুটিং হয়েছে কক্সবাজারে।
এ প্রসঙ্গে সোহেল মণ্ডল বলেন, ‘এটি একটি প্রেমের গল্প। কক্সবাজারে ঘুরতে গিয়ে গল্পের নায়িকার সঙ্গে দেখা হয়। একটা সময় বুঝতে পারি আমরা পূর্বপরিচিত। ধীরে ধীরে দুজনের মধ্যে ভালো লাগা তৈরি হয়। ঘটতে থাকে নাটকীয় ঘটনা।’
‘লেডি বাইকার’ নাটকের মাধ্যমে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান তানিয়া ইসলাম। ‘সমুদ্রনীলা’ তার অভিনীত দ্বিতীয় নাটক। রোমান্টিক জনরার নাটকটি নিয়ে আশাবাদী তরুণ এই অভিনয়শিল্পী। এ প্রসঙ্গে তানিয়া বলেন, ‘কাজটি করে খুব ভালো লেগেছে। সোহেল ভাইসহ পুরো টিম আমাকে বেশ সহযোগিতা করেছে। আশা করছি, আমাদের জুটিটা দর্শকের পছন্দ হবে।’
সমুদ্রনীলা দিয়ে প্রথমবারের মতো নাটক পরিচালনা করেছেন সিঙ্গাপুর প্রবাসী ইমরান হাসান। তিনি বলেন, ‘এর আগে আমি প্রযোজনা করলেও এবারই প্রথম নির্মাণ করেছি। পরিচলনায় নামার ইচ্ছাটা আগে থেকেই ছিল, এই নাটকের গল্পটি শুনে খুব ভালো লেগে যায়। তাই সিদ্ধান্ত নিলাম এটা দিয়েই পরিচালনা শুরু হোক। নির্মাণে প্রথম হলেও, আশা করি দর্শক কোনো ত্রুটি খুঁজে পাবেন না। এ সময়ের দর্শকদের চাহিদার কথা মাথায় রেখেই পরিচালনা করেছি।’
নাটকে একটি গান ব্যবহার করা হয়েছে। ‘একটু আড়াল হলে’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন এবং সংগীতায়োজন করেছেন শাকির হোসেন রাজ।
বাণিজ্যিক সিনেমায় আইটেম গান থাকবে না, তা কি হয়! গল্পের সঙ্গে সংযোগ থাকুক বা না থাকুক, প্রত্যেক নির্মাতাই চান, সিনেমায় একটা আইটেম গান রাখতে। তাতে নাকি সহজেই দর্শকদের আকর্ষণ করা যায়! দর্শক টানার এ ফর্মুলা অনুসরণ করছেন নাটকের নির্মাতারাও। ইদানীং নাটকেও শুরু হয়েছে এ প্রবণতা। সিনেমার আদলে নাটকের...
৫ ঘণ্টা আগেকরোনার সময় সারা বিশ্বের মানুষ হয়ে পড়েছিল ঘরবন্দী। বন্ধ হয়ে গিয়েছিল পরস্পরের সঙ্গে দেখা-সাক্ষাৎ। ঘরে বসেই কাটাতে হতো অলস সময়। সবাই নতুন করে স্বপ্ন দেখত, কবে আবার ফিরবে সুদিন। নতুন গানে সেই সময়ের স্মৃতি ফিরিয়ে আনলেন পান্থ কানাই। গানের শিরোনাম ‘সেই এক সময় ছিল’। শহীদ মাহমুদ জঙ্গীর লেখা এ গানে সুর...
৫ ঘণ্টা আগেকথা ছিল মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে একের পর এক সিনেমার খবরের শিরোনাম হবেন দীপিকা পাড়ুকোন। কিন্তু তা হচ্ছে কই! বরং একের পর এক বিতর্কের কেন্দ্রে তিনি। শুটিংয়ের সময় ও পারিশ্রমিক নিয়ে নির্মাতাদের সঙ্গে মতানৈক্যের কারণে সম্প্রতি দুই সিনেমা থেকে বাদ পড়েছেন দীপিকা। এ নিয়ে এত দিন চুপ ছিলেন অভিনেত্রী...
৫ ঘণ্টা আগেঅভিরামপুর নামের এক গ্রামের মানুষের গল্প নিয়ে তৈরি হয়েছে ধারাবাহিক নাটক ‘ঘুরিতেছে পাঙ্খা’। ওই গ্রামের অস্থির স্বভাবের মানুষের মজার সব কাণ্ড, প্রেম, ঝগড়া আর ডিশ-সংযোগের ব্যবসা ঘিরেই নাটকের কাহিনি। রচনা ও পরিচালনা করেছেন হিমু আকরাম। ১৩ অক্টোবর থেকে আরটিভিতে প্রচার শুরু হবে। দেখা যাবে সোম থেকে...
৫ ঘণ্টা আগে