দুই বছর পর আবার বড় পর্দায় ফিরেছেন ভারতের দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। আজ ১০ আগস্ট মুক্তি পেয়েছে তাঁর ১৬৯তম সিনেমা ‘জেলার’। বিশ্বজুড়ে ৪ হাজার স্ক্রিনে মুক্তি পাচ্ছে সিনেমাটি। যদিও এই ৪ হাজার স্ক্রিনের মধ্যে ৮০০টি শুধু তামিলনাড়ুর।
আজ সকাল থেকেই ভারতের প্রতিটি সিনেমা হলের সামনে দেখা গেছে দর্শকের বিশাল সারি। তামিলে হলের সামনে চলছে উৎসব। থালাইভার ফ্যানরা নেচেগেয়ে মাতাচ্ছে চারদিক। সকাল ৯টার শো দেখার জন্য ভোর ৫টা থেকে লাইন শুরু হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
মুক্তির আগেই একেকটা রেকর্ড গড়ছে রজনীকান্তর ‘জেলার’। ২০২৩ সালে মুক্তি পাওয়া তামিল সিনেমার প্রি-বুকিংয়ের সব রেকর্ড ভেঙেছে সিনেমাটি। সিনেমা বাণিজ্য বিশ্লেষকেরা মনে করছেন, আজ মুক্তির প্রথম দিনেই তামিলনাড়ুতে জেলারের আয় ২০ কোটি রুপি ছাড়িয়ে যাবে। আর সারা ভারতে এর আয় ৪০ কোটি রুপি ছাড়াবে।
নতুন ছবি মুক্তির আগে হিমালয়ে যান রজনীকান্ত। এবারও তার ব্যতিক্রম হয়নি। সেখান থেকেই তিনি তাঁর ভক্ত ও দর্শকদের উদ্দেশে জানিয়েছেন, ‘সবাই “জেলার” দেখুন এবং আপনাদের অনুভূতি জানান।’
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, জাপানের ওসাকা এক দম্পতি ভারতে উড়ে এসেছেন কেবল জেলারের ফার্স্ট ডে ফার্স্ট শো দেখবেন বলে। শুধুই কি তাই? আসার সময় তাঁরা আবার সঙ্গে করে থালাইভার জন্য নিয়ে এসেছেন উপহার। একটি জাপানি শাল ও পাখা উপহার দিয়েছেন তাঁরা রজনীকান্তকে।
তাঁরা ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘জাপানে এক দিন পর ছবিটা মুক্তি পাবে, আর আমরা অপেক্ষা করতে চাইছি না। তা ছাড়া সেখানে হলগুলো ভীষণই চুপচাপ। কিন্তু ভারতে লোকজন সিটি দেবে, চিৎকার করবে। আমরা সেই উন্মাদনাটা মিস করতে চাইনি।’
এদিকে শ্রীধর পিল্লাই নামক এক ফিল্ম ট্র্যাকার জানিয়েছেন, আমেরিকায় ১ মিলিয়ন ডলারের প্রিটিকিট বিক্রি হয়েছে। সাম্প্রতিক কালের অতীতে ভারতীয় সিনেমার ক্ষেত্রে এমন ঘটনা আর ঘটেনি।
প্রসঙ্গত, ২০০ কোটি রুপির বাজেটে জেলার নির্মাণ করেছেন নেলসন দীলিপ কুমার। সিনেমায় রজনীকান্তর বিপরীতে অভিনয় করেছেন তামান্না ভাটিয়া। তাঁদের বয়সের ব্যবধান প্রায় ৪০ বছর। অ্যাকশন ঘরানার এই সিনেমায় আরও আছেন জ্যাকি শ্রফ, প্রিয়াঙ্কা মোহন, শিব রাজকুমার, রাম্য কৃষ্ণান, যোগী বাবু প্রমুখ। এ ছাড়া মালায়লাম তারকা মোহনলালকে দেখা যাবে অতিথি চরিত্রে। তামিল, তেলেগু এবং হিন্দি ভাষায় মুক্তি পাচ্ছে সিনেমাটি।
দুই বছর পর আবার বড় পর্দায় ফিরেছেন ভারতের দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। আজ ১০ আগস্ট মুক্তি পেয়েছে তাঁর ১৬৯তম সিনেমা ‘জেলার’। বিশ্বজুড়ে ৪ হাজার স্ক্রিনে মুক্তি পাচ্ছে সিনেমাটি। যদিও এই ৪ হাজার স্ক্রিনের মধ্যে ৮০০টি শুধু তামিলনাড়ুর।
আজ সকাল থেকেই ভারতের প্রতিটি সিনেমা হলের সামনে দেখা গেছে দর্শকের বিশাল সারি। তামিলে হলের সামনে চলছে উৎসব। থালাইভার ফ্যানরা নেচেগেয়ে মাতাচ্ছে চারদিক। সকাল ৯টার শো দেখার জন্য ভোর ৫টা থেকে লাইন শুরু হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
মুক্তির আগেই একেকটা রেকর্ড গড়ছে রজনীকান্তর ‘জেলার’। ২০২৩ সালে মুক্তি পাওয়া তামিল সিনেমার প্রি-বুকিংয়ের সব রেকর্ড ভেঙেছে সিনেমাটি। সিনেমা বাণিজ্য বিশ্লেষকেরা মনে করছেন, আজ মুক্তির প্রথম দিনেই তামিলনাড়ুতে জেলারের আয় ২০ কোটি রুপি ছাড়িয়ে যাবে। আর সারা ভারতে এর আয় ৪০ কোটি রুপি ছাড়াবে।
নতুন ছবি মুক্তির আগে হিমালয়ে যান রজনীকান্ত। এবারও তার ব্যতিক্রম হয়নি। সেখান থেকেই তিনি তাঁর ভক্ত ও দর্শকদের উদ্দেশে জানিয়েছেন, ‘সবাই “জেলার” দেখুন এবং আপনাদের অনুভূতি জানান।’
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, জাপানের ওসাকা এক দম্পতি ভারতে উড়ে এসেছেন কেবল জেলারের ফার্স্ট ডে ফার্স্ট শো দেখবেন বলে। শুধুই কি তাই? আসার সময় তাঁরা আবার সঙ্গে করে থালাইভার জন্য নিয়ে এসেছেন উপহার। একটি জাপানি শাল ও পাখা উপহার দিয়েছেন তাঁরা রজনীকান্তকে।
তাঁরা ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘জাপানে এক দিন পর ছবিটা মুক্তি পাবে, আর আমরা অপেক্ষা করতে চাইছি না। তা ছাড়া সেখানে হলগুলো ভীষণই চুপচাপ। কিন্তু ভারতে লোকজন সিটি দেবে, চিৎকার করবে। আমরা সেই উন্মাদনাটা মিস করতে চাইনি।’
এদিকে শ্রীধর পিল্লাই নামক এক ফিল্ম ট্র্যাকার জানিয়েছেন, আমেরিকায় ১ মিলিয়ন ডলারের প্রিটিকিট বিক্রি হয়েছে। সাম্প্রতিক কালের অতীতে ভারতীয় সিনেমার ক্ষেত্রে এমন ঘটনা আর ঘটেনি।
প্রসঙ্গত, ২০০ কোটি রুপির বাজেটে জেলার নির্মাণ করেছেন নেলসন দীলিপ কুমার। সিনেমায় রজনীকান্তর বিপরীতে অভিনয় করেছেন তামান্না ভাটিয়া। তাঁদের বয়সের ব্যবধান প্রায় ৪০ বছর। অ্যাকশন ঘরানার এই সিনেমায় আরও আছেন জ্যাকি শ্রফ, প্রিয়াঙ্কা মোহন, শিব রাজকুমার, রাম্য কৃষ্ণান, যোগী বাবু প্রমুখ। এ ছাড়া মালায়লাম তারকা মোহনলালকে দেখা যাবে অতিথি চরিত্রে। তামিল, তেলেগু এবং হিন্দি ভাষায় মুক্তি পাচ্ছে সিনেমাটি।
বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘কুরাক’ চলচ্চিত্রকে বাংলাদেশের জুলাই মেমোরিয়াল পদকে ভূষিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে সিনেমার পরিচালক এর্কে জুমাকমাতোভার হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
৫ ঘণ্টা আগেগত আগস্টে বঙ্গরঙ্গ নাট্যদল নিয়ে এসেছিল তাদের নতুন নাটক ‘মৃত্যুহীন প্রাণ’। আবারও মঞ্চে উঠছে নাটকটি। আগামীকাল শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে মৃত্যুহীন প্রাণ নাটকের দ্বিতীয় প্রদর্শনী।
৯ ঘণ্টা আগেছন্দে ফিরেছে কোক স্টুডিও বাংলা। এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর হাশিম মাহমুদের ‘বাজি’ গান দিয়ে আবার শুরু হয়েছে কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের কার্যক্রম। এরপর প্রকাশ পেয়েছে অংকন কুমার ও শেখ মুমতাহিনা মেহজাবিনের গাওয়া ‘লং ডিসট্যান্স লাভ’। এবার কোক স্টুডিওতে আসছেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ।
১৯ ঘণ্টা আগেবিশ্ববিদ্যালয়ের জীবনের দুষ্ট-মিষ্টি সময়ের গল্পের ওয়েব ফিল্ম ‘লিটল মিস ক্যাওস’। বানিয়েছেন মাহমুদা সুলতানা রীমা। এটি নির্মাতার প্রথম ওয়েব ফিল্ম। কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন সাদ সালমি নাওভী ও সাদনিমা বিনতে নোমান।
১৯ ঘণ্টা আগে