Ajker Patrika

‘পুরুষদেরও পিরিয়ড হওয়া উচিত’ বলে ট্রলের মুখে যা বললেন রাশমিকা মানদানা

বিনোদন ডেস্ক
রাশমিকা মান্দানা। ছবি: ইনস্টাগ্রাম
রাশমিকা মান্দানা। ছবি: ইনস্টাগ্রাম

সম্প্রতি একটি টক শো-তে ঋতুস্রাবের ব্যথা নিয়ে মন্তব্য করে বিতর্কের কেন্দ্রে এখন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী রাশমিকা মানদানা। তাঁর মন্তব্য দ্রুত ভাইরাল হওয়ায় সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়, যার জেরে অভিনেত্রী নিজেও মুখ খুলতে বাধ্য হন।

অভিনেতা জগপতি বাবুর টক শো ‘জায়াম্মু নিশ্চায়াম্মু রা’-তে হাজির হয়ে রাশমিকা মন্তব্য করেন, নারীরা প্রতি মাসে যে পরিমাণ কষ্টের মধ্য দিয়ে যান, তা বোঝার জন্য পুরুষদের অন্তত একবার ঋতুস্রাব অনুভব করা উচিত। এই মন্তব্যের পরই অনলাইন জগতে শুরু হয় তোলপাড়। কিছু ব্যবহারকারী তাঁকে পুরুষদের প্রতি ‘অসংবেদনশীল’ বলে অভিযোগ করেন।

শো-এর সঞ্চালক জগপতি বাবু যখন রাশমিকাকে জিজ্ঞাসা করেন, তিনি কি সত্যিই মনে করেন পুরুষদের ঋতুস্রাব হওয়া উচিত, তখন অভিনেত্রী জোর দিয়ে বলেন, ‘হ্যাঁ। আমি চাই তারা অন্তত একবার ঋতুস্রাব অনুভব করুক, যাতে তারা ব্যথা এবং মানসিক কষ্ট বুঝতে পারে।’

তিনি আরও ব্যাখ্যা করেন, ‘হরমোনের ভারসাম্যহীনতার কারণে আমরা এমন আবেগ অনুভব করি যা নিজেরাও বুঝতে পারি না। আর এই চাপ পুরুষদের ওপর দেখানো যায় না, কারণ আপনি যতই ব্যাখ্যা করুন না কেন, তারা সেই অনুভূতি বুঝতে পারে না। তাই পুরুষদের যদি একবার পিরিয়ড হয়, তবে তারা বুঝতে পারবে ঋতুস্রাবের ব্যথা ঠিক কেমন।’

ব্যক্তিগত অভিজ্ঞতা ভাগ করে রাশমিকা বলেন, ‘আমি এতটাই ভয়ংকর ঋতুস্রাবের ব্যথায় ভুগি যে একবার অজ্ঞানও হয়ে গিয়েছিলাম। অসংখ্য পরীক্ষা করিয়েছি এবং ডাক্তারের পরামর্শ নিয়েছি, কিন্তু কেউ জানে না কেন এমন হয়। প্রতি মাসে আমি ভাবি, ঈশ্বর, তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ কেন? আমার মনে হয় কেউ কেবল তখনই এটি বুঝতে পারে যখন সে এটির অভিজ্ঞতা পায়। এই কারণেই আমি মনে করি, পুরুষদের অন্তত একবার পিরিয়ড হওয়া উচিত।’

রাশমিকার এই মন্তব্যকে ঘিরে যখন অনলাইনে ব্যাপক সমালোচনা শুরু হয়। তখন তিনি এক্স হ্যান্ডলে একটি ফ্যান পোস্টের প্রতিক্রিয়ায় নিজের অবস্থান স্পষ্ট করেন।

একজন ভক্ত শো-এর একটি ক্লিপ শেয়ার করে লেখেন, ‘পুরুষদের ঋতুস্রাব সম্পর্কে রাশমিকার দৃষ্টিভঙ্গি: আমরা কেবল আমাদের ব্যথা এবং আবেগগুলোকে বোঝা হোক, সেটাই চাই। এর উদ্দেশ্য কখনোই তুলনা করা বা পুরুষদের দায়িত্বকে ছোট করা ছিল না...কিন্তু কিছু দুর্বল ইগো একে ভুলভাবে ঘুরিয়ে দিয়েছে।’

এই পোস্টটির প্রতিক্রিয়ায় রাশমিকা লেখেন, ‘এবং এই বিষয়টি নিয়ে কেউ কথা বলবে না...শো এবং ইন্টারভিউতে যাওয়ার ভয় আমার কাছে এটাই। আমি কিছু বলতে চাই, কিন্তু সেটা সম্পূর্ণ অন্যভাবে নেওয়া হয়।’

রাশমিকা মানদানাকে শেষবার তেলেগু চলচ্চিত্র ‘দ্য গার্লফ্রেন্ড’-এ দীক্ষিত শেঠির বিপরীতে দেখা গেছে। এর পাশাপাশি, অভিনেতা বিজয় দেবরাকোন্ডার সঙ্গে তাঁর বাগদান এবং আগামী বছরের ফেব্রুয়ারিতে তাঁদের বিয়ের গুঞ্জন নিয়েও সম্প্রতি খবরে ছিলেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...