কলকাতার নামকরা স্টুডিও ভারতলক্ষ্মীতে আগুন লেগেছে। গতকাল শনিবার ওই স্টুডিওতে জনপ্রিয় সিরিয়াল ‘মিঠাই’-এর ফ্লোরের ঠিক সামনে এ আগুন লাগে। সে সময় একটুর জন্য রক্ষা পাযন কলাকুশলীরা।
প্রিন্স আনোয়ার শাহ রোডে নবীনা সিনেমা হলের ঠিক পাশেই এই ভারতলক্ষ্মী স্টুডিও। রোববার স্টুডিও বন্ধ থাকবে বলে গতকাল শনিবার একটু রাত পর্যন্তই শুটিং চলছিল সেখানে। কিন্তু হঠাৎ করেই অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা স্টুডিওতে। তখন সেখানে জি-বাংলার ‘মিঠাই’ ও ‘রাঙা বউ’-এর শুটিং চলছিল।
দমকল বাহিনী জানায়, স্টুডিওর পার্কিং এলাকার পাশে গোডাউনে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। খুব কম সময়েই তা ছড়িয়ে পড়ে স্টুডিওর একাংশে। আগুন লাগার পরপরই খোঁজ পেয়ে হাজির হয়ে যায় ফায়ার সার্ভিস। দ্রুত নিয়ন্ত্রণে আনা হয় পরিস্থিতি।
আগুন লাগার ঘটনার সময়ে ‘রাঙা বউ’-এর ফ্লোরে চলছিল শুটিং। অভিনেত্রী শ্রুতি দাস সংবাদমাধ্যমকে জানান, আরেকটু দেরি হলে গোটা স্টুডিও আগুনের গ্রাসে চলে যেত।
প্রসঙ্গত, ‘মিঠাই’ সিরিয়ালটি জি বাংলায় চলছে বিগত দুই বছর ধরে। খুব কম সময়েই দর্শকপ্রিয়তা পায় এটি। তবে খুব শিগগির সিরিয়ালটি শেষ করে দেওয়া হবে বলে জানিয়েছে জি-বাংলা। অন্যদিকে জি-বাংলার নতুন শুরু হওয়া সিরিয়ালগুলোর মধ্যে একটি ‘রাঙা বউ’। এই সিরিয়ালও থাকে সেরা দশের মধ্যেই।
কলকাতার নামকরা স্টুডিও ভারতলক্ষ্মীতে আগুন লেগেছে। গতকাল শনিবার ওই স্টুডিওতে জনপ্রিয় সিরিয়াল ‘মিঠাই’-এর ফ্লোরের ঠিক সামনে এ আগুন লাগে। সে সময় একটুর জন্য রক্ষা পাযন কলাকুশলীরা।
প্রিন্স আনোয়ার শাহ রোডে নবীনা সিনেমা হলের ঠিক পাশেই এই ভারতলক্ষ্মী স্টুডিও। রোববার স্টুডিও বন্ধ থাকবে বলে গতকাল শনিবার একটু রাত পর্যন্তই শুটিং চলছিল সেখানে। কিন্তু হঠাৎ করেই অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা স্টুডিওতে। তখন সেখানে জি-বাংলার ‘মিঠাই’ ও ‘রাঙা বউ’-এর শুটিং চলছিল।
দমকল বাহিনী জানায়, স্টুডিওর পার্কিং এলাকার পাশে গোডাউনে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। খুব কম সময়েই তা ছড়িয়ে পড়ে স্টুডিওর একাংশে। আগুন লাগার পরপরই খোঁজ পেয়ে হাজির হয়ে যায় ফায়ার সার্ভিস। দ্রুত নিয়ন্ত্রণে আনা হয় পরিস্থিতি।
আগুন লাগার ঘটনার সময়ে ‘রাঙা বউ’-এর ফ্লোরে চলছিল শুটিং। অভিনেত্রী শ্রুতি দাস সংবাদমাধ্যমকে জানান, আরেকটু দেরি হলে গোটা স্টুডিও আগুনের গ্রাসে চলে যেত।
প্রসঙ্গত, ‘মিঠাই’ সিরিয়ালটি জি বাংলায় চলছে বিগত দুই বছর ধরে। খুব কম সময়েই দর্শকপ্রিয়তা পায় এটি। তবে খুব শিগগির সিরিয়ালটি শেষ করে দেওয়া হবে বলে জানিয়েছে জি-বাংলা। অন্যদিকে জি-বাংলার নতুন শুরু হওয়া সিরিয়ালগুলোর মধ্যে একটি ‘রাঙা বউ’। এই সিরিয়ালও থাকে সেরা দশের মধ্যেই।
দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে নির্মাতা সাকিব ফাহাদ বানাচ্ছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত এক মাস ধরে শোনা যাচ্ছিল, এই সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হচ্ছে ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশার। সঙ্গে থাকবেন আরেক নায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশী।
১৫ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১৫ ঘণ্টা আগেপ্রায় এক দশক ধরে রেকর্ডটি অ্যাডেলের দখলে ছিল। অ্যাডেলের ‘টোয়েন্টি ফাইভ’ অ্যালবামটি প্রথম সপ্তাহে সর্বোচ্চ বিক্রি হওয়া অ্যালবামের রেকর্ড গড়েছিল। ২০১৫ সালের নভেম্বরে প্রকাশ পাওয়া টোয়েন্টি ফাইভ অ্যালবামটি ওই বছর ১ কোটি ৭০ লাখের বেশি কপি বিক্রি হয়েছিল। প্রথম সপ্তাহেই বিক্রি হয় ৩৪ লাখের বেশি কপি।
১৫ ঘণ্টা আগেবাংলাদেশে আসার বিষয়টি সোশ্যাল মিডিয়ায় নিজেই নিশ্চিত করেছেন পাকিস্তানি অভিনেতা আহাদ রাজা মীর। গতকাল বুধবার ইনস্টাগ্রাম স্টোরিতে বাংলাদেশে আসার খবর জানিয়ে তিনি লেখেন, ‘হাই বাংলাদেশ, শিগগিরই দেখা হবে।’
১ দিন আগে