বিনোদন ডেস্ক
‘বাহুবলি’খ্যাত নির্মাতা এস এস রাজামৌলির সিনেমা মানেই বিরাট আয়োজন। লার্জার স্কেলের গল্প, তাক লাগানো লোকেশন, বিশাল সেট আর গ্রাফিকসের খেলা। ‘আরআরআর’-এর পর তিনি হাত দিয়েছেন নতুন সিনেমার কাজে। প্রাথমিকভাবে নাম রাখা হয়েছে ‘এসএসএমবি২৯’। তৈরি হচ্ছে অ্যাকশন ও পৌরাণিক গল্পের মিশেলে। রাজামৌলি আগেই জানিয়ে রেখেছিলেন, অ্যাকশন অ্যাডভেঞ্চার ধরনের এই সিনেমা হবে অনেকটা জেমস বন্ড কিংবা ইন্ডিয়ানা জোনসের মতো। তাই আয়োজনও ব্যাপক।
নতুন সিনেমায় রাজামৌলির সঙ্গী হয়েছেন তেলুগু সুপারস্টার মহেশ বাবু ও বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। মালয়ালম অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারন আছেন নেতিবাচক চরিত্রে। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এরই মধ্যে দুটি প্রধান অংশের শুটিং শেষ হয়েছে। এসএসএমবি২৯ সিনেমার একটি গুরুত্বপূর্ণ প্লট রাখা হয়েছে বারাণসিতে। মণিকর্ণিকা ঘাটসহ এ অঞ্চলের ঐতিহ্যবাহী জায়গাগুলো দেখানো হবে সিনেমায়। তবে জনবহুল জায়গা হওয়ায় আসল লোকেশনে শুটিং করা কঠিন। সে কারণে হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে বারাণসীকে রিক্রিয়েট করা হচ্ছে।
তৈরি করা হচ্ছে বারাণসির বিশাল সেট। এ সেট তৈরিতে ৫০ কোটি রুপি খরচ করেছেন রাজামৌলি। বারাণসীর পরিবেশ নিখুঁতভাবে ফুটিয়ে তোলার জন্য প্রতিটি খুঁটিনাটি বিষয়ের ওপর নজর দেওয়া হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় সেটের কয়েকটি ছবি ফাঁস হয়েছে, যা দেখে বোঝা যাচ্ছে, কত ব্যাপক আয়োজনে এসএসএমবি২৯ সিনেমার কাজ হচ্ছে।
মহেশ বাবুর অ্যাকশন দৃশ্যসহ উল্লেখযোগ্য কিছু দৃশ্য চিত্রায়িত হবে এ সেটে। রাজামৌলির সিনেমায় প্রযুক্তির ব্যবহার থাকেই। বিশ্বমানের ভিজ্যুয়াল নিশ্চিত করার জন্য এতে যুক্ত করা হয়েছে হলিউডের ভিএফএক্স স্টুডিওকে। জানা গেছে, সিনেমার বাজেটের একটি বড় অংশ বরাদ্দ করা হয়েছে গ্রাফিকসের জন্য।
হায়দরাবাদে শুটিং শেষ করেই জুলাইয়ে টিম যাবে কেনিয়ায়। ঘন জঙ্গল ও প্রাকৃতিক পটভূমিতে সাজানো হবে সেখানকার অ্যাকশন দৃশ্যগুলো। গল্পের এক পর্যায়ে ঔষধি গাছ ও শিকড়ের সন্ধানে বের হয় মহেশ বাবু অভিনীত চরিত্রটি। দেশ-বিদেশ ঘুরতে ঘুরতে সে যায় আফ্রিকায়। কেনিয়ায় চিত্রায়িত হবে এ অংশটি।
উড়িষ্যায় প্রিয়াঙ্কা চোপড়ার অংশ দিয়ে শুরু হয়েছিল সিনেমার শুটিং। কেনিয়ার শিডিউলে আবার যোগ দেবেন তিনি। ছয় বছর পর এটি দিয়ে ভারতীয় সিনেমায় ফিরেছেন প্রিয়াঙ্কা। শেষবার তাঁকে দেখা গিয়েছিল ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ সিনেমায়। ‘বাজিরাও মাস্তানি’র পর আরও একবার বড় স্কেলের গল্পে প্রিয়াঙ্কাকে দেখার অপেক্ষায় ভক্তরা। ২০২৭ সালে রাজামৌলির নতুন সিনেমাটি মুক্তি পাওয়ার কথা।
‘বাহুবলি’খ্যাত নির্মাতা এস এস রাজামৌলির সিনেমা মানেই বিরাট আয়োজন। লার্জার স্কেলের গল্প, তাক লাগানো লোকেশন, বিশাল সেট আর গ্রাফিকসের খেলা। ‘আরআরআর’-এর পর তিনি হাত দিয়েছেন নতুন সিনেমার কাজে। প্রাথমিকভাবে নাম রাখা হয়েছে ‘এসএসএমবি২৯’। তৈরি হচ্ছে অ্যাকশন ও পৌরাণিক গল্পের মিশেলে। রাজামৌলি আগেই জানিয়ে রেখেছিলেন, অ্যাকশন অ্যাডভেঞ্চার ধরনের এই সিনেমা হবে অনেকটা জেমস বন্ড কিংবা ইন্ডিয়ানা জোনসের মতো। তাই আয়োজনও ব্যাপক।
নতুন সিনেমায় রাজামৌলির সঙ্গী হয়েছেন তেলুগু সুপারস্টার মহেশ বাবু ও বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। মালয়ালম অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারন আছেন নেতিবাচক চরিত্রে। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এরই মধ্যে দুটি প্রধান অংশের শুটিং শেষ হয়েছে। এসএসএমবি২৯ সিনেমার একটি গুরুত্বপূর্ণ প্লট রাখা হয়েছে বারাণসিতে। মণিকর্ণিকা ঘাটসহ এ অঞ্চলের ঐতিহ্যবাহী জায়গাগুলো দেখানো হবে সিনেমায়। তবে জনবহুল জায়গা হওয়ায় আসল লোকেশনে শুটিং করা কঠিন। সে কারণে হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে বারাণসীকে রিক্রিয়েট করা হচ্ছে।
তৈরি করা হচ্ছে বারাণসির বিশাল সেট। এ সেট তৈরিতে ৫০ কোটি রুপি খরচ করেছেন রাজামৌলি। বারাণসীর পরিবেশ নিখুঁতভাবে ফুটিয়ে তোলার জন্য প্রতিটি খুঁটিনাটি বিষয়ের ওপর নজর দেওয়া হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় সেটের কয়েকটি ছবি ফাঁস হয়েছে, যা দেখে বোঝা যাচ্ছে, কত ব্যাপক আয়োজনে এসএসএমবি২৯ সিনেমার কাজ হচ্ছে।
মহেশ বাবুর অ্যাকশন দৃশ্যসহ উল্লেখযোগ্য কিছু দৃশ্য চিত্রায়িত হবে এ সেটে। রাজামৌলির সিনেমায় প্রযুক্তির ব্যবহার থাকেই। বিশ্বমানের ভিজ্যুয়াল নিশ্চিত করার জন্য এতে যুক্ত করা হয়েছে হলিউডের ভিএফএক্স স্টুডিওকে। জানা গেছে, সিনেমার বাজেটের একটি বড় অংশ বরাদ্দ করা হয়েছে গ্রাফিকসের জন্য।
হায়দরাবাদে শুটিং শেষ করেই জুলাইয়ে টিম যাবে কেনিয়ায়। ঘন জঙ্গল ও প্রাকৃতিক পটভূমিতে সাজানো হবে সেখানকার অ্যাকশন দৃশ্যগুলো। গল্পের এক পর্যায়ে ঔষধি গাছ ও শিকড়ের সন্ধানে বের হয় মহেশ বাবু অভিনীত চরিত্রটি। দেশ-বিদেশ ঘুরতে ঘুরতে সে যায় আফ্রিকায়। কেনিয়ায় চিত্রায়িত হবে এ অংশটি।
উড়িষ্যায় প্রিয়াঙ্কা চোপড়ার অংশ দিয়ে শুরু হয়েছিল সিনেমার শুটিং। কেনিয়ার শিডিউলে আবার যোগ দেবেন তিনি। ছয় বছর পর এটি দিয়ে ভারতীয় সিনেমায় ফিরেছেন প্রিয়াঙ্কা। শেষবার তাঁকে দেখা গিয়েছিল ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ সিনেমায়। ‘বাজিরাও মাস্তানি’র পর আরও একবার বড় স্কেলের গল্পে প্রিয়াঙ্কাকে দেখার অপেক্ষায় ভক্তরা। ২০২৭ সালে রাজামৌলির নতুন সিনেমাটি মুক্তি পাওয়ার কথা।
ছয় বছর পর একক অ্যালবাম নিয়ে আসছেন সংগীতশিল্পী জয় শাহরিয়ার। নাম ‘বোকা’। এটি জয়ের পঞ্চম স্টুডিও অ্যালবাম। সম্প্রতি প্রকাশ পেয়েছে এই অ্যালবামের প্রথম গান ‘তোমাকে ভুলতে সময় লাগবে’।
২ ঘণ্টা আগেআজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন চার সিনেমা। দেশের তিনটি সিনেমার সঙ্গে মুক্তির তালিকায় আছে হলিউডের এক সিনেমা। সিনেমাগুলো হলো ‘সাবা’, ‘স্বপ্নে দেখা রাজকন্যা’, ‘উদীয়মান সূর্য’ ও ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। এ সপ্তাহের মুক্তি পাওয়া সিনেমা নিয়ে এই প্রতিবেদন।
৩ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৪ ঘণ্টা আগেবুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘কুরাক’ চলচ্চিত্রকে বাংলাদেশের জুলাই মেমোরিয়াল পদকে ভূষিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে সিনেমার পরিচালক এর্কে জুমাকমাতোভার হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
১১ ঘণ্টা আগে