Ajker Patrika

অভিনেতা শামীম হাসানের গল্পে নাটক ‘স্ট্রেট ফরওয়ার্ড’

অভিনেতা শামীম হাসানের গল্পে নাটক ‘স্ট্রেট ফরওয়ার্ড’

আগামী ঈদ উল ফিতরের জন্য দেশের একটি বেসরকারি টেলিভিশনে প্রচারের লক্ষ্যে অভিনেতা শামীম হাসান সরকারের গল্পে নাটক নির্মাণ করতে যাচ্ছেন অভিনেতা, নাট্যপরিচালক শহীদ-উন-নবী। নাটকটি রচনা করেছেন শাহ সেকান্দার বাদশা ও মাহমুদুল হাসান। এরই মধ্যে ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির নির্মাণকাজ শেষ হয়েছে।

নাটকটি প্রসঙ্গে শামীম হাসান সরকার বলেন, ‘একজন সৎ মানুষ জীবনে চলতে গিয়ে সব সময় সত্য কথা বলতে গিয়ে অনেকের কাছে ঠোঁট কাটা মানুষ হিসেবে পরিচিতি পায়। আবার সত্য বলতে গিয়ে জীবনে নানান বিপদেও পড়েন তিনি। একটা সময় তার স্ত্রী তাকে বোঝানোর চেষ্টা করেন। এভাবেই এগিয়ে যায় নাটকের গল্প।’

অভিনেতা আরও বলেন, ‘নাটকে আমার বিপরীতে অভিনয় করেছেন শখ। তিনি যখন নাটকে বিরতি নিয়েছিলেন তখন তারসঙ্গে আমার কাজ করা আজ থেকে চার বছর আগে। আবার বিরতির পর যখন তিনি আবারও কাজ শুরু করেন তখন আমারই সঙ্গে তার কাজ করা। নবীর নির্দেশনায় আমি সব সময়ই ভীষণ উপভোগ করি। আশা করছি কাজটি দর্শকের ভালো লাগবে।’

নাটকটিতে শামীম হাসান সরকারের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন আনিকা কবির শখ। শখ বলেন, ‘স্ট্রেট ফরওয়ার্ড নাটকটির গল্প আমার কাছে বেশ ভালো লেগেছে। শামীম হাসান সরকারের গল্প ভাবনাটা এক কথায় অসাধারণ।’

শখ আরও বলেন, ‘শহীদ-উন-নবীর নির্দেশনাও এক কথায় চমৎকার। আমরা সবাই মিলে একটি ভালো কাজ করার চেষ্টা করেছি। যেখানে সমাজের জন্য একটি বার্তা থাকবে। আশা করছি নাটকটি ভালো লাগবে সবার।’ শহীদ-উন-নবী জানান, স্ট্রেট ফরওয়ার্ড তার ২০২৩-এর নির্মিত শেষ নাটক। আগামী বছর ঈদে আরটিভিতে প্রচারের জন্যই এটি নির্মিত হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত