পিউর বাবা তার জন্যে একটি খেলনা হেলিকপ্টার কেনে। যা দেখে দুই বোকা ভাই হাবলু ও গাবলুর খুব লোভ হয়। তারা খেলনাটির জন্যে পিউদের বাসা পর্যন্ত অনুসরণ করে গেটের বাইরে দাঁড়িয়ে বুদ্ধি করতে থাকে কীভাবে বাড়ির ভেতরে যাওয়া যায়।
সন্ধ্যায় বাড়ির ছাদে পিউর সাথে অর্নব, অনন্যা, দীপু, উষা, শুভ—ওরা সবাই মিলে ক্রিসমাস ট্রি সাজায়। ছাদে পিউর বাবার কাছ থেকে গল্পের ছলে সবাই জানতে পারে ২৫ ডিসেম্বর কেন বড়দিন, যীশুর মাহাত্ম ও তার বাণী। শুনে শিশুরা খুব আনন্দ পায়।
রাতে পিউ ঘুমিয়ে পড়লে বাবা বালিশের পাশে সেই বিকেলে কেনা গিফটটা রেখে দেয়। তখন চুপি চুপি বারান্দা দিয়ে প্রবেশ করে হাবলু আর গাবলু। তারা পিউর সারা ঘরে খুঁজে দেখে কোথায় সেই হেলিকপ্টারটা। এক সময় হাবলুর চোখে পড়ে বাবার রেখে যাওয়া সেই সান্তার পোশাক। হাবলু মজা করতে গিয়ে সেটা পরে নেয়।
এমন সময় গিফটের প্যাকেটটি তাদের নজরে পড়ে। হাবলু সেটা নিতে গেলে ঘুম ভেঙে যায় পিউর। সে সান্তাকে দেখে বিস্ময়ে অভিভূত। তার বিশ্বাসই হয় না যে সত্যি সান্তা এসেছে। তাকে উপহার দিচ্ছে। কিন্তু সে খেয়াল করে যে সান্তা তাকে গিফটটা না দিয়ে বরং নিয়ে যাচ্ছে।
এমন গল্প নিয়ে বড়দিন উপলক্ষে দুরন্ত টিভি প্রচার করবে বিশেষ নাটক ‘হৈ হৈ হল্লা’। তোফায়েল সরকারের পরিচালনায় নাটকটি প্রচারিত হবে রোববার দুপুর ২টায় ও রাত ৯টা ৩০ মিনিটে।
পিউর বাবা তার জন্যে একটি খেলনা হেলিকপ্টার কেনে। যা দেখে দুই বোকা ভাই হাবলু ও গাবলুর খুব লোভ হয়। তারা খেলনাটির জন্যে পিউদের বাসা পর্যন্ত অনুসরণ করে গেটের বাইরে দাঁড়িয়ে বুদ্ধি করতে থাকে কীভাবে বাড়ির ভেতরে যাওয়া যায়।
সন্ধ্যায় বাড়ির ছাদে পিউর সাথে অর্নব, অনন্যা, দীপু, উষা, শুভ—ওরা সবাই মিলে ক্রিসমাস ট্রি সাজায়। ছাদে পিউর বাবার কাছ থেকে গল্পের ছলে সবাই জানতে পারে ২৫ ডিসেম্বর কেন বড়দিন, যীশুর মাহাত্ম ও তার বাণী। শুনে শিশুরা খুব আনন্দ পায়।
রাতে পিউ ঘুমিয়ে পড়লে বাবা বালিশের পাশে সেই বিকেলে কেনা গিফটটা রেখে দেয়। তখন চুপি চুপি বারান্দা দিয়ে প্রবেশ করে হাবলু আর গাবলু। তারা পিউর সারা ঘরে খুঁজে দেখে কোথায় সেই হেলিকপ্টারটা। এক সময় হাবলুর চোখে পড়ে বাবার রেখে যাওয়া সেই সান্তার পোশাক। হাবলু মজা করতে গিয়ে সেটা পরে নেয়।
এমন সময় গিফটের প্যাকেটটি তাদের নজরে পড়ে। হাবলু সেটা নিতে গেলে ঘুম ভেঙে যায় পিউর। সে সান্তাকে দেখে বিস্ময়ে অভিভূত। তার বিশ্বাসই হয় না যে সত্যি সান্তা এসেছে। তাকে উপহার দিচ্ছে। কিন্তু সে খেয়াল করে যে সান্তা তাকে গিফটটা না দিয়ে বরং নিয়ে যাচ্ছে।
এমন গল্প নিয়ে বড়দিন উপলক্ষে দুরন্ত টিভি প্রচার করবে বিশেষ নাটক ‘হৈ হৈ হল্লা’। তোফায়েল সরকারের পরিচালনায় নাটকটি প্রচারিত হবে রোববার দুপুর ২টায় ও রাত ৯টা ৩০ মিনিটে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে নায়ক রুবেলের মৃত্যুর খবর। এমন ঘটনায় বিরক্তি প্রকাশের পাশাপাশি যাঁরা মিথ্যা ছড়াচ্ছেন, তাঁদের হুঁশিয়ার করে দিলেন রুবেলের বড় ভাই অভিনেতা, প্রযোজক ও নির্দেশক মাসুদ পারভেজ সোহেল রানা।
৩ ঘণ্টা আগেভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর নয়া দিল্লি পাকিস্তানের সঙ্গে ৬ দশকের পুরোনো সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিতের ঘোষণা দেয়। তবে সেই ঘোষণা কতটা কার্যকর হয়েছে তা এখনো সঠিকভাবে জানা যায়নি। দুই দেশের মূল ধারার গণমাধ্যম এই বিষয়ে সেই অর্থে কোনো তথ্য দেয়নি।
৬ ঘণ্টা আগেঈদে মুক্তি পাওয়া আফরান নিশো অভিনীত ‘দাগি’ সিনেমায় জেফার রহমানের গাওয়া ‘নিয়ে যাবে কি’ শিরোনামের গানটি ইতিমধ্যেই শ্রোতাদের মন ছুঁয়েছে। অনলাইনেও গানটি নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। ‘নিয়ে যাবে কি আমায় দূরে কল্পনায়, তোমার আর আমার গল্পে কি আবার হবে নতুন সূচনা’ এমন কথায় গানটি লিখেছেন বাঁধন, সুর করেছেন জেফার
১৩ ঘণ্টা আগেআন্তর্জাতিক নৃত্য দিবসে নতুন উদ্যোগের কথা জানালেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী উম্মে হাবিবা। রাজধানীর নিকেতনে শুরু করেছেন নিজের নৃত্য প্রতিষ্ঠান। টিম কালারস ড্যান্স ক্লাস নামের এই প্রতিষ্ঠানে ভরতনাট্যম, সেমি-ক্লাসিক্যাল, কনটেম্পরারি ও বলিউড নৃত্যশৈলীতে প্রশিক্ষণ দেওয়া হবে।
১৩ ঘণ্টা আগে