বিনোদন প্রতিবেদক, ঢাকা
মৌলি মজুমদারের গাওয়া বেশ কিছু গান জনপ্রিয় হয়েছে। নতুন বছরের শুরুতে প্রকাশিত হয়েছে তাঁর গাওয়া গান ‘সাত জনম’। মৌলির সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন এ কে অয়ন। গানের কথা লিখেছেন সিয়াম সরকার জান, সুর ও সংগীত আয়োজন করেছেন এইচ আর পবিত্র। ভিডিওতে মডেল হয়েছেন ইমতু ও শাকিলা পারভীন। নিজের মৌলিক গানের পাশাপাশি মৌলি কণ্ঠ দিয়েছেন বেশ কিছু নাটকের গানে। এর মাঝে অভিনেতা নিলয় আলমগীর অভিনীত দশটি নাটকে গান গেয়েছেন তিনি।
তানভীর তন্ময় পরিচালিত ‘উড়াল মন’ নাটকের সূচনা সংগীত ‘উড়াল মন’ গানটি দর্শক-শ্রোতার মাঝে বেশ সাড়া ফেলেছে। নিলয়ের সঙ্গে এই নাটকে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি। গানটিতে মৌলির সঙ্গে গেয়েছেন সাদমান। লিখেছেন ও সুর সংগীত করেছেন আপেল মাহমুদ এমিল। উড়াল মন ছাড়া আরও আটটি গানে কণ্ঠ দিয়েছেন নিলয় আলমগীর অভিনীত নাটকে। সম্প্রতি রাজধানীর উত্তরায় আপেল মাহমুদ এমিলের স্টুডিওতে মৌলি গাইলেন নিলয় অভিনীত আরও একটি নাটকের গান। জুবায়ের ইবনে বকর পরিচালিত নাটকটির নাম ‘গুণ্ডা’, মৌলির গাওয়া গানটির শিরোনাম ‘তোমারই হবো’। গানটি লেখার পাশাপাশি মৌলির সঙ্গে কণ্ঠ দিয়েছেন মেঘদূত আলী। সুর সংগীত করেছেন আপেল মাহমুদ এমিল।
নিলয় আলমগীর অভিনীত নাটকে গান গাওয়া প্রসঙ্গে মৌলি মজমুদার বলেন, ‘নিলয় ভাই আমার ভীষণ প্রিয় একজন অভিনেতা। তাঁর অভিনীত বহু নাটক আমি দেখেছি, তাঁর অভিনয়ে মুগ্ধ হয়েছি। তাঁর অভিনীত নাটকে ‘উড়াল মন’ গানটি গেয়ে বেশ সাড়া পেয়েছি। তাই তাঁর অভিনীত নাটকে গান গাওয়ার সুযোগ পেলে পিছপা হইনি। দেখতে দেখতে তাঁর অভিনীত দশ নাটকে গান গাওয়া হয়ে গেল। এটা শিল্পীজীবনে আমার একধরনের প্রাপ্তি। আমি এর জন্য কৃতজ্ঞ এমিল ভাইয়ের কাছে। তাঁর সুবাদেই অনেক নাটকে গান করার সুযোগ হয়েছে আমার।’
মৌলি মজুমদারের গাওয়া বেশ কিছু গান জনপ্রিয় হয়েছে। নতুন বছরের শুরুতে প্রকাশিত হয়েছে তাঁর গাওয়া গান ‘সাত জনম’। মৌলির সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন এ কে অয়ন। গানের কথা লিখেছেন সিয়াম সরকার জান, সুর ও সংগীত আয়োজন করেছেন এইচ আর পবিত্র। ভিডিওতে মডেল হয়েছেন ইমতু ও শাকিলা পারভীন। নিজের মৌলিক গানের পাশাপাশি মৌলি কণ্ঠ দিয়েছেন বেশ কিছু নাটকের গানে। এর মাঝে অভিনেতা নিলয় আলমগীর অভিনীত দশটি নাটকে গান গেয়েছেন তিনি।
তানভীর তন্ময় পরিচালিত ‘উড়াল মন’ নাটকের সূচনা সংগীত ‘উড়াল মন’ গানটি দর্শক-শ্রোতার মাঝে বেশ সাড়া ফেলেছে। নিলয়ের সঙ্গে এই নাটকে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি। গানটিতে মৌলির সঙ্গে গেয়েছেন সাদমান। লিখেছেন ও সুর সংগীত করেছেন আপেল মাহমুদ এমিল। উড়াল মন ছাড়া আরও আটটি গানে কণ্ঠ দিয়েছেন নিলয় আলমগীর অভিনীত নাটকে। সম্প্রতি রাজধানীর উত্তরায় আপেল মাহমুদ এমিলের স্টুডিওতে মৌলি গাইলেন নিলয় অভিনীত আরও একটি নাটকের গান। জুবায়ের ইবনে বকর পরিচালিত নাটকটির নাম ‘গুণ্ডা’, মৌলির গাওয়া গানটির শিরোনাম ‘তোমারই হবো’। গানটি লেখার পাশাপাশি মৌলির সঙ্গে কণ্ঠ দিয়েছেন মেঘদূত আলী। সুর সংগীত করেছেন আপেল মাহমুদ এমিল।
নিলয় আলমগীর অভিনীত নাটকে গান গাওয়া প্রসঙ্গে মৌলি মজমুদার বলেন, ‘নিলয় ভাই আমার ভীষণ প্রিয় একজন অভিনেতা। তাঁর অভিনীত বহু নাটক আমি দেখেছি, তাঁর অভিনয়ে মুগ্ধ হয়েছি। তাঁর অভিনীত নাটকে ‘উড়াল মন’ গানটি গেয়ে বেশ সাড়া পেয়েছি। তাই তাঁর অভিনীত নাটকে গান গাওয়ার সুযোগ পেলে পিছপা হইনি। দেখতে দেখতে তাঁর অভিনীত দশ নাটকে গান গাওয়া হয়ে গেল। এটা শিল্পীজীবনে আমার একধরনের প্রাপ্তি। আমি এর জন্য কৃতজ্ঞ এমিল ভাইয়ের কাছে। তাঁর সুবাদেই অনেক নাটকে গান করার সুযোগ হয়েছে আমার।’
অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত জয়া আহসান অভিনীত ‘ডিয়ার মা’ সিনেমাটি যুক্তরাষ্ট্র ও কানাডায় রেকর্ড গড়েছে। প্রথম দিনে সিনেমাটি আয় করেছে ১ লাখ ১ হাজার ১০০ ডলার। এর আগে কলকাতার কোনো সিনেমা প্রথম দিনে এত আয় করেনি।
৬ ঘণ্টা আগে‘ভদ্রলোক’ নাটকে মোশাররফ করিমের সঙ্গে প্রথম অভিনয় করেন মিম চৌধুরী। এরপর একসঙ্গে বেশ কিছু নাটকে অভিনয় করেছেন তাঁরা দুজন। এবার তাঁরা একসঙ্গে অভিনয় করলেন একই পরিচালকের দুটি ধারাবাহিক নাটকে। শামস করিম পরিচালিত ধারাবাহিক দুটি হলো ‘রঙ্গিলা পুতুল’ ও ‘৭ কিলো ১ গ্রাম’।
৭ ঘণ্টা আগেগাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারাচ্ছে অনেক শিশু। তীব্র খাদ্যসংকটে শিশুরা অনাহার ও অপুষ্টিতে প্রাণ হারাচ্ছে। শিশুদের এই কষ্ট সহ্য করতে পারছেন না মার্কিন পপতারকা ম্যাডোনা।
৯ ঘণ্টা আগেভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
২০ ঘণ্টা আগে