১০ কোটি রুপি নিয়েও ফেরত দিচ্ছেন না রজনীকান্তের স্ত্রী লতা রজনীকান্ত। এমন অভিযোগে বেঙ্গালুরুর আদালতে তাঁর বিরুদ্ধে দায়ের হয় প্রতারণার মামলা। সম্প্রতি আদালতে হাজিরা দিয়ে জামিন নিয়েছেন তিনি। এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রতারণার এই অভিযোগ অস্বীকার করে লতা দাবি করেছেন, তাঁকে ‘তারকা হওয়ার মাশুল’ দিতে হয়েছে।
এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে লতা রজনীকান্ত বলেন, ‘আমার কাছে এটি কোনো জনপ্রিয় ব্যক্তিকে অপমান, হয়রানি ও শোষণের ঘটনা। তারকা হওয়ার জন্য আমাদের এই মূল্য দিতেই হয়। হতে পারে এটা কোনো বড় মামলা নয়, কিন্তু এটাকেই বড় করে দেখা হবে। আমি কোনো জালিয়াতি করিনি।’
প্রসঙ্গত, চেন্নাইভিত্তিক অ্যাড ব্যুরো অ্যাডভারটাইজিং প্রাইভেট লিমিটেড লতা রজনীকান্তের বিরুদ্ধে ২০১৪ সালে প্রতারণার মামলাটি দায়ের করেছিল। অভিযোগকারীর দাবি, তামিল চলচ্চিত্র ‘কোচাদাইয়ান’-এর অন্যতম প্রযোজক মিডিয়া ওয়ানকে ১০ কোটি রুপি ধার দিয়েছিল। আর তাতে লতা রজনীকান্ত গ্যারান্টার হিসেবে স্বাক্ষর করেছিলেন।
লতা রজনীকান্ত আরও বলেন, ‘যে টাকাগুলো নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, এর সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই। সেটা মিডিয়া ওয়ান ও সংশ্লিষ্টদের মধ্যকার বিষয়। তারা ইতিমধ্যে বিষয়টি মীমাংসা করেছে এবং বিষয়টি তাদের মধ্যেই রয়েছে। আমি গ্যারান্টার হিসেবে শুধু নিশ্চিত করেছি যে তাদের অর্থ প্রদান করা হয়েছে।’
প্রসঙ্গত, ২০১৪ সালে মুক্তি পেয়েছিল রজনীকান্ত ও দীপিকা পাড়ুকোনের সিনেমা ‘কোচাদাইয়ান’। এর মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক হয় রজনীর ছোট মেয়ে সৌন্দর্যের। আর ১২৫ কোটি রুপি বাজেটে বানানো এই সিনেমার জন্য ১০ কোটি রুপি ঋণ নিয়েছিল লতার সংস্থা ‘মিডিয়া ওয়ান গ্লোবাল এন্টারটেইনমেন্ট লিমিটেড’।
উল্লেখ্য, লতা প্রযোজনার পাশাপাশি প্লেব্যাক সিঙ্গার হিসেবেও জনপ্রিয়। তিনি ‘টিক টিক টিক’ (১৯৮১), ‘আনবুল্লা রজনীকান্ত’ (১৯৮৪)সহ বেশ কয়েকটি সিনেমায় কণ্ঠ দিয়েছেন।
১০ কোটি রুপি নিয়েও ফেরত দিচ্ছেন না রজনীকান্তের স্ত্রী লতা রজনীকান্ত। এমন অভিযোগে বেঙ্গালুরুর আদালতে তাঁর বিরুদ্ধে দায়ের হয় প্রতারণার মামলা। সম্প্রতি আদালতে হাজিরা দিয়ে জামিন নিয়েছেন তিনি। এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রতারণার এই অভিযোগ অস্বীকার করে লতা দাবি করেছেন, তাঁকে ‘তারকা হওয়ার মাশুল’ দিতে হয়েছে।
এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে লতা রজনীকান্ত বলেন, ‘আমার কাছে এটি কোনো জনপ্রিয় ব্যক্তিকে অপমান, হয়রানি ও শোষণের ঘটনা। তারকা হওয়ার জন্য আমাদের এই মূল্য দিতেই হয়। হতে পারে এটা কোনো বড় মামলা নয়, কিন্তু এটাকেই বড় করে দেখা হবে। আমি কোনো জালিয়াতি করিনি।’
প্রসঙ্গত, চেন্নাইভিত্তিক অ্যাড ব্যুরো অ্যাডভারটাইজিং প্রাইভেট লিমিটেড লতা রজনীকান্তের বিরুদ্ধে ২০১৪ সালে প্রতারণার মামলাটি দায়ের করেছিল। অভিযোগকারীর দাবি, তামিল চলচ্চিত্র ‘কোচাদাইয়ান’-এর অন্যতম প্রযোজক মিডিয়া ওয়ানকে ১০ কোটি রুপি ধার দিয়েছিল। আর তাতে লতা রজনীকান্ত গ্যারান্টার হিসেবে স্বাক্ষর করেছিলেন।
লতা রজনীকান্ত আরও বলেন, ‘যে টাকাগুলো নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, এর সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই। সেটা মিডিয়া ওয়ান ও সংশ্লিষ্টদের মধ্যকার বিষয়। তারা ইতিমধ্যে বিষয়টি মীমাংসা করেছে এবং বিষয়টি তাদের মধ্যেই রয়েছে। আমি গ্যারান্টার হিসেবে শুধু নিশ্চিত করেছি যে তাদের অর্থ প্রদান করা হয়েছে।’
প্রসঙ্গত, ২০১৪ সালে মুক্তি পেয়েছিল রজনীকান্ত ও দীপিকা পাড়ুকোনের সিনেমা ‘কোচাদাইয়ান’। এর মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক হয় রজনীর ছোট মেয়ে সৌন্দর্যের। আর ১২৫ কোটি রুপি বাজেটে বানানো এই সিনেমার জন্য ১০ কোটি রুপি ঋণ নিয়েছিল লতার সংস্থা ‘মিডিয়া ওয়ান গ্লোবাল এন্টারটেইনমেন্ট লিমিটেড’।
উল্লেখ্য, লতা প্রযোজনার পাশাপাশি প্লেব্যাক সিঙ্গার হিসেবেও জনপ্রিয়। তিনি ‘টিক টিক টিক’ (১৯৮১), ‘আনবুল্লা রজনীকান্ত’ (১৯৮৪)সহ বেশ কয়েকটি সিনেমায় কণ্ঠ দিয়েছেন।
সেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি করে দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে। যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
৫ ঘণ্টা আগেহলিউডের আলোচিত সিনেমা ‘দ্য ইন্টার্ন’-এর স্বত্ব কিনেছিলেন দীপিকা পাড়ুকোন। ২০২১ সালে সিনেমাটির হিন্দি রিমেকের ঘোষণা দেন অভিনেত্রী। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান কা প্রোডাকশনস থেকে সিনেমাটি তৈরির কথা ছিল। তবে নানা কারণে পিছিয়েছে কাজ। দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে দ্য ইন্টার্নের হিন্দি রিমেকের শুটিং...
৫ ঘণ্টা আগেজনপ্রিয় তুর্কি সিরিজ ‘কুরুলুস ওসমান’ এবার দেখা যাবে ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফি অ্যাপে। সিরিজটির প্রথম ছয়টি সিজন বাংলা ডাবিং করে দেখানোর জন্য সম্প্রতি এসআরকে গ্রুপের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে টফি। এ সময় উপস্থিত ছিলেন বাংলালিংকের চিফ করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান...
৫ ঘণ্টা আগে