দক্ষিণের সুপারস্টার চিরঞ্জীবী অভিনীত মুক্তিপ্রতীক্ষিত তেলুগু চলচ্চিত্র ‘ওয়াল্টেয়ার ভিরাইয়া’-এর ট্রেলার মুক্তি পেয়েছে গতকাল শনিবার। ট্রেলারটি শুরু হয় ড্রাগ মাফিয়া সাম্রাজ্যের পটভূমিতে। সেখানে ভয়ংকর অপরাধী চক্রকে খোঁজে পুলিশ।
ট্রেলারটিতে চিরঞ্জীবী একজন মারমুখী নায়ক হিসেবে দুর্দান্ত এন্ট্রি নেন। প্রায় প্রতিটি দৃশ্যেই ভরপুর অ্যাকশন দেখা যায়। তবে ট্রেলারের শেষে অভিনেতা রবি তেজার প্রবেশের সঙ্গে সঙ্গে ট্রেলারের উত্তেজনা আরও বেড়ে যায়।
ট্রেলারে শ্রুতির সঙ্গে মেগাস্টার চিরঞ্জীবীর রোমান্সের প্রশংসা করছেন সবাই। ২ মিনিট ৫০ সেকেন্ডের ট্রেলারে চিরঞ্জীবীর সঙ্গে প্রতিটি দৃশ্যে শ্রুতি হাসানের উপস্থিতি অনেকেই পছন্দ করছেন। ২০ ঘণ্টায় ট্রেলারটি প্রায় ১ কোটিবার দেখা হয়েছে।
অভিনেতা মাস মহারাজা রবি তেজাকে চলচ্চিত্রটিতে একটি শক্তিশালী চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। মি–থ্রি মুভি মেকার্সের ব্যানারে নতুন ইয়েরনেনি এবং ওয়াই রবি শংকর চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন। চলচ্চিত্রটির সহ-প্রযোজনা করছেন জি কে মোহন। এ ছাড়া চলচ্চিত্রটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন ক্যাথরিন ট্রেসা, ববি সিমহা, রাজেন্দ্র প্রসাদ ও ভেনেলা কিশোর।
চলচ্চিত্রটি তেলুগু ও হিন্দি ভাষায় ১৩ জানুয়ারি মুক্তি পাবে। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন কে এস রবীন্দ্র।
২০২৩ সালের প্রথম মাসটিতেই দক্ষিণ ভারতের পাঁচটি চলচ্চিত্র মুক্তি পাচ্ছে। অজিত কুমারের ‘থুনিভু’, থালাপথি বিজয়ের ‘ভারিসু’ এবং বালাকৃষ্ণের ‘ভিরা সিমহা রেড্ডি’, চিরঞ্জীবীর ‘ওয়াল্টেয়ার ভিরাইয়া’ ও অভিনেতা দর্শন থুগুদীপার কন্নড় সিনেমা ‘ক্রান্তি’। পরপর তিন দিনেই মুক্তি পাচ্ছে এর প্রথম চারটি। তামিল ছবি ‘ভারিসু’ এবং ‘থুনিভু’ তেলুগুতে যথাক্রমে ‘ভারাসুডু’ ও ‘থেগিম্পু’ নামে মুক্তি পাচ্ছে।
দক্ষিণের সুপারস্টার চিরঞ্জীবী অভিনীত মুক্তিপ্রতীক্ষিত তেলুগু চলচ্চিত্র ‘ওয়াল্টেয়ার ভিরাইয়া’-এর ট্রেলার মুক্তি পেয়েছে গতকাল শনিবার। ট্রেলারটি শুরু হয় ড্রাগ মাফিয়া সাম্রাজ্যের পটভূমিতে। সেখানে ভয়ংকর অপরাধী চক্রকে খোঁজে পুলিশ।
ট্রেলারটিতে চিরঞ্জীবী একজন মারমুখী নায়ক হিসেবে দুর্দান্ত এন্ট্রি নেন। প্রায় প্রতিটি দৃশ্যেই ভরপুর অ্যাকশন দেখা যায়। তবে ট্রেলারের শেষে অভিনেতা রবি তেজার প্রবেশের সঙ্গে সঙ্গে ট্রেলারের উত্তেজনা আরও বেড়ে যায়।
ট্রেলারে শ্রুতির সঙ্গে মেগাস্টার চিরঞ্জীবীর রোমান্সের প্রশংসা করছেন সবাই। ২ মিনিট ৫০ সেকেন্ডের ট্রেলারে চিরঞ্জীবীর সঙ্গে প্রতিটি দৃশ্যে শ্রুতি হাসানের উপস্থিতি অনেকেই পছন্দ করছেন। ২০ ঘণ্টায় ট্রেলারটি প্রায় ১ কোটিবার দেখা হয়েছে।
অভিনেতা মাস মহারাজা রবি তেজাকে চলচ্চিত্রটিতে একটি শক্তিশালী চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। মি–থ্রি মুভি মেকার্সের ব্যানারে নতুন ইয়েরনেনি এবং ওয়াই রবি শংকর চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন। চলচ্চিত্রটির সহ-প্রযোজনা করছেন জি কে মোহন। এ ছাড়া চলচ্চিত্রটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন ক্যাথরিন ট্রেসা, ববি সিমহা, রাজেন্দ্র প্রসাদ ও ভেনেলা কিশোর।
চলচ্চিত্রটি তেলুগু ও হিন্দি ভাষায় ১৩ জানুয়ারি মুক্তি পাবে। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন কে এস রবীন্দ্র।
২০২৩ সালের প্রথম মাসটিতেই দক্ষিণ ভারতের পাঁচটি চলচ্চিত্র মুক্তি পাচ্ছে। অজিত কুমারের ‘থুনিভু’, থালাপথি বিজয়ের ‘ভারিসু’ এবং বালাকৃষ্ণের ‘ভিরা সিমহা রেড্ডি’, চিরঞ্জীবীর ‘ওয়াল্টেয়ার ভিরাইয়া’ ও অভিনেতা দর্শন থুগুদীপার কন্নড় সিনেমা ‘ক্রান্তি’। পরপর তিন দিনেই মুক্তি পাচ্ছে এর প্রথম চারটি। তামিল ছবি ‘ভারিসু’ এবং ‘থুনিভু’ তেলুগুতে যথাক্রমে ‘ভারাসুডু’ ও ‘থেগিম্পু’ নামে মুক্তি পাচ্ছে।
সেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি করে দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে। যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
৫ ঘণ্টা আগেহলিউডের আলোচিত সিনেমা ‘দ্য ইন্টার্ন’-এর স্বত্ব কিনেছিলেন দীপিকা পাড়ুকোন। ২০২১ সালে সিনেমাটির হিন্দি রিমেকের ঘোষণা দেন অভিনেত্রী। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান কা প্রোডাকশনস থেকে সিনেমাটি তৈরির কথা ছিল। তবে নানা কারণে পিছিয়েছে কাজ। দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে দ্য ইন্টার্নের হিন্দি রিমেকের শুটিং...
৫ ঘণ্টা আগেজনপ্রিয় তুর্কি সিরিজ ‘কুরুলুস ওসমান’ এবার দেখা যাবে ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফি অ্যাপে। সিরিজটির প্রথম ছয়টি সিজন বাংলা ডাবিং করে দেখানোর জন্য সম্প্রতি এসআরকে গ্রুপের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে টফি। এ সময় উপস্থিত ছিলেন বাংলালিংকের চিফ করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান...
৫ ঘণ্টা আগে