গত শুক্রবার মুক্তি পেয়েছে দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা মহেশ বাবুর বহুল প্রত্যাশিত সিনেমা ‘গুন্তুর কারাম’। মুক্তির প্রথম দিনে সিনেমাটি আয় করে ৪১ কোটি ৩০ লাখ রুপি। এরপরদিন অর্থাৎ গতকাল শনিবার সিনেমাটির আয় কমেছে। রীতিমতো ছন্দপতন বলা যায়। হিন্দুস্তান টাইমস জানিয়েছে দ্বিতীয় দিন মাত্র ১৩ কোটি রুপি আয় করেছে সিনেমাটি।
বলিউডের বক্স অফিস রিপোর্ট প্রদানকারী সাকনিল্ক জানিয়েছে, প্রাথমিক অনুমান অনুসারে ত্রিবিক্রম শ্রীনিবাসের চলচ্চিত্রটি শনিবার দ্বিতীয় দিন মাত্র ১৩ কোটি রুপি আয় করেছে। দুই দিন শেষে ভারতীয় বক্স অফিস থেকে সিনেমাটি আয় করেছে ৫৪ কোটি ৩ লাখ রুপি।
এদিকে বিশ্বব্যাপী বক্স অফিসে সিনেমাটির ২ দিনে আয় করেছে ১২৭ কোটি রুপির বেশি। প্রথম দিনে বিশ্বব্যাপী আয় ছিল ৯৪ কোটি রুপির বেশি।
এদিকে এবার দক্ষিণী এই সুপারস্টারের সিনেমার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। এক্সে (টুইটার) পোস্টে সিনেমাটির প্রশংসা করে শাহরুখ ‘গুন্তুর কারাম’–এর প্রতি অঢেল ভালোবাসা জানিয়েছেন। সিনেমাটির ‘জনগণের চলচ্চিত্র’ বলেও অভিহিত করেছেন তিনি। সঙ্গে মহেশ বাবুর অভিনয়ের প্রশংসাও করেছেন শাহরুখ খান।
উল্লেখ্য, ত্রিবিক্রম শ্রীনিবাসের চিত্রনাট্য ও পরিচালনায় মহেশ বাবু ছাড়া ‘গুন্তুর কারাম’-এ অভিনয় করেছেন শ্রীলীলা এবং পূজা হেগড়ে। সিনেমাটিতে সংগীত পরিচালনা করেছেন থামন। পিএস বিনোদের চিত্রগ্রহণে সিনেমাটির সম্পাদনা করেছেন নবীন নুলি। সিথারা এন্টারটেইনমেন্টস এবং ফরচুন ফোর সিনেমার ব্যানারে প্রযোজনা করেছেন সূর্যদেবরা নাগা ভামসি এবং এস সাই সৌজন্যা।
গত শুক্রবার মুক্তি পেয়েছে দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা মহেশ বাবুর বহুল প্রত্যাশিত সিনেমা ‘গুন্তুর কারাম’। মুক্তির প্রথম দিনে সিনেমাটি আয় করে ৪১ কোটি ৩০ লাখ রুপি। এরপরদিন অর্থাৎ গতকাল শনিবার সিনেমাটির আয় কমেছে। রীতিমতো ছন্দপতন বলা যায়। হিন্দুস্তান টাইমস জানিয়েছে দ্বিতীয় দিন মাত্র ১৩ কোটি রুপি আয় করেছে সিনেমাটি।
বলিউডের বক্স অফিস রিপোর্ট প্রদানকারী সাকনিল্ক জানিয়েছে, প্রাথমিক অনুমান অনুসারে ত্রিবিক্রম শ্রীনিবাসের চলচ্চিত্রটি শনিবার দ্বিতীয় দিন মাত্র ১৩ কোটি রুপি আয় করেছে। দুই দিন শেষে ভারতীয় বক্স অফিস থেকে সিনেমাটি আয় করেছে ৫৪ কোটি ৩ লাখ রুপি।
এদিকে বিশ্বব্যাপী বক্স অফিসে সিনেমাটির ২ দিনে আয় করেছে ১২৭ কোটি রুপির বেশি। প্রথম দিনে বিশ্বব্যাপী আয় ছিল ৯৪ কোটি রুপির বেশি।
এদিকে এবার দক্ষিণী এই সুপারস্টারের সিনেমার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। এক্সে (টুইটার) পোস্টে সিনেমাটির প্রশংসা করে শাহরুখ ‘গুন্তুর কারাম’–এর প্রতি অঢেল ভালোবাসা জানিয়েছেন। সিনেমাটির ‘জনগণের চলচ্চিত্র’ বলেও অভিহিত করেছেন তিনি। সঙ্গে মহেশ বাবুর অভিনয়ের প্রশংসাও করেছেন শাহরুখ খান।
উল্লেখ্য, ত্রিবিক্রম শ্রীনিবাসের চিত্রনাট্য ও পরিচালনায় মহেশ বাবু ছাড়া ‘গুন্তুর কারাম’-এ অভিনয় করেছেন শ্রীলীলা এবং পূজা হেগড়ে। সিনেমাটিতে সংগীত পরিচালনা করেছেন থামন। পিএস বিনোদের চিত্রগ্রহণে সিনেমাটির সম্পাদনা করেছেন নবীন নুলি। সিথারা এন্টারটেইনমেন্টস এবং ফরচুন ফোর সিনেমার ব্যানারে প্রযোজনা করেছেন সূর্যদেবরা নাগা ভামসি এবং এস সাই সৌজন্যা।
বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘কুরাক’ চলচ্চিত্রকে বাংলাদেশের জুলাই মেমোরিয়াল পদকে ভূষিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে সিনেমার পরিচালক এর্কে জুমাকমাতোভার হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
৪ ঘণ্টা আগেগত আগস্টে বঙ্গরঙ্গ নাট্যদল নিয়ে এসেছিল তাদের নতুন নাটক ‘মৃত্যুহীন প্রাণ’। আবারও মঞ্চে উঠছে নাটকটি। আগামীকাল শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে মৃত্যুহীন প্রাণ নাটকের দ্বিতীয় প্রদর্শনী।
৯ ঘণ্টা আগেছন্দে ফিরেছে কোক স্টুডিও বাংলা। এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর হাশিম মাহমুদের ‘বাজি’ গান দিয়ে আবার শুরু হয়েছে কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের কার্যক্রম। এরপর প্রকাশ পেয়েছে অংকন কুমার ও শেখ মুমতাহিনা মেহজাবিনের গাওয়া ‘লং ডিসট্যান্স লাভ’। এবার কোক স্টুডিওতে আসছেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ।
১৯ ঘণ্টা আগেবিশ্ববিদ্যালয়ের জীবনের দুষ্ট-মিষ্টি সময়ের গল্পের ওয়েব ফিল্ম ‘লিটল মিস ক্যাওস’। বানিয়েছেন মাহমুদা সুলতানা রীমা। এটি নির্মাতার প্রথম ওয়েব ফিল্ম। কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন সাদ সালমি নাওভী ও সাদনিমা বিনতে নোমান।
১৯ ঘণ্টা আগে