কলকাতার নামকরা স্টুডিও ভারতলক্ষ্মীতে আগুন লেগেছে। গতকাল শনিবার ওই স্টুডিওতে জনপ্রিয় সিরিয়াল ‘মিঠাই’-এর ফ্লোরের ঠিক সামনে এ আগুন লাগে। সে সময় একটুর জন্য রক্ষা পাযন কলাকুশলীরা।
প্রিন্স আনোয়ার শাহ রোডে নবীনা সিনেমা হলের ঠিক পাশেই এই ভারতলক্ষ্মী স্টুডিও। রোববার স্টুডিও বন্ধ থাকবে বলে গতকাল শনিবার একটু রাত পর্যন্তই শুটিং চলছিল সেখানে। কিন্তু হঠাৎ করেই অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা স্টুডিওতে। তখন সেখানে জি-বাংলার ‘মিঠাই’ ও ‘রাঙা বউ’-এর শুটিং চলছিল।
দমকল বাহিনী জানায়, স্টুডিওর পার্কিং এলাকার পাশে গোডাউনে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। খুব কম সময়েই তা ছড়িয়ে পড়ে স্টুডিওর একাংশে। আগুন লাগার পরপরই খোঁজ পেয়ে হাজির হয়ে যায় ফায়ার সার্ভিস। দ্রুত নিয়ন্ত্রণে আনা হয় পরিস্থিতি।
আগুন লাগার ঘটনার সময়ে ‘রাঙা বউ’-এর ফ্লোরে চলছিল শুটিং। অভিনেত্রী শ্রুতি দাস সংবাদমাধ্যমকে জানান, আরেকটু দেরি হলে গোটা স্টুডিও আগুনের গ্রাসে চলে যেত।
প্রসঙ্গত, ‘মিঠাই’ সিরিয়ালটি জি বাংলায় চলছে বিগত দুই বছর ধরে। খুব কম সময়েই দর্শকপ্রিয়তা পায় এটি। তবে খুব শিগগির সিরিয়ালটি শেষ করে দেওয়া হবে বলে জানিয়েছে জি-বাংলা। অন্যদিকে জি-বাংলার নতুন শুরু হওয়া সিরিয়ালগুলোর মধ্যে একটি ‘রাঙা বউ’। এই সিরিয়ালও থাকে সেরা দশের মধ্যেই।
কলকাতার নামকরা স্টুডিও ভারতলক্ষ্মীতে আগুন লেগেছে। গতকাল শনিবার ওই স্টুডিওতে জনপ্রিয় সিরিয়াল ‘মিঠাই’-এর ফ্লোরের ঠিক সামনে এ আগুন লাগে। সে সময় একটুর জন্য রক্ষা পাযন কলাকুশলীরা।
প্রিন্স আনোয়ার শাহ রোডে নবীনা সিনেমা হলের ঠিক পাশেই এই ভারতলক্ষ্মী স্টুডিও। রোববার স্টুডিও বন্ধ থাকবে বলে গতকাল শনিবার একটু রাত পর্যন্তই শুটিং চলছিল সেখানে। কিন্তু হঠাৎ করেই অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা স্টুডিওতে। তখন সেখানে জি-বাংলার ‘মিঠাই’ ও ‘রাঙা বউ’-এর শুটিং চলছিল।
দমকল বাহিনী জানায়, স্টুডিওর পার্কিং এলাকার পাশে গোডাউনে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। খুব কম সময়েই তা ছড়িয়ে পড়ে স্টুডিওর একাংশে। আগুন লাগার পরপরই খোঁজ পেয়ে হাজির হয়ে যায় ফায়ার সার্ভিস। দ্রুত নিয়ন্ত্রণে আনা হয় পরিস্থিতি।
আগুন লাগার ঘটনার সময়ে ‘রাঙা বউ’-এর ফ্লোরে চলছিল শুটিং। অভিনেত্রী শ্রুতি দাস সংবাদমাধ্যমকে জানান, আরেকটু দেরি হলে গোটা স্টুডিও আগুনের গ্রাসে চলে যেত।
প্রসঙ্গত, ‘মিঠাই’ সিরিয়ালটি জি বাংলায় চলছে বিগত দুই বছর ধরে। খুব কম সময়েই দর্শকপ্রিয়তা পায় এটি। তবে খুব শিগগির সিরিয়ালটি শেষ করে দেওয়া হবে বলে জানিয়েছে জি-বাংলা। অন্যদিকে জি-বাংলার নতুন শুরু হওয়া সিরিয়ালগুলোর মধ্যে একটি ‘রাঙা বউ’। এই সিরিয়ালও থাকে সেরা দশের মধ্যেই।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
১২ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৫ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৭ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
২০ ঘণ্টা আগে