স্টার জলসায় শুরু হচ্ছে নতুন সিরিয়াল ‘আয় তবে সহচরী’। বন্ধুত্বের গল্প। অসমবয়সী দুই নারী কীভাবে পরস্পরের বন্ধু হয়ে ওঠে–সেটাই দেখাবে ‘আয় তবে সহচরী’। তবে গল্পটি যতখানি বন্ধুত্বের, তারচেয়ে বেশি এক নারীর স্বপ্নপূরণের।
এ সিরিয়াল দিয়ে কয়েক বছর পর ছোট পর্দায় ফিরছেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়। এতে কনীনিকার চরিত্রের নাম সহচরী। কনীনিকা ছাড়াও সিরিয়ালে অভিনয় করছেন অরুনিমা হালদার। বয়সে কনীনিকার থেকে অনেকটাই ছোট অরুনিমা। অরুনিমা আছেন বরফি চরিত্রে। সহচরী ও বরফির মধ্যে অসমবয়সী বন্ধুত্বের গল্প নিয়েই তৈরি হচ্ছে ‘আয় তবে সহচরী’।
এরই মধ্যে স্টার জলসার ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে ‘আয় তবে সহচরী’র ট্রেইলর। সেখানে দেখা যাচ্ছে, ‘সেরা গিন্নির স্বপ্নপূরণ’ নামে রিয়েলিটি শো থেকে লোকজন এসেছেন কনীনিকার বাড়িতে। প্রশ্নের উত্তর দিয়ে ভালো নম্বর পেলে করা হবে তাঁর স্বপ্ন পূরণ। কিন্তু তার আগে তো জানতে হবে কনীনিকার স্বপ্ন কী? বাড়ির সবাইকে একে একে জিজ্ঞেস করা হচ্ছে। সবাই যা যা উত্তর দিচ্ছেন, তার একটির সঙ্গেও কনীনিকার স্বপ্নের কোনো মিল নেই।
কনীনিকা চায় আবার কলেজে পড়তে। ভালো পড়াশোনা করে গোল্ড মেডেল পেতে। প্রমোতে দেখা যায়, ওই বয়সে কনীনিকা আবার গেছেন কলেজে। সেখানেই অরুনিমা হালদার অর্থাৎ বরফির মধ্যে তাঁর বন্ধুত্ব তৈরি হয়।
কনীনিকা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আশপাশে চোখ রাখলেই সহচরীর মতো এ রকম চরিত্র দেখা যাবে। আমার মনে হয়, মা আর মেয়ে সবচেয়ে ভালো বন্ধু হতে পারে। আমার সেরা বন্ধু আমার মা। বন্ধুত্বের ক্ষেত্রে বয়স কখনোই বাধা হতে পারে না।’
কনীনিকার সঙ্গে এ সিরিয়ালে অভিনয় করে ভীষণ খুশি অরুনিমা। বলছেন, ‘আমি ছোটবেলা থেকেই কনীনিকা দিদির ভীষণ ভক্ত ছিলাম। তাঁর সঙ্গে অভিনয় করতে পারা আমার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো। প্রোমো শুট করার সময় খুব নার্ভাস ফিল করছিলাম।’
‘আয় তবে সহচরী’ সিরিয়ালটি বানাচ্ছেন সাহানা দত্ত। তিনি এ সিরিয়ালের ট্যাগ লাইন দিয়েছেন: ‘বয়সটাকে তুড়ি মেরে গুঁড়িয়ে দিয়ে ইচ্ছেটাকে ঘুড়ির মতন উড়িয়ে দেওয়ার গল্প’। স্টার জলসায় শিগগিরই এ সিরিয়ালের প্রচার শুরু হবে।
স্টার জলসায় শুরু হচ্ছে নতুন সিরিয়াল ‘আয় তবে সহচরী’। বন্ধুত্বের গল্প। অসমবয়সী দুই নারী কীভাবে পরস্পরের বন্ধু হয়ে ওঠে–সেটাই দেখাবে ‘আয় তবে সহচরী’। তবে গল্পটি যতখানি বন্ধুত্বের, তারচেয়ে বেশি এক নারীর স্বপ্নপূরণের।
এ সিরিয়াল দিয়ে কয়েক বছর পর ছোট পর্দায় ফিরছেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়। এতে কনীনিকার চরিত্রের নাম সহচরী। কনীনিকা ছাড়াও সিরিয়ালে অভিনয় করছেন অরুনিমা হালদার। বয়সে কনীনিকার থেকে অনেকটাই ছোট অরুনিমা। অরুনিমা আছেন বরফি চরিত্রে। সহচরী ও বরফির মধ্যে অসমবয়সী বন্ধুত্বের গল্প নিয়েই তৈরি হচ্ছে ‘আয় তবে সহচরী’।
এরই মধ্যে স্টার জলসার ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে ‘আয় তবে সহচরী’র ট্রেইলর। সেখানে দেখা যাচ্ছে, ‘সেরা গিন্নির স্বপ্নপূরণ’ নামে রিয়েলিটি শো থেকে লোকজন এসেছেন কনীনিকার বাড়িতে। প্রশ্নের উত্তর দিয়ে ভালো নম্বর পেলে করা হবে তাঁর স্বপ্ন পূরণ। কিন্তু তার আগে তো জানতে হবে কনীনিকার স্বপ্ন কী? বাড়ির সবাইকে একে একে জিজ্ঞেস করা হচ্ছে। সবাই যা যা উত্তর দিচ্ছেন, তার একটির সঙ্গেও কনীনিকার স্বপ্নের কোনো মিল নেই।
কনীনিকা চায় আবার কলেজে পড়তে। ভালো পড়াশোনা করে গোল্ড মেডেল পেতে। প্রমোতে দেখা যায়, ওই বয়সে কনীনিকা আবার গেছেন কলেজে। সেখানেই অরুনিমা হালদার অর্থাৎ বরফির মধ্যে তাঁর বন্ধুত্ব তৈরি হয়।
কনীনিকা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আশপাশে চোখ রাখলেই সহচরীর মতো এ রকম চরিত্র দেখা যাবে। আমার মনে হয়, মা আর মেয়ে সবচেয়ে ভালো বন্ধু হতে পারে। আমার সেরা বন্ধু আমার মা। বন্ধুত্বের ক্ষেত্রে বয়স কখনোই বাধা হতে পারে না।’
কনীনিকার সঙ্গে এ সিরিয়ালে অভিনয় করে ভীষণ খুশি অরুনিমা। বলছেন, ‘আমি ছোটবেলা থেকেই কনীনিকা দিদির ভীষণ ভক্ত ছিলাম। তাঁর সঙ্গে অভিনয় করতে পারা আমার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো। প্রোমো শুট করার সময় খুব নার্ভাস ফিল করছিলাম।’
‘আয় তবে সহচরী’ সিরিয়ালটি বানাচ্ছেন সাহানা দত্ত। তিনি এ সিরিয়ালের ট্যাগ লাইন দিয়েছেন: ‘বয়সটাকে তুড়ি মেরে গুঁড়িয়ে দিয়ে ইচ্ছেটাকে ঘুড়ির মতন উড়িয়ে দেওয়ার গল্প’। স্টার জলসায় শিগগিরই এ সিরিয়ালের প্রচার শুরু হবে।
সিনেমায় তিন খানের একসঙ্গে দেখা পেতে হলে আরও অনেকটা সময় অপেক্ষা করতে হবে। তবে আমির, সালমান ও শাহরুখকে একসঙ্গে দেখার সুযোগ এসে গেছে। এ মাসেই সৌদি আরবের একটি অনুষ্ঠানে যোগ দেবেন তাঁরা।
৭ ঘণ্টা আগেবাণিজ্যিক সিনেমায় আইটেম গান থাকবে না, তা কি হয়! গল্পের সঙ্গে সংযোগ থাকুক বা না থাকুক, প্রত্যেক নির্মাতাই চান, সিনেমায় একটা আইটেম গান রাখতে। তাতে নাকি সহজেই দর্শকদের আকর্ষণ করা যায়! দর্শক টানার এ ফর্মুলা অনুসরণ করছেন নাটকের নির্মাতারাও। ইদানীং নাটকেও শুরু হয়েছে এ প্রবণতা। সিনেমার আদলে নাটকের...
১৯ ঘণ্টা আগেকরোনার সময় সারা বিশ্বের মানুষ হয়ে পড়েছিল ঘরবন্দী। বন্ধ হয়ে গিয়েছিল পরস্পরের সঙ্গে দেখা-সাক্ষাৎ। ঘরে বসেই কাটাতে হতো অলস সময়। সবাই নতুন করে স্বপ্ন দেখত, কবে আবার ফিরবে সুদিন। নতুন গানে সেই সময়ের স্মৃতি ফিরিয়ে আনলেন পান্থ কানাই। গানের শিরোনাম ‘সেই এক সময় ছিল’। শহীদ মাহমুদ জঙ্গীর লেখা এ গানে সুর...
১৯ ঘণ্টা আগেকথা ছিল মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে একের পর এক সিনেমার খবরের শিরোনাম হবেন দীপিকা পাড়ুকোন। কিন্তু তা হচ্ছে কই! বরং একের পর এক বিতর্কের কেন্দ্রে তিনি। শুটিংয়ের সময় ও পারিশ্রমিক নিয়ে নির্মাতাদের সঙ্গে মতানৈক্যের কারণে সম্প্রতি দুই সিনেমা থেকে বাদ পড়েছেন দীপিকা। এ নিয়ে এত দিন চুপ ছিলেন অভিনেত্রী...
২০ ঘণ্টা আগে