বিনোদন প্রতিবেদক, ঢাকা
মৌলি মজুমদারের গাওয়া বেশ কিছু গান জনপ্রিয় হয়েছে। নতুন বছরের শুরুতে প্রকাশিত হয়েছে তাঁর গাওয়া গান ‘সাত জনম’। মৌলির সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন এ কে অয়ন। গানের কথা লিখেছেন সিয়াম সরকার জান, সুর ও সংগীত আয়োজন করেছেন এইচ আর পবিত্র। ভিডিওতে মডেল হয়েছেন ইমতু ও শাকিলা পারভীন। নিজের মৌলিক গানের পাশাপাশি মৌলি কণ্ঠ দিয়েছেন বেশ কিছু নাটকের গানে। এর মাঝে অভিনেতা নিলয় আলমগীর অভিনীত দশটি নাটকে গান গেয়েছেন তিনি।
তানভীর তন্ময় পরিচালিত ‘উড়াল মন’ নাটকের সূচনা সংগীত ‘উড়াল মন’ গানটি দর্শক-শ্রোতার মাঝে বেশ সাড়া ফেলেছে। নিলয়ের সঙ্গে এই নাটকে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি। গানটিতে মৌলির সঙ্গে গেয়েছেন সাদমান। লিখেছেন ও সুর সংগীত করেছেন আপেল মাহমুদ এমিল। উড়াল মন ছাড়া আরও আটটি গানে কণ্ঠ দিয়েছেন নিলয় আলমগীর অভিনীত নাটকে। সম্প্রতি রাজধানীর উত্তরায় আপেল মাহমুদ এমিলের স্টুডিওতে মৌলি গাইলেন নিলয় অভিনীত আরও একটি নাটকের গান। জুবায়ের ইবনে বকর পরিচালিত নাটকটির নাম ‘গুণ্ডা’, মৌলির গাওয়া গানটির শিরোনাম ‘তোমারই হবো’। গানটি লেখার পাশাপাশি মৌলির সঙ্গে কণ্ঠ দিয়েছেন মেঘদূত আলী। সুর সংগীত করেছেন আপেল মাহমুদ এমিল।
নিলয় আলমগীর অভিনীত নাটকে গান গাওয়া প্রসঙ্গে মৌলি মজমুদার বলেন, ‘নিলয় ভাই আমার ভীষণ প্রিয় একজন অভিনেতা। তাঁর অভিনীত বহু নাটক আমি দেখেছি, তাঁর অভিনয়ে মুগ্ধ হয়েছি। তাঁর অভিনীত নাটকে ‘উড়াল মন’ গানটি গেয়ে বেশ সাড়া পেয়েছি। তাই তাঁর অভিনীত নাটকে গান গাওয়ার সুযোগ পেলে পিছপা হইনি। দেখতে দেখতে তাঁর অভিনীত দশ নাটকে গান গাওয়া হয়ে গেল। এটা শিল্পীজীবনে আমার একধরনের প্রাপ্তি। আমি এর জন্য কৃতজ্ঞ এমিল ভাইয়ের কাছে। তাঁর সুবাদেই অনেক নাটকে গান করার সুযোগ হয়েছে আমার।’
মৌলি মজুমদারের গাওয়া বেশ কিছু গান জনপ্রিয় হয়েছে। নতুন বছরের শুরুতে প্রকাশিত হয়েছে তাঁর গাওয়া গান ‘সাত জনম’। মৌলির সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন এ কে অয়ন। গানের কথা লিখেছেন সিয়াম সরকার জান, সুর ও সংগীত আয়োজন করেছেন এইচ আর পবিত্র। ভিডিওতে মডেল হয়েছেন ইমতু ও শাকিলা পারভীন। নিজের মৌলিক গানের পাশাপাশি মৌলি কণ্ঠ দিয়েছেন বেশ কিছু নাটকের গানে। এর মাঝে অভিনেতা নিলয় আলমগীর অভিনীত দশটি নাটকে গান গেয়েছেন তিনি।
তানভীর তন্ময় পরিচালিত ‘উড়াল মন’ নাটকের সূচনা সংগীত ‘উড়াল মন’ গানটি দর্শক-শ্রোতার মাঝে বেশ সাড়া ফেলেছে। নিলয়ের সঙ্গে এই নাটকে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি। গানটিতে মৌলির সঙ্গে গেয়েছেন সাদমান। লিখেছেন ও সুর সংগীত করেছেন আপেল মাহমুদ এমিল। উড়াল মন ছাড়া আরও আটটি গানে কণ্ঠ দিয়েছেন নিলয় আলমগীর অভিনীত নাটকে। সম্প্রতি রাজধানীর উত্তরায় আপেল মাহমুদ এমিলের স্টুডিওতে মৌলি গাইলেন নিলয় অভিনীত আরও একটি নাটকের গান। জুবায়ের ইবনে বকর পরিচালিত নাটকটির নাম ‘গুণ্ডা’, মৌলির গাওয়া গানটির শিরোনাম ‘তোমারই হবো’। গানটি লেখার পাশাপাশি মৌলির সঙ্গে কণ্ঠ দিয়েছেন মেঘদূত আলী। সুর সংগীত করেছেন আপেল মাহমুদ এমিল।
নিলয় আলমগীর অভিনীত নাটকে গান গাওয়া প্রসঙ্গে মৌলি মজমুদার বলেন, ‘নিলয় ভাই আমার ভীষণ প্রিয় একজন অভিনেতা। তাঁর অভিনীত বহু নাটক আমি দেখেছি, তাঁর অভিনয়ে মুগ্ধ হয়েছি। তাঁর অভিনীত নাটকে ‘উড়াল মন’ গানটি গেয়ে বেশ সাড়া পেয়েছি। তাই তাঁর অভিনীত নাটকে গান গাওয়ার সুযোগ পেলে পিছপা হইনি। দেখতে দেখতে তাঁর অভিনীত দশ নাটকে গান গাওয়া হয়ে গেল। এটা শিল্পীজীবনে আমার একধরনের প্রাপ্তি। আমি এর জন্য কৃতজ্ঞ এমিল ভাইয়ের কাছে। তাঁর সুবাদেই অনেক নাটকে গান করার সুযোগ হয়েছে আমার।’
বাণিজ্যিক সিনেমায় আইটেম গান থাকবে না, তা কি হয়! গল্পের সঙ্গে সংযোগ থাকুক বা না থাকুক, প্রত্যেক নির্মাতাই চান, সিনেমায় একটা আইটেম গান রাখতে। তাতে নাকি সহজেই দর্শকদের আকর্ষণ করা যায়! দর্শক টানার এ ফর্মুলা অনুসরণ করছেন নাটকের নির্মাতারাও। ইদানীং নাটকেও শুরু হয়েছে এ প্রবণতা। সিনেমার আদলে নাটকের...
৫ ঘণ্টা আগেকরোনার সময় সারা বিশ্বের মানুষ হয়ে পড়েছিল ঘরবন্দী। বন্ধ হয়ে গিয়েছিল পরস্পরের সঙ্গে দেখা-সাক্ষাৎ। ঘরে বসেই কাটাতে হতো অলস সময়। সবাই নতুন করে স্বপ্ন দেখত, কবে আবার ফিরবে সুদিন। নতুন গানে সেই সময়ের স্মৃতি ফিরিয়ে আনলেন পান্থ কানাই। গানের শিরোনাম ‘সেই এক সময় ছিল’। শহীদ মাহমুদ জঙ্গীর লেখা এ গানে সুর...
৫ ঘণ্টা আগেকথা ছিল মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে একের পর এক সিনেমার খবরের শিরোনাম হবেন দীপিকা পাড়ুকোন। কিন্তু তা হচ্ছে কই! বরং একের পর এক বিতর্কের কেন্দ্রে তিনি। শুটিংয়ের সময় ও পারিশ্রমিক নিয়ে নির্মাতাদের সঙ্গে মতানৈক্যের কারণে সম্প্রতি দুই সিনেমা থেকে বাদ পড়েছেন দীপিকা। এ নিয়ে এত দিন চুপ ছিলেন অভিনেত্রী...
৫ ঘণ্টা আগেঅভিরামপুর নামের এক গ্রামের মানুষের গল্প নিয়ে তৈরি হয়েছে ধারাবাহিক নাটক ‘ঘুরিতেছে পাঙ্খা’। ওই গ্রামের অস্থির স্বভাবের মানুষের মজার সব কাণ্ড, প্রেম, ঝগড়া আর ডিশ-সংযোগের ব্যবসা ঘিরেই নাটকের কাহিনি। রচনা ও পরিচালনা করেছেন হিমু আকরাম। ১৩ অক্টোবর থেকে আরটিভিতে প্রচার শুরু হবে। দেখা যাবে সোম থেকে...
৫ ঘণ্টা আগে