নৈতিক ও অক্ষরাকে নিয়ে শুরু হয়েছিল ‘ইয়ে রিশতা কেয়া কেহলতা হ্যায়’–এর গল্প, এখন কেন্দ্রীয় চরিত্রে তাদের মেয়ে-জামাই। টেলিভিশনের দীর্ঘতম ধারাবাহিকের টিআরপি পতন হলো এবার। তালিকায় ‘অনুপমা’, ‘ঘুম হে কিসিকে পেয়ার মে’, ‘ইমলি’, ‘ইয়ে হ্যায় চাহাতে’-এর নিচে নেমে এলো একসময়কার টিআরপি সেরা ‘ইয়ে রিশতা কেয়া কেহলতা হ্যায়’। দীর্ঘ সময় রাজত্ব ধরে রেখেছিল সিরিয়ালটি। টিআরপি তালিকায় এক কিংবা দুই নম্বরে থাকারই অভ্যাস গড়ে তুলেছিল। কিন্তু নতুন সিরিয়ালের ভিড়ে টিকতে পারল না সেরা পাঁচেও।
২০০৯ সালে শুরু হয়েছিল স্টার প্লাসের এই জনপ্রিয় ধারাবাহিক। এক যুগে কত কী পাল্টে গেছে। যে দর্শক সেদিন সদ্য কলেজ পাস করে বেরিয়েছিলেন, তিনি হয়তো আজ তাঁর ক্যারিয়ারের মধ্যগগনে। আবার যিনি অফিস থেকে ফিরে রোজ স্টার প্লাস দেখতেন, তিনি হয়তো এখন অবসর নিয়েছেন। কিন্তু ধারাবাহিক শেষ হয়নি। ‘ইয়ে রিশতা কেয়া কেহলতা হ্যায়’ এখনো চলছে। প্রায় এক যুগ পরেও জনপ্রিয়তার শীর্ষে ছিল বলেই বন্ধ হয়নি সিরিয়ালটি।
উদয়পুরের সিংহানিয়া পরিবারে বউ হয়ে আসে মাহেশ্বরী পরিবারের মেয়ে অক্ষরা। একান্নবর্তী শ্বশুরবাড়িতে সবার প্রিয় বউ হয়ে ওঠার গল্প দিয়ে শুরু হয়েছিল ধারাবাহিকটি। অক্ষরা ও নৈতিক একসময়ে আদর্শ স্বামী-স্ত্রী হয়ে উঠেছিল ভারত ও বাংলাদেশের ঘরে ঘরে। নিঃসন্দেহে হিনা খান ও করণ মেহরার জুটি হিন্দি টেলিভিশনের সেরা জুটিগুলোর অন্যতম।
অক্ষরা-নৈতিক এখন নেই। তাদের মেয়ে নায়রার জীবন নিয়েই ছুটছে গল্পের গাড়ি, যে চরিত্রে নিজেকে প্রমাণ করেছেন শিবাঙ্গী জোশি। শিবাঙ্গী ও মোহসিন খানের জুটি হিনা-করণের জুটির চেয়ে কম সফল নয়। দর্শকের মনে পুরোনো জুটির রেশ কাটিয়ে নতুন জুটির প্রতি ভালোবাসা তৈরি করা সহজ ছিল না। গত তিন বছরে কিন্তু সেই কঠিন কাজটি করে ফেলেছেন শিবাঙ্গী-মোহসিন।
ধারাবাহিকের চিত্রনাট্য টিম ঠিক জানে, কখন কেমন ক্রাইসিস তৈরি করে গল্পের প্রতি দর্শককে চুম্বকের মতো টেনে রাখতে হয়। এই মুহূর্তে যেমন সাইরাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। কার্তিক চেষ্টা করছে সাইরাতকে মুক্ত করার। কিন্তু কোনোভাবেই কূল-কিনারা পাচ্ছে না।
নৈতিক ও অক্ষরাকে নিয়ে শুরু হয়েছিল ‘ইয়ে রিশতা কেয়া কেহলতা হ্যায়’–এর গল্প, এখন কেন্দ্রীয় চরিত্রে তাদের মেয়ে-জামাই। টেলিভিশনের দীর্ঘতম ধারাবাহিকের টিআরপি পতন হলো এবার। তালিকায় ‘অনুপমা’, ‘ঘুম হে কিসিকে পেয়ার মে’, ‘ইমলি’, ‘ইয়ে হ্যায় চাহাতে’-এর নিচে নেমে এলো একসময়কার টিআরপি সেরা ‘ইয়ে রিশতা কেয়া কেহলতা হ্যায়’। দীর্ঘ সময় রাজত্ব ধরে রেখেছিল সিরিয়ালটি। টিআরপি তালিকায় এক কিংবা দুই নম্বরে থাকারই অভ্যাস গড়ে তুলেছিল। কিন্তু নতুন সিরিয়ালের ভিড়ে টিকতে পারল না সেরা পাঁচেও।
২০০৯ সালে শুরু হয়েছিল স্টার প্লাসের এই জনপ্রিয় ধারাবাহিক। এক যুগে কত কী পাল্টে গেছে। যে দর্শক সেদিন সদ্য কলেজ পাস করে বেরিয়েছিলেন, তিনি হয়তো আজ তাঁর ক্যারিয়ারের মধ্যগগনে। আবার যিনি অফিস থেকে ফিরে রোজ স্টার প্লাস দেখতেন, তিনি হয়তো এখন অবসর নিয়েছেন। কিন্তু ধারাবাহিক শেষ হয়নি। ‘ইয়ে রিশতা কেয়া কেহলতা হ্যায়’ এখনো চলছে। প্রায় এক যুগ পরেও জনপ্রিয়তার শীর্ষে ছিল বলেই বন্ধ হয়নি সিরিয়ালটি।
উদয়পুরের সিংহানিয়া পরিবারে বউ হয়ে আসে মাহেশ্বরী পরিবারের মেয়ে অক্ষরা। একান্নবর্তী শ্বশুরবাড়িতে সবার প্রিয় বউ হয়ে ওঠার গল্প দিয়ে শুরু হয়েছিল ধারাবাহিকটি। অক্ষরা ও নৈতিক একসময়ে আদর্শ স্বামী-স্ত্রী হয়ে উঠেছিল ভারত ও বাংলাদেশের ঘরে ঘরে। নিঃসন্দেহে হিনা খান ও করণ মেহরার জুটি হিন্দি টেলিভিশনের সেরা জুটিগুলোর অন্যতম।
অক্ষরা-নৈতিক এখন নেই। তাদের মেয়ে নায়রার জীবন নিয়েই ছুটছে গল্পের গাড়ি, যে চরিত্রে নিজেকে প্রমাণ করেছেন শিবাঙ্গী জোশি। শিবাঙ্গী ও মোহসিন খানের জুটি হিনা-করণের জুটির চেয়ে কম সফল নয়। দর্শকের মনে পুরোনো জুটির রেশ কাটিয়ে নতুন জুটির প্রতি ভালোবাসা তৈরি করা সহজ ছিল না। গত তিন বছরে কিন্তু সেই কঠিন কাজটি করে ফেলেছেন শিবাঙ্গী-মোহসিন।
ধারাবাহিকের চিত্রনাট্য টিম ঠিক জানে, কখন কেমন ক্রাইসিস তৈরি করে গল্পের প্রতি দর্শককে চুম্বকের মতো টেনে রাখতে হয়। এই মুহূর্তে যেমন সাইরাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। কার্তিক চেষ্টা করছে সাইরাতকে মুক্ত করার। কিন্তু কোনোভাবেই কূল-কিনারা পাচ্ছে না।
অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত জয়া আহসান অভিনীত ‘ডিয়ার মা’ সিনেমাটি যুক্তরাষ্ট্র ও কানাডায় রেকর্ড গড়েছে। প্রথম দিনে সিনেমাটি আয় করেছে ১ লাখ ১ হাজার ১০০ ডলার। এর আগে কলকাতার কোনো সিনেমা প্রথম দিনে এত আয় করেনি।
২ ঘণ্টা আগে‘ভদ্রলোক’ নাটকে মোশাররফ করিমের সঙ্গে প্রথম অভিনয় করেন মিম চৌধুরী। এরপর একসঙ্গে বেশ কিছু নাটকে অভিনয় করেছেন তাঁরা দুজন। এবার তাঁরা একসঙ্গে অভিনয় করলেন একই পরিচালকের দুটি ধারাবাহিক নাটকে। শামস করিম পরিচালিত ধারাবাহিক দুটি হলো ‘রঙ্গিলা পুতুল’ ও ‘৭ কিলো ১ গ্রাম’।
৩ ঘণ্টা আগেগাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারাচ্ছে অনেক শিশু। তীব্র খাদ্যসংকটে শিশুরা অনাহার ও অপুষ্টিতে প্রাণ হারাচ্ছে। শিশুদের এই কষ্ট সহ্য করতে পারছেন না মার্কিন পপতারকা ম্যাডোনা।
৫ ঘণ্টা আগেভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১৬ ঘণ্টা আগে