বিনোদন প্রতিবেদক, ঢাকা
শূন্যন রেপার্টরি থিয়েটারের নতুন নাটক ‘গোধূলিবেলায়’। গত জুনে নিউইয়র্কের জ্যামাইকা আর্টস সেন্টারে উদ্বোধনী মঞ্চায়ন হয়েছিল নাটকটির। নিউইয়র্কের পর এবার দেশের মঞ্চে আসছে নতুন এই নাটক। ৮ আগস্ট রাজধানীর শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে গোধূলিবেলায়।
গোধূলিবেলায় নাটকে একক অভিনয় করেছেন মোমেনা চৌধুরী। নাটকটি লিখেছেনও তিনি। এটি তাঁর লেখা দ্বিতীয় মঞ্চনাটক। নির্দেশনা দিয়েছেন শামীম সাগর। নাটকের গল্পে দেখা যাবে, ৫০তম বিবাহবার্ষিকীর দিন এক মা স্মৃতির জগতে ফিরে যান। ধরা পড়ে তার জীবনের চাপা কান্না, লাঞ্ছনা ও বঞ্চনার বেদনা। প্রেম, সংসার ও মাতৃত্বের আড়ালে থাকা এক নারীর নিঃশব্দ প্রতিবাদ ফুটে ওঠে পুরো নাটকে।
মোমেনা চৌধুরী বলেন, ‘নারীকে ঘিরে থাকা শরীর, সম্মান, স্বপ্ন ও অপমান—এগুলোকে সামনে এনে এই নাটক আমাদের সামনে প্রশ্ন ছুড়ে দেয়। যদি এটি কাউকে তার নীরব প্রতিবাদের ভাষা দিতে পারে, সেটাই আমার সবচেয়ে বড় সাফল্য।’ নির্দেশক শামীম সাগর বলেন, ‘এতে শুধু এক নারীর কাহিনি বলা হয়নি, বরং ন্যায়ের অভাব আর সমাজের নীরবতার বিরুদ্ধে এক প্রতীকী প্রতিবাদ তুলে ধরা হয়েছে।’
মোমেনা চৌধুরী আরও বলেন, ‘গোধূলিবেলায় নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয় যুক্তরাষ্ট্রে। সেখানে দুটি প্রদর্শনী হয়েছে। সেখানকার দর্শক নাটকটি বেশ উপভোগ করেছেন। নাটকটি ঢাকার দর্শকদেরও ভালো লাগবে বলে আশা করছি। শুধু ঢাকার শিল্পকলা একাডেমি নয়, মিরপুর-উত্তরাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় নাটকটি মঞ্চায়নের পরিকল্পনা আছে। পর্যায়ক্রমে দেশের ৬৪টি জেলায় গোধূলিবেলায় নাটকের আলো ছড়িয়ে দিতে চাই।’
শূন্যন রেপার্টরি থিয়েটারের নতুন নাটক ‘গোধূলিবেলায়’। গত জুনে নিউইয়র্কের জ্যামাইকা আর্টস সেন্টারে উদ্বোধনী মঞ্চায়ন হয়েছিল নাটকটির। নিউইয়র্কের পর এবার দেশের মঞ্চে আসছে নতুন এই নাটক। ৮ আগস্ট রাজধানীর শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে গোধূলিবেলায়।
গোধূলিবেলায় নাটকে একক অভিনয় করেছেন মোমেনা চৌধুরী। নাটকটি লিখেছেনও তিনি। এটি তাঁর লেখা দ্বিতীয় মঞ্চনাটক। নির্দেশনা দিয়েছেন শামীম সাগর। নাটকের গল্পে দেখা যাবে, ৫০তম বিবাহবার্ষিকীর দিন এক মা স্মৃতির জগতে ফিরে যান। ধরা পড়ে তার জীবনের চাপা কান্না, লাঞ্ছনা ও বঞ্চনার বেদনা। প্রেম, সংসার ও মাতৃত্বের আড়ালে থাকা এক নারীর নিঃশব্দ প্রতিবাদ ফুটে ওঠে পুরো নাটকে।
মোমেনা চৌধুরী বলেন, ‘নারীকে ঘিরে থাকা শরীর, সম্মান, স্বপ্ন ও অপমান—এগুলোকে সামনে এনে এই নাটক আমাদের সামনে প্রশ্ন ছুড়ে দেয়। যদি এটি কাউকে তার নীরব প্রতিবাদের ভাষা দিতে পারে, সেটাই আমার সবচেয়ে বড় সাফল্য।’ নির্দেশক শামীম সাগর বলেন, ‘এতে শুধু এক নারীর কাহিনি বলা হয়নি, বরং ন্যায়ের অভাব আর সমাজের নীরবতার বিরুদ্ধে এক প্রতীকী প্রতিবাদ তুলে ধরা হয়েছে।’
মোমেনা চৌধুরী আরও বলেন, ‘গোধূলিবেলায় নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয় যুক্তরাষ্ট্রে। সেখানে দুটি প্রদর্শনী হয়েছে। সেখানকার দর্শক নাটকটি বেশ উপভোগ করেছেন। নাটকটি ঢাকার দর্শকদেরও ভালো লাগবে বলে আশা করছি। শুধু ঢাকার শিল্পকলা একাডেমি নয়, মিরপুর-উত্তরাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় নাটকটি মঞ্চায়নের পরিকল্পনা আছে। পর্যায়ক্রমে দেশের ৬৪টি জেলায় গোধূলিবেলায় নাটকের আলো ছড়িয়ে দিতে চাই।’
দক্ষিণ কোরিয়ার একটি আদালত একটি ভার্চুয়াল কে-পপ বয়ব্যান্ডের সদস্যদের মানহানি করার জন্য এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীকে ৩৬০ মার্কিন ডলার (৫ লাখ ওয়ান) জরিমানা করেছেন।
৩ ঘণ্টা আগেকয়েক বছর ধরে নাটকে অভিনয় কমিয়ে দিয়েছেন মেহজাবীন চৌধুরী। মনোযোগ দিয়েছেন ওটিটি ও সিনেমায়। ‘প্রিয় মালতী’ সিনেমা দিয়ে গত বছর ডিসেম্বরে বড় পর্দায় অভিষেক হয়েছে তাঁর। প্রিয় মালতী মেহজাবীনের মুক্তি পাওয়া প্রথম সিনেমা হলেও তিনি প্রথম অভিনয় করেছিলেন ‘সাবা’ সিনেমায়।
৫ ঘণ্টা আগেনির্মাণের পর থেকে বিভিন্ন দেশের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ‘ফেরেশতে’ ও ‘বাড়ির নাম শাহানা’। এবার দেশের দর্শকদের দেখার পালা। আজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমা দুটি। এ ছাড়া গত মঙ্গলবার থেকে সিনেপ্লেক্সে দেখা যাচ্ছে জাপানি অ্যানিমে ‘ডেমন স্লেয়ার: ইনফিনিটি ক্যাসেল’।
৬ ঘণ্টা আগেআরও এক সিনেমা থেকে বাদ পড়লেন দীপিকা পাড়ুকোন। নাগ অশ্বিনের ‘কল্কি ২৮৯৮ এডি’ ছিল সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় প্যান-ইন্ডিয়া রিলিজ। প্রভাস, অমিতাভ বচ্চন, কমল হাসান এবং দীপিকা পাড়ুকোনকে নিয়ে তৈরি এই সায়েন্স ফিকশন-মিথোলজি মিশ্রিত কাহিনি গত বছর নতুন উদাহরণ সৃষ্টি করেছিল বক্স অফিসে।
৭ ঘণ্টা আগে