খায়রুল বাসার নির্ঝর
টিভি নাটক, সিনেমা, বিজ্ঞাপনের নিয়মিত মুখ ইন্তেখাব দিনার। চরকির ‘ঊনলৌকিক’ সিরিজে অভিনয় করে নতুন করে আলোচনায় তিনি। সিরিজে কাজ করার অভিজ্ঞতা নিয়ে আজকের কথোপকথনে তিনি। বেশ প্রশংসিত হয়েছে ‘ঊনলৌকিক’ সিরিজটি। অনলাইন-অফলাইনে শোনা যাচ্ছে ইন্তেখাব দিনারের প্রশংসা।
কীভাবে যুক্ত হলেন এই সিরিজে?
ইন্তেখাব দিনার: সিরিজের পরিচালক রবিউল আলম রবি আমাকে একদিন ফোন করল। জানাল, সিরিজের ‘দ্বিখণ্ডিত’ গল্পে তারা আমাকে চাইছে। শিবব্রত বর্মনের লেখা। গল্পটা পাঠাল। গল্পটা পড়ে কনফিউজড হয়ে যাই। বললাম, এটা কীভাবে সম্ভব? একটা লোক ক্রমাগত বকবক করেই যাচ্ছে। দর্শক তো বিরক্ত হবে! রবি বলল, আমার ওপর ভরসা রাখেন। বোরিং লাগবে না। আমি বললাম, আমার কাছে অসম্ভবই মনে হচ্ছে। যখন চিত্রনাট্য পাঠাল, পড়ে আমি খুবই মুগ্ধ। যেভাবে সে সাজিয়েছে পুরো বিষয়টি, খুবই দারুণ।
‘দ্বিখণ্ডিত’ গল্পে আপনার সংলাপ বেশ দীর্ঘ। কোনো চ্যালেঞ্জ বা অসুবিধায় পড়েছেন এত বড় সংলাপ বলতে গিয়ে?
ইন্তেখাব দিনার: রবি জানাল, আমার প্রতিটি সংলাপ শুটিং করবে এক শটে। এত বড় সংলাপ এক শটে বলাটা চ্যালেঞ্জিং ছিল, যেহেতু প্রচুর সংলাপ এবং এগুলো সাধারণ সংলাপের মতো না। অনেক তথ্য-উপাত্ত আছে। ওটা ইম্প্রোভাইজ করা বা নিজের মতো বলার কোনো সুযোগ ছিল না। তথ্যগুলো ইতিহাসনির্ভর। নির্মাতা টিমের অনেক এফোর্ট ছিল। ওদের সহযোগিতা না পেলে কাজটি এভাবে করতে পারতাম না।
বিশেষ কোনো চাওয়া বা প্রস্তুতি ছিল আপনার?
ইন্তেখাব দিনার: আমি বলেছিলাম, প্রতি শটের আগে আমাকে মিনিমাম ১০-১৫ মিনিট সময় দিতে হবে। একটা নীরব জায়গা দিতে হবে। যেখানে আমি একটু কনসেনট্রেট করব। সেই ব্যবস্থা তারা করেছিল। প্রতি শটের আগে ওই জায়গায় বসে প্রস্তুতি নিতাম, তারপর শটে যেতাম।
অন্যান্য কাজে কি এ ধরনের সুযোগ পাওয়া যায়?
ইন্তেখাব দিনার: অন্যান্য কাজে তো ওই ১০ মিনিটের নীরবতার কোনো জায়গাই নেই। কারণ প্রতিদিন ২০-২৫টা দৃশ্যের শুটিং করা হয়। প্রতিদিন কতগুলো সিকোয়েন্স নামানো যায়, সেই ‘ধান্দা’ থাকে। ইচ্ছে করেই ‘ধান্দা’ শব্দটি ব্যবহার করলাম। কারণ, এ ধরনের কাজগুলোতে ফুটেজ নামানো হয় আসলে। ওখানে অভিনয়ের সুযোগ কম।
সংলাপ মুখস্থ রাখার বিষয়ে আপনার নাকি অসাধারণ দক্ষতা। শুধু নিজের সংলাপ নয়, সহ-অভিনয়শিল্পীদের সংলাপও আপনার হুবহু মনে থাকে।
ইন্তেখাব দিনার: এটা আমার মাঝে আগে থেকেই আছে। আরেকটা বিষয় হতে পারে, যখন আমি মঞ্চে কাজ করতাম, প্রম্প করতাম তখন। আমি আসলে ফলো করেছি আসাদুজ্জামান নূর ভাইকে। আমাদের গ্রুপের সিনিয়র ভাই। তিনি প্রম্প করতেন। ওই জায়গা থেকে আমারও আগ্রহ হয়। এটা করতে করতে আমার পুরো নাটকই মুখস্থ হয়ে যেত। ওই প্র্যাকটিসটা হয়তো হেল্প করে এখনো। আর স্কুলজীবন থেকেই আমার মুখস্থ করার ক্ষমতা বেশি ছিল।
দীর্ঘদিন ধরে কাজ করছেন মঞ্চ, টিভি, চলচ্চিত্র, বিজ্ঞাপন এবং এখন ওটিটি মাধ্যমে। খুব বেশি উত্থান-পতনের গল্প নেই আপনার ক্যারিয়ারে। সমান্তরালে চলছেন।
ইন্তেখাব দিনার: আমি অ্যাকটিংয়ের জায়গাটা শুরু থেকেই দেখে আসছি। আমি টেস্ট খেলতে এসেছি এখানে। টি-টোয়েন্টি না। আমি হয়তো পাঁচ নম্বর বা ছয় নম্বরে ব্যাটিং করতে নামব। এ রকমই থাকতে চাই। দুই বলে ছয় রান করে আউট হয়ে যাব, ওটা আমার দরকার নেই।
খেলার প্রসঙ্গ আসায় মনে পড়ল, আপনি একসময় ফুটবল খেলতেন। অভিনেতা না হলে ফুটবলার হতে—এমন কথা বলেছেন বিভিন্ন সাক্ষাৎকারে।
ইন্তেখাব দিনার: আমি নিয়মিত মাঠে গিয়ে খেলা দেখতাম। যখন স্কুলে পড়তাম, মাঠে গিয়ে আবাহনীর প্র্যাকটিস দেখতাম। যখন নাটকের সঙ্গে যুক্ত হলাম, তখন পুরো পাগলামিটাই এদিকে চলে এল।
সাক্ষাৎকার: খায়রুল বাসার নির্ঝর
টিভি নাটক, সিনেমা, বিজ্ঞাপনের নিয়মিত মুখ ইন্তেখাব দিনার। চরকির ‘ঊনলৌকিক’ সিরিজে অভিনয় করে নতুন করে আলোচনায় তিনি। সিরিজে কাজ করার অভিজ্ঞতা নিয়ে আজকের কথোপকথনে তিনি। বেশ প্রশংসিত হয়েছে ‘ঊনলৌকিক’ সিরিজটি। অনলাইন-অফলাইনে শোনা যাচ্ছে ইন্তেখাব দিনারের প্রশংসা।
কীভাবে যুক্ত হলেন এই সিরিজে?
ইন্তেখাব দিনার: সিরিজের পরিচালক রবিউল আলম রবি আমাকে একদিন ফোন করল। জানাল, সিরিজের ‘দ্বিখণ্ডিত’ গল্পে তারা আমাকে চাইছে। শিবব্রত বর্মনের লেখা। গল্পটা পাঠাল। গল্পটা পড়ে কনফিউজড হয়ে যাই। বললাম, এটা কীভাবে সম্ভব? একটা লোক ক্রমাগত বকবক করেই যাচ্ছে। দর্শক তো বিরক্ত হবে! রবি বলল, আমার ওপর ভরসা রাখেন। বোরিং লাগবে না। আমি বললাম, আমার কাছে অসম্ভবই মনে হচ্ছে। যখন চিত্রনাট্য পাঠাল, পড়ে আমি খুবই মুগ্ধ। যেভাবে সে সাজিয়েছে পুরো বিষয়টি, খুবই দারুণ।
‘দ্বিখণ্ডিত’ গল্পে আপনার সংলাপ বেশ দীর্ঘ। কোনো চ্যালেঞ্জ বা অসুবিধায় পড়েছেন এত বড় সংলাপ বলতে গিয়ে?
ইন্তেখাব দিনার: রবি জানাল, আমার প্রতিটি সংলাপ শুটিং করবে এক শটে। এত বড় সংলাপ এক শটে বলাটা চ্যালেঞ্জিং ছিল, যেহেতু প্রচুর সংলাপ এবং এগুলো সাধারণ সংলাপের মতো না। অনেক তথ্য-উপাত্ত আছে। ওটা ইম্প্রোভাইজ করা বা নিজের মতো বলার কোনো সুযোগ ছিল না। তথ্যগুলো ইতিহাসনির্ভর। নির্মাতা টিমের অনেক এফোর্ট ছিল। ওদের সহযোগিতা না পেলে কাজটি এভাবে করতে পারতাম না।
বিশেষ কোনো চাওয়া বা প্রস্তুতি ছিল আপনার?
ইন্তেখাব দিনার: আমি বলেছিলাম, প্রতি শটের আগে আমাকে মিনিমাম ১০-১৫ মিনিট সময় দিতে হবে। একটা নীরব জায়গা দিতে হবে। যেখানে আমি একটু কনসেনট্রেট করব। সেই ব্যবস্থা তারা করেছিল। প্রতি শটের আগে ওই জায়গায় বসে প্রস্তুতি নিতাম, তারপর শটে যেতাম।
অন্যান্য কাজে কি এ ধরনের সুযোগ পাওয়া যায়?
ইন্তেখাব দিনার: অন্যান্য কাজে তো ওই ১০ মিনিটের নীরবতার কোনো জায়গাই নেই। কারণ প্রতিদিন ২০-২৫টা দৃশ্যের শুটিং করা হয়। প্রতিদিন কতগুলো সিকোয়েন্স নামানো যায়, সেই ‘ধান্দা’ থাকে। ইচ্ছে করেই ‘ধান্দা’ শব্দটি ব্যবহার করলাম। কারণ, এ ধরনের কাজগুলোতে ফুটেজ নামানো হয় আসলে। ওখানে অভিনয়ের সুযোগ কম।
সংলাপ মুখস্থ রাখার বিষয়ে আপনার নাকি অসাধারণ দক্ষতা। শুধু নিজের সংলাপ নয়, সহ-অভিনয়শিল্পীদের সংলাপও আপনার হুবহু মনে থাকে।
ইন্তেখাব দিনার: এটা আমার মাঝে আগে থেকেই আছে। আরেকটা বিষয় হতে পারে, যখন আমি মঞ্চে কাজ করতাম, প্রম্প করতাম তখন। আমি আসলে ফলো করেছি আসাদুজ্জামান নূর ভাইকে। আমাদের গ্রুপের সিনিয়র ভাই। তিনি প্রম্প করতেন। ওই জায়গা থেকে আমারও আগ্রহ হয়। এটা করতে করতে আমার পুরো নাটকই মুখস্থ হয়ে যেত। ওই প্র্যাকটিসটা হয়তো হেল্প করে এখনো। আর স্কুলজীবন থেকেই আমার মুখস্থ করার ক্ষমতা বেশি ছিল।
দীর্ঘদিন ধরে কাজ করছেন মঞ্চ, টিভি, চলচ্চিত্র, বিজ্ঞাপন এবং এখন ওটিটি মাধ্যমে। খুব বেশি উত্থান-পতনের গল্প নেই আপনার ক্যারিয়ারে। সমান্তরালে চলছেন।
ইন্তেখাব দিনার: আমি অ্যাকটিংয়ের জায়গাটা শুরু থেকেই দেখে আসছি। আমি টেস্ট খেলতে এসেছি এখানে। টি-টোয়েন্টি না। আমি হয়তো পাঁচ নম্বর বা ছয় নম্বরে ব্যাটিং করতে নামব। এ রকমই থাকতে চাই। দুই বলে ছয় রান করে আউট হয়ে যাব, ওটা আমার দরকার নেই।
খেলার প্রসঙ্গ আসায় মনে পড়ল, আপনি একসময় ফুটবল খেলতেন। অভিনেতা না হলে ফুটবলার হতে—এমন কথা বলেছেন বিভিন্ন সাক্ষাৎকারে।
ইন্তেখাব দিনার: আমি নিয়মিত মাঠে গিয়ে খেলা দেখতাম। যখন স্কুলে পড়তাম, মাঠে গিয়ে আবাহনীর প্র্যাকটিস দেখতাম। যখন নাটকের সঙ্গে যুক্ত হলাম, তখন পুরো পাগলামিটাই এদিকে চলে এল।
সাক্ষাৎকার: খায়রুল বাসার নির্ঝর
টেলিভিশন ও ওটিটিতে পরিচিতি পাওয়ার পর বড় পর্দায়ও অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। ২০২৩ সালে ‘আরো এক পৃথিবী’ দিয়ে অভিষেক হয়েছে টালিউড ইন্ডাস্ট্রিতে। গত কোরবানির ঈদে ‘ইনসাফ’ দিয়ে যাত্রা শুরু করেছেন ঢালিউডে। এবার এই অভিনেত্রী আসছেন প্রযোজক হয়ে।
১৪ ঘণ্টা আগে৩৬ বছরে পদার্পণ করল নাটকের দল ‘নাট্যকেন্দ্র’। গত শুক্র ও শনিবার রাজধানীর মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে দুই দিনের অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে নাট্যদলটি।
১৪ ঘণ্টা আগেদুজনই বিচ্ছেদের যন্ত্রণাদায়ক সময় পেরিয়ে এসেছেন। দুজনই খুঁজছেন জীবনসঙ্গী। সংসারে আবার থিতু হওয়ার তীব্র ইচ্ছা দুজনের মনেই। এ বছরের জুনে অরল্যান্ডো ব্লুমের সঙ্গে বিচ্ছেদ হয় মার্কিন গায়িকা কেটি পেরির। অন্যদিকে, কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ১৮ বছরের সংসার ভাঙে ২০২৩ সালে।
১৪ ঘণ্টা আগেফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের ৭০তম আসরটি হয়ে গেল ১১ অক্টোবর রাতে ভারতের আহমেদাবাদের ইকেএ অ্যারেনায়। উপস্থাপনায় ছিলেন শাহরুখ খান, করণ জোহর ও মনীশ পাল। এবারের আসরে সর্বোচ্চ ১৩টি বিভাগে পুরস্কার পেয়েছে কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিস’।
১৪ ঘণ্টা আগে