Ajker Patrika

যার কারণে মাজিদ মাজিদির সিনেমা থেকে বাদ পড়েছিলেন দীপিকা

আপডেট : ২৬ মে ২০২৩, ১৫: ৫৪
যার কারণে মাজিদ মাজিদির সিনেমা থেকে বাদ পড়েছিলেন দীপিকা

তামিল ও মালায়লাম চলচ্চিত্রের বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী মালবিকা মোহানন। তিনি ভারতের বিখ্যাত চিত্রগ্রাহক কে ইউ মোহাননের কন্যা। অভিনয়ের পাশাপাশি মালবিকা বেশ ফ্যাশন সচেতন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই তিনি হাজির হোন বিভিন্ন অবতারে।

সামনে মুক্তি পেতে যাচ্ছে মালবিকা মোহানন অভিনীত দক্ষিণের সিনেমা ‘থাঙ্গালান’। পা রঞ্জিত পরিচালিত দক্ষিণের সিনেমাটি শেষ সময়ের দৃশ্যধারণ চলছে এখন। এ ছাড়া সিদ্ধান্ত চতুর্বেদীর বিপরীতে তাঁর আসন্ন হিন্দি সিনেমা ‘যুধরা’য় শুটিং শেষ করছেন তিনি।
 
মালবিকা মোহাননবাবা কে ইউ মোহাননের সঙ্গে ফেয়ারনেস ক্রিমের একটি শুটিংয়ে গিয়ে প্রবীণ মালায়লাম অভিনেতা মামুটি তাঁকে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন।

সেই সূত্র ধরে মামুটির পুত্র দক্ষিণের জনপ্রিয় নায়ক দুলকার সালমানের বিপরীতে ২০১৩ সালে মালায়লাম সিনেমা ‘পাট্টাম পোলে’ অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন তিনি।

মালবিকা মোহাননইরানের কিংবদন্তি পরিচালক মাজিদ মাজিদি থেকে পাওয়া সিনেমার প্রস্তাবে তাঁর ক্যারিয়ারের মোড় ঘুরে যায়। মাজিদির হিন্দি ফিল্ম ‘বিয়ন্ড দ্য ক্লাউডসে’ (২০১৭) তিনি অসাধারণ অভিনয় করে প্রশংসা অর্জন করেন। সিনেমাটিতে প্রাথমিকভাবে দীপিকা পাড়ুকোনের অভিনয় করার কথা থাকলেও পরিচালক মাজিদ মাজিদি তাঁকে চূড়ান্ত করেন।

মালবিকা মোহাননমালায়লাম থ্রিলার ফিল্ম ‘দ্য গ্রেট ফাদার’ (২০১৭), তামিল অ্যাকশন ফিল্ম ‘পেট্টা’ (২০১৯) এবং ২০২১-এর ব্যবসাসফল তামিল সিনেমা ‘মাস্টার’-এ প্রধান অভিনেত্রী হিসেবে অসাধারণ অভিনয় করেন।

মালবিকা মোহানন২০২২ সালে তিনি তাঁর ‘মাস্টার’ সিনেমার জন্য দক্ষিণের সম্মানজনক পুরস্কার ‘সিমা অ্যাওয়ার্ড’-এ তামিলের সেরা নবাগত অভিনেত্রীর পুরস্কার লাভ করেন।
মালবিকা মোহানন

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

রিটার্ন না দিলে গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

উত্তরায় বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত