বিয়ের পরে, বিশেষ করে সন্তান জন্ম দেওয়ার পর অভিনেত্রীদের সুযোগ কম দেওয়া হয়। দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রির বিরুদ্ধে এমনই অভিযোগ এনেছেন অভিনেত্রী কাজল আগরওয়াল। বিবাহিত অভিনেত্রীদের কেন্দ্র করে বলিউড গল্প ভাবতে পারলেও দক্ষিণ ভারত তা পারে না বলে মন্তব্য কাজলের। সম্প্রতি ইউটিউব চ্যানেল গালাট্টা প্লাসকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব বিষয়ে কথা বলেন অভিনেত্রী।
দক্ষিণ ভারতের পাশাপাশি বলিউডেও দর্শকপ্রিয়তা পেয়েছেন কাজল আগরওয়াল। সেই অভিজ্ঞতা থেকে বলেন, ‘বলিউড যে ভাবে কোনো গুরুত্বপূর্ণ চরিত্রে দীপিকা পাড়ুকোন বা আলিয়া ভাটের মতো বিবাহিতা নায়িকাদের ভাবতে পারেন, সেটা দক্ষিণের ইন্ডাস্ট্রি এখনো পারে না। এখানে বিয়ের পরে বা বাচ্চা হয়ে গেলে নায়িকাদের সাইডলাইন করে দেওয়া হয়।’
কাজল আরও বলেন, ‘এটা আসলে প্রচলিত ধ্যানধারণা ভাঙার প্রশ্ন। দর্শকের কাছে ‘‘তুমহারি সুলু’’র মতো সিনেমা যত গ্রহণযোগ্য হয়ে উঠবে, তত এই ধারণাগুলো পাল্টাবে।’
দক্ষিণের অভিনেত্রী নয়নতারার প্রশংসা করেছেন কাজল। তাঁর কথায় ‘আমাদের ইন্ডাস্ট্রিতেই নয়নতারার মতো ব্যতিক্রমও রয়েছে। যে ভাবে ও সংসার আর ফিল্ম ক্যারিয়ার সামলাচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়।’
কাজল আপাতত নিজের পরবর্তী সিনেমা ‘সত্যভামা’র প্রচারে ব্যস্ত। এ ছাড়া ‘ইন্ডিয়ান টু’তেও দেখা যাবে তাঁকে। তবে সিনেমাগুলোর প্রস্তাব তিনি বিয়ের আগে পেয়েছিলেন বলে জানান কাজল।
উল্লেখ্য, ভারতের ‘দক্ষিণী’ অভিনেত্রী কাজল আগারওয়ালকে বেশির ভাগ দেখা গেছে তামিল ও তেলুগু ছবিতে। তবে বলিউডেও বেশ কয়েকটি ছবিতে কাজ করেছেন তিনি। ২০০৪ সালে ‘কিউ হো গায়া না’ দিয়ে বলিউডে যাত্রা শুরু তাঁর। অজয় দেবগনের সঙ্গে ‘সিংহাম’ সিনেমায় অভিনয় করেছেন কাজল। এ ছাড়া ‘স্পেশাল ২৬’, ‘নায়ক’, ‘রণারঙ্গম’, ‘মগধীরার’ ছবিতে অভিনয় করেছেন।
কাজল আগরওয়াল ২০২০ সালের ৩০ অক্টোবর পারিবারিক আয়োজনে মুম্বাইয়ের ব্যবসায়ী গৌতম কিসলুকে বিয়ে করেন। ২০২২ সালের এপ্রিল পুত্র সন্তানের জন্ম দেন অভিনেত্রী।
বিয়ের পরে, বিশেষ করে সন্তান জন্ম দেওয়ার পর অভিনেত্রীদের সুযোগ কম দেওয়া হয়। দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রির বিরুদ্ধে এমনই অভিযোগ এনেছেন অভিনেত্রী কাজল আগরওয়াল। বিবাহিত অভিনেত্রীদের কেন্দ্র করে বলিউড গল্প ভাবতে পারলেও দক্ষিণ ভারত তা পারে না বলে মন্তব্য কাজলের। সম্প্রতি ইউটিউব চ্যানেল গালাট্টা প্লাসকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব বিষয়ে কথা বলেন অভিনেত্রী।
দক্ষিণ ভারতের পাশাপাশি বলিউডেও দর্শকপ্রিয়তা পেয়েছেন কাজল আগরওয়াল। সেই অভিজ্ঞতা থেকে বলেন, ‘বলিউড যে ভাবে কোনো গুরুত্বপূর্ণ চরিত্রে দীপিকা পাড়ুকোন বা আলিয়া ভাটের মতো বিবাহিতা নায়িকাদের ভাবতে পারেন, সেটা দক্ষিণের ইন্ডাস্ট্রি এখনো পারে না। এখানে বিয়ের পরে বা বাচ্চা হয়ে গেলে নায়িকাদের সাইডলাইন করে দেওয়া হয়।’
কাজল আরও বলেন, ‘এটা আসলে প্রচলিত ধ্যানধারণা ভাঙার প্রশ্ন। দর্শকের কাছে ‘‘তুমহারি সুলু’’র মতো সিনেমা যত গ্রহণযোগ্য হয়ে উঠবে, তত এই ধারণাগুলো পাল্টাবে।’
দক্ষিণের অভিনেত্রী নয়নতারার প্রশংসা করেছেন কাজল। তাঁর কথায় ‘আমাদের ইন্ডাস্ট্রিতেই নয়নতারার মতো ব্যতিক্রমও রয়েছে। যে ভাবে ও সংসার আর ফিল্ম ক্যারিয়ার সামলাচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়।’
কাজল আপাতত নিজের পরবর্তী সিনেমা ‘সত্যভামা’র প্রচারে ব্যস্ত। এ ছাড়া ‘ইন্ডিয়ান টু’তেও দেখা যাবে তাঁকে। তবে সিনেমাগুলোর প্রস্তাব তিনি বিয়ের আগে পেয়েছিলেন বলে জানান কাজল।
উল্লেখ্য, ভারতের ‘দক্ষিণী’ অভিনেত্রী কাজল আগারওয়ালকে বেশির ভাগ দেখা গেছে তামিল ও তেলুগু ছবিতে। তবে বলিউডেও বেশ কয়েকটি ছবিতে কাজ করেছেন তিনি। ২০০৪ সালে ‘কিউ হো গায়া না’ দিয়ে বলিউডে যাত্রা শুরু তাঁর। অজয় দেবগনের সঙ্গে ‘সিংহাম’ সিনেমায় অভিনয় করেছেন কাজল। এ ছাড়া ‘স্পেশাল ২৬’, ‘নায়ক’, ‘রণারঙ্গম’, ‘মগধীরার’ ছবিতে অভিনয় করেছেন।
কাজল আগরওয়াল ২০২০ সালের ৩০ অক্টোবর পারিবারিক আয়োজনে মুম্বাইয়ের ব্যবসায়ী গৌতম কিসলুকে বিয়ে করেন। ২০২২ সালের এপ্রিল পুত্র সন্তানের জন্ম দেন অভিনেত্রী।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
১৪ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৭ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৯ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
১ দিন আগে