দক্ষিণের সুপারস্টার চিরঞ্জীবী অভিনীত মুক্তিপ্রতীক্ষিত তেলুগু চলচ্চিত্র ‘ওয়াল্টেয়ার ভিরাইয়া’-এর ট্রেলার মুক্তি পেয়েছে গতকাল শনিবার। ট্রেলারটি শুরু হয় ড্রাগ মাফিয়া সাম্রাজ্যের পটভূমিতে। সেখানে ভয়ংকর অপরাধী চক্রকে খোঁজে পুলিশ।
ট্রেলারটিতে চিরঞ্জীবী একজন মারমুখী নায়ক হিসেবে দুর্দান্ত এন্ট্রি নেন। প্রায় প্রতিটি দৃশ্যেই ভরপুর অ্যাকশন দেখা যায়। তবে ট্রেলারের শেষে অভিনেতা রবি তেজার প্রবেশের সঙ্গে সঙ্গে ট্রেলারের উত্তেজনা আরও বেড়ে যায়।
ট্রেলারে শ্রুতির সঙ্গে মেগাস্টার চিরঞ্জীবীর রোমান্সের প্রশংসা করছেন সবাই। ২ মিনিট ৫০ সেকেন্ডের ট্রেলারে চিরঞ্জীবীর সঙ্গে প্রতিটি দৃশ্যে শ্রুতি হাসানের উপস্থিতি অনেকেই পছন্দ করছেন। ২০ ঘণ্টায় ট্রেলারটি প্রায় ১ কোটিবার দেখা হয়েছে।
অভিনেতা মাস মহারাজা রবি তেজাকে চলচ্চিত্রটিতে একটি শক্তিশালী চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। মি–থ্রি মুভি মেকার্সের ব্যানারে নতুন ইয়েরনেনি এবং ওয়াই রবি শংকর চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন। চলচ্চিত্রটির সহ-প্রযোজনা করছেন জি কে মোহন। এ ছাড়া চলচ্চিত্রটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন ক্যাথরিন ট্রেসা, ববি সিমহা, রাজেন্দ্র প্রসাদ ও ভেনেলা কিশোর।
চলচ্চিত্রটি তেলুগু ও হিন্দি ভাষায় ১৩ জানুয়ারি মুক্তি পাবে। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন কে এস রবীন্দ্র।
২০২৩ সালের প্রথম মাসটিতেই দক্ষিণ ভারতের পাঁচটি চলচ্চিত্র মুক্তি পাচ্ছে। অজিত কুমারের ‘থুনিভু’, থালাপথি বিজয়ের ‘ভারিসু’ এবং বালাকৃষ্ণের ‘ভিরা সিমহা রেড্ডি’, চিরঞ্জীবীর ‘ওয়াল্টেয়ার ভিরাইয়া’ ও অভিনেতা দর্শন থুগুদীপার কন্নড় সিনেমা ‘ক্রান্তি’। পরপর তিন দিনেই মুক্তি পাচ্ছে এর প্রথম চারটি। তামিল ছবি ‘ভারিসু’ এবং ‘থুনিভু’ তেলুগুতে যথাক্রমে ‘ভারাসুডু’ ও ‘থেগিম্পু’ নামে মুক্তি পাচ্ছে।
দক্ষিণের সুপারস্টার চিরঞ্জীবী অভিনীত মুক্তিপ্রতীক্ষিত তেলুগু চলচ্চিত্র ‘ওয়াল্টেয়ার ভিরাইয়া’-এর ট্রেলার মুক্তি পেয়েছে গতকাল শনিবার। ট্রেলারটি শুরু হয় ড্রাগ মাফিয়া সাম্রাজ্যের পটভূমিতে। সেখানে ভয়ংকর অপরাধী চক্রকে খোঁজে পুলিশ।
ট্রেলারটিতে চিরঞ্জীবী একজন মারমুখী নায়ক হিসেবে দুর্দান্ত এন্ট্রি নেন। প্রায় প্রতিটি দৃশ্যেই ভরপুর অ্যাকশন দেখা যায়। তবে ট্রেলারের শেষে অভিনেতা রবি তেজার প্রবেশের সঙ্গে সঙ্গে ট্রেলারের উত্তেজনা আরও বেড়ে যায়।
ট্রেলারে শ্রুতির সঙ্গে মেগাস্টার চিরঞ্জীবীর রোমান্সের প্রশংসা করছেন সবাই। ২ মিনিট ৫০ সেকেন্ডের ট্রেলারে চিরঞ্জীবীর সঙ্গে প্রতিটি দৃশ্যে শ্রুতি হাসানের উপস্থিতি অনেকেই পছন্দ করছেন। ২০ ঘণ্টায় ট্রেলারটি প্রায় ১ কোটিবার দেখা হয়েছে।
অভিনেতা মাস মহারাজা রবি তেজাকে চলচ্চিত্রটিতে একটি শক্তিশালী চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। মি–থ্রি মুভি মেকার্সের ব্যানারে নতুন ইয়েরনেনি এবং ওয়াই রবি শংকর চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন। চলচ্চিত্রটির সহ-প্রযোজনা করছেন জি কে মোহন। এ ছাড়া চলচ্চিত্রটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন ক্যাথরিন ট্রেসা, ববি সিমহা, রাজেন্দ্র প্রসাদ ও ভেনেলা কিশোর।
চলচ্চিত্রটি তেলুগু ও হিন্দি ভাষায় ১৩ জানুয়ারি মুক্তি পাবে। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন কে এস রবীন্দ্র।
২০২৩ সালের প্রথম মাসটিতেই দক্ষিণ ভারতের পাঁচটি চলচ্চিত্র মুক্তি পাচ্ছে। অজিত কুমারের ‘থুনিভু’, থালাপথি বিজয়ের ‘ভারিসু’ এবং বালাকৃষ্ণের ‘ভিরা সিমহা রেড্ডি’, চিরঞ্জীবীর ‘ওয়াল্টেয়ার ভিরাইয়া’ ও অভিনেতা দর্শন থুগুদীপার কন্নড় সিনেমা ‘ক্রান্তি’। পরপর তিন দিনেই মুক্তি পাচ্ছে এর প্রথম চারটি। তামিল ছবি ‘ভারিসু’ এবং ‘থুনিভু’ তেলুগুতে যথাক্রমে ‘ভারাসুডু’ ও ‘থেগিম্পু’ নামে মুক্তি পাচ্ছে।
ঈদে মুক্তি পাওয়া আফরান নিশো অভিনীত ‘দাগি’ সিনেমায় জেফার রহমানের গাওয়া ‘নিয়ে যাবে কি’ শিরোনামের গানটি ইতিমধ্যেই শ্রোতাদের মন ছুঁয়েছে। অনলাইনেও গানটি নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। ‘নিয়ে যাবে কি আমায় দূরে কল্পনায়, তোমার আর আমার গল্পে কি আবার হবে নতুন সূচনা’ এমন কথায় গানটি লিখেছেন বাঁধন, সুর করেছেন জেফার
৪ ঘণ্টা আগেআন্তর্জাতিক নৃত্য দিবসে নতুন উদ্যোগের কথা জানালেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী উম্মে হাবিবা। রাজধানীর নিকেতনে শুরু করেছেন নিজের নৃত্য প্রতিষ্ঠান। টিম কালারস ড্যান্স ক্লাস নামের এই প্রতিষ্ঠানে ভরতনাট্যম, সেমি-ক্লাসিক্যাল, কনটেম্পরারি ও বলিউড নৃত্যশৈলীতে প্রশিক্ষণ দেওয়া হবে।
৪ ঘণ্টা আগেমহান মে দিবসে শিশুশিল্পীদের নিয়ে দুরন্ত টিভি প্রচার করবে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘নোঙর তোলো তোলো’। অনুষ্ঠানটিতে এম আর ওয়াসেকের নৃত্য পরিচালনায় গণসংগীতের সঙ্গে নৃত্য পরিবেশন করেছে নন্দনকলা কেন্দ্রের নৃত্যশিল্পী পুষ্পিতা, অর্পিতা, ইমি, পিউ, ইরা, অর্জন, মাহমুদা, শ্রেষ্ঠা, লাবিবা, সিলভা, সাদিয়া, সিজান, সিফা
৪ ঘণ্টা আগেদীর্ঘ খরা কাটিয়ে ২০২৩ সালে পরপর তিন সিনেমা দিয়ে রাজকীয় প্রত্যাবর্তন ঘটে শাহরুখ খানের। ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’ দিয়ে সে বছর বক্স অফিসে নয়া রেকর্ড গড়েন বলিউড বাদশা। এরপর কিছুটা বিরতি। গত বছর কোনো সিনেমা মুক্তি পায়নি শাহরুখের, এ বছরটাও ফাঁকা যাবে। নতুন সিনেমা নিয়ে তিনি প্রেক্ষাগৃহে ফিরবেন ২০২৬ সালে।
৪ ঘণ্টা আগে