বিনোদন প্রতিবেদক
শোবিজ অঙ্গনকে বিদায় বলেছেন অভিনেতা ও ইউটিউবার তামিম মৃধা—শুক্রবার রাত থেকে এমন খবরে সয়লাব সোশ্যাল মিডিয়া। গণমাধ্যমেও সংবাদ প্রকাশ হয়েছে তামিম মৃধার অভিনয় ছাড়ার খবর। তবে তামিম জানালেন, তিনি কোথাও মিডিয়া ছাড়ার ঘোষণা দেননি।
তামিমের অভিনয় ছাড়ার গুঞ্জন ছড়িয়েছে মূলত একটি পডকাস্টকে কেন্দ্র করে। বৃহস্পতিবার রাতে দ্য মেসেজ পডকাস্ট ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি পডকাস্টে ইসলাম ধর্মে তওবার গুরুত্ব নিয়ে কথা বলেন তামিম মৃধা ও আহমেদ আরেফিন। এরপর তামিমের ভাই সেই পডকাস্ট শেয়ার করে ফেসবুকে জানান, তাঁর ভাই মুলধারার মিডিয়ার কাজ ছেড়ে দিয়েছেন। সেই পোস্ট ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
মিডিয়া ছাড়ার গুঞ্জন প্রসঙ্গে তামিম মৃধা বলেন, ‘আমি একটা পডকাস্ট নিয়ে এসেছি। সেটার পরিপ্রেক্ষিতেই সবাই ভাবছে আমি অভিনয় ছেড়ে দিয়েছি। কিন্তু আমি এমন কোনো ঘোষণা করিনি যে মিডিয়া ছেড়ে ইসলামের ছায়াতলে এসেছি। ইসলামিক পডকাস্টের সঙ্গে মিডিয়া ছেড়ে দেওয়ার কোনো সম্পর্ক নেই। কোভিডের পর থেকে এমনিতেই মিডিয়ায় কাজ কম করছি। আমার কাছে মনে হয়েছে, সংখ্যায় কম হলেও অর্থবহ কাজের সঙ্গে সম্পৃক্ত থাকা ভালো। কাজ করতে তো আমার কোনো বাধা নেই। কিন্তু কেউ যদি এটাকে প্রতিষ্ঠিত করে দেয়, আমি মিডিয়া ছেড়ে দিচ্ছি—সেটা ঠিক নয়।’
ইসলামিক পডকাস্ট নিয়ে তামিম বলেন, ‘বিয়ের পর স্ত্রীকে নিয়ে ওমরাহ করতে যাওয়ার পর মনে হলো, আল্লাহর বিধানগুলো সঠিকভাবে জানা প্রয়োজন। এরপর ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে পড়ছিলাম, জানছিলাম ও বোঝার চেষ্টা করছিলাম। সে সময় মনে হলো, যেটুকু শিখছি তা সবার মাঝে ছড়িয়ে দেওয়া প্রয়োজন। এরপর পডকাস্টের চিন্তাটা আসে। এ ছাড়া আমাদের সমাজে অদ্ভুত ধরনের একটা মাইন্ড সেট হয়েছে যে টুপি পরলে, পাঞ্জাবি বা জোব্বা পরলে অনেকেই জঙ্গি মনে করে। ওই মিথগুলো ভাঙাটাও একটা কারণ এই পডকাস্টের।’
তামিম জানান, ইতিমধ্যে শেষ হয়েছে এ পডকাস্টের প্রথম পাঁচ পর্বের শুটিং। প্রতি সপ্তাহে একটি পর্ব প্রকাশের ইচ্ছা তাঁর। প্রতি পর্বেই তামিমের সঙ্গে আলোচক হিসেবে থাকবেন আহমেদ আরেফিন।
শোবিজ অঙ্গনকে বিদায় বলেছেন অভিনেতা ও ইউটিউবার তামিম মৃধা—শুক্রবার রাত থেকে এমন খবরে সয়লাব সোশ্যাল মিডিয়া। গণমাধ্যমেও সংবাদ প্রকাশ হয়েছে তামিম মৃধার অভিনয় ছাড়ার খবর। তবে তামিম জানালেন, তিনি কোথাও মিডিয়া ছাড়ার ঘোষণা দেননি।
তামিমের অভিনয় ছাড়ার গুঞ্জন ছড়িয়েছে মূলত একটি পডকাস্টকে কেন্দ্র করে। বৃহস্পতিবার রাতে দ্য মেসেজ পডকাস্ট ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি পডকাস্টে ইসলাম ধর্মে তওবার গুরুত্ব নিয়ে কথা বলেন তামিম মৃধা ও আহমেদ আরেফিন। এরপর তামিমের ভাই সেই পডকাস্ট শেয়ার করে ফেসবুকে জানান, তাঁর ভাই মুলধারার মিডিয়ার কাজ ছেড়ে দিয়েছেন। সেই পোস্ট ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
মিডিয়া ছাড়ার গুঞ্জন প্রসঙ্গে তামিম মৃধা বলেন, ‘আমি একটা পডকাস্ট নিয়ে এসেছি। সেটার পরিপ্রেক্ষিতেই সবাই ভাবছে আমি অভিনয় ছেড়ে দিয়েছি। কিন্তু আমি এমন কোনো ঘোষণা করিনি যে মিডিয়া ছেড়ে ইসলামের ছায়াতলে এসেছি। ইসলামিক পডকাস্টের সঙ্গে মিডিয়া ছেড়ে দেওয়ার কোনো সম্পর্ক নেই। কোভিডের পর থেকে এমনিতেই মিডিয়ায় কাজ কম করছি। আমার কাছে মনে হয়েছে, সংখ্যায় কম হলেও অর্থবহ কাজের সঙ্গে সম্পৃক্ত থাকা ভালো। কাজ করতে তো আমার কোনো বাধা নেই। কিন্তু কেউ যদি এটাকে প্রতিষ্ঠিত করে দেয়, আমি মিডিয়া ছেড়ে দিচ্ছি—সেটা ঠিক নয়।’
ইসলামিক পডকাস্ট নিয়ে তামিম বলেন, ‘বিয়ের পর স্ত্রীকে নিয়ে ওমরাহ করতে যাওয়ার পর মনে হলো, আল্লাহর বিধানগুলো সঠিকভাবে জানা প্রয়োজন। এরপর ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে পড়ছিলাম, জানছিলাম ও বোঝার চেষ্টা করছিলাম। সে সময় মনে হলো, যেটুকু শিখছি তা সবার মাঝে ছড়িয়ে দেওয়া প্রয়োজন। এরপর পডকাস্টের চিন্তাটা আসে। এ ছাড়া আমাদের সমাজে অদ্ভুত ধরনের একটা মাইন্ড সেট হয়েছে যে টুপি পরলে, পাঞ্জাবি বা জোব্বা পরলে অনেকেই জঙ্গি মনে করে। ওই মিথগুলো ভাঙাটাও একটা কারণ এই পডকাস্টের।’
তামিম জানান, ইতিমধ্যে শেষ হয়েছে এ পডকাস্টের প্রথম পাঁচ পর্বের শুটিং। প্রতি সপ্তাহে একটি পর্ব প্রকাশের ইচ্ছা তাঁর। প্রতি পর্বেই তামিমের সঙ্গে আলোচক হিসেবে থাকবেন আহমেদ আরেফিন।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
৬ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১০ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি করে দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে। যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১২ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
১৫ ঘণ্টা আগে