ঈদের দিন থেকে দীপ্ত প্লেতে দেখা যাবে দক্ষিণ কোরীয় টেলিভিশন সিরিজ ‘লেট মি বি ইওর নাইট’। যার বাংলা নাম দেওয়া হয়েছে ‘গাইব তোমার জন্য’। তানজিনা রহমান বর্ণা ও মাহমুদুল হাসান মুরাদের তত্ত্বাবধানে ধারাবাহিকটির অনূদিত সংলাপ রচনা ও সম্পাদনায় কাজ করেছেন দীপ্ত টিভির নিজস্ব সংলাপ রচয়িতার দল। ধারাবাহিকটির ডাবিং প্রজেক্ট ডিরেক্টর মেরিনা আক্তার মিতু এবং প্রযোজনা করেছেন মাসুদ মিয়া।
বিশ্বব্যাপী জনপ্রিয় এক ব্যান্ড দলের প্রধান গায়কের একক নির্দেশনায় তাদের সর্বশেষ অ্যালবাম চরমভাবে ব্যর্থ হয়। ব্যান্ড দলের প্রধানের তখন বিপুল তারকাখ্যাতি এবং অতিরিক্ত আত্মবিশ্বাসে ভাটা পরে। এরপরই তার ভেতরে দেখা দেয় এক অদ্ভুত রোগ। ঘুমের মধ্যে হাঁটতে শুরু করে সে। এজেন্সির চাপে শেষমেশ দ্বারস্থ হয় ডাক্তারের। তবে ডাক্তার সেজে যে মেয়ে তার জীবনে আসে সে মূলত এক ভ্রমণ গাইড! যে কিনা টাকার প্রয়োজনে নিজের যমজ বোনের ডাক্তার পরিচয়কে কাজে লাগাতে বাধ্য হয়। চঞ্চল, উচ্ছল, প্রাণবন্ত এই তরুণীর সঙ্গে একসময় ব্যান্ড দলের বাকি সবার সখ্যতা গড়ে ওঠে। কিন্তু যার রোগ তাড়াতে এসেছে তাকে সারিয়ে তুলতে পারবে? নাকি আরও ঝামেলা বাড়বে? নাকি দুই মেরুর দুই বাসিন্দা শেষমেশ ভালোবাসার বাঁধনে জড়িয়ে পরবে?
বাংলায় বিভিন্ন চরিত্রে কন্ঠাভিনেতা ছিলেন— খায়রুল আলম হিমু (ইয়ুন তেনন), অ্যাথিনা অরোরা তীর্থ (ইন উন-জু), নাহিদ আখতার ইমু (চায় জি-ইরন), নাদিয়া ইকবাল (কাং সুনজু), শফিকুল ইসলাম (সিও উ-ইরন), এমডি সাইফুল ইসলাম শিহাব (কিম ইউ-চ্যান), নূরে খোদা মাসুক সিদ্দিক (লি শিন), জিয়াউর রহমান জ্যোতি (উও গাওন), আলবিনো জর্জ পাইক (ড্যানিয়েল মুন), শারমিন মৃত্তিকা (জুং বারুন)। কণ্ঠাভিনয় সার্বিক তত্ত্বাবধানে আছেন নাহিদ আখতার ইমু ও জয়শ্রী মজুমদার লতা।
ঈদের দিন থেকে দীপ্ত প্লেতে দেখা যাবে দক্ষিণ কোরীয় টেলিভিশন সিরিজ ‘লেট মি বি ইওর নাইট’। যার বাংলা নাম দেওয়া হয়েছে ‘গাইব তোমার জন্য’। তানজিনা রহমান বর্ণা ও মাহমুদুল হাসান মুরাদের তত্ত্বাবধানে ধারাবাহিকটির অনূদিত সংলাপ রচনা ও সম্পাদনায় কাজ করেছেন দীপ্ত টিভির নিজস্ব সংলাপ রচয়িতার দল। ধারাবাহিকটির ডাবিং প্রজেক্ট ডিরেক্টর মেরিনা আক্তার মিতু এবং প্রযোজনা করেছেন মাসুদ মিয়া।
বিশ্বব্যাপী জনপ্রিয় এক ব্যান্ড দলের প্রধান গায়কের একক নির্দেশনায় তাদের সর্বশেষ অ্যালবাম চরমভাবে ব্যর্থ হয়। ব্যান্ড দলের প্রধানের তখন বিপুল তারকাখ্যাতি এবং অতিরিক্ত আত্মবিশ্বাসে ভাটা পরে। এরপরই তার ভেতরে দেখা দেয় এক অদ্ভুত রোগ। ঘুমের মধ্যে হাঁটতে শুরু করে সে। এজেন্সির চাপে শেষমেশ দ্বারস্থ হয় ডাক্তারের। তবে ডাক্তার সেজে যে মেয়ে তার জীবনে আসে সে মূলত এক ভ্রমণ গাইড! যে কিনা টাকার প্রয়োজনে নিজের যমজ বোনের ডাক্তার পরিচয়কে কাজে লাগাতে বাধ্য হয়। চঞ্চল, উচ্ছল, প্রাণবন্ত এই তরুণীর সঙ্গে একসময় ব্যান্ড দলের বাকি সবার সখ্যতা গড়ে ওঠে। কিন্তু যার রোগ তাড়াতে এসেছে তাকে সারিয়ে তুলতে পারবে? নাকি আরও ঝামেলা বাড়বে? নাকি দুই মেরুর দুই বাসিন্দা শেষমেশ ভালোবাসার বাঁধনে জড়িয়ে পরবে?
বাংলায় বিভিন্ন চরিত্রে কন্ঠাভিনেতা ছিলেন— খায়রুল আলম হিমু (ইয়ুন তেনন), অ্যাথিনা অরোরা তীর্থ (ইন উন-জু), নাহিদ আখতার ইমু (চায় জি-ইরন), নাদিয়া ইকবাল (কাং সুনজু), শফিকুল ইসলাম (সিও উ-ইরন), এমডি সাইফুল ইসলাম শিহাব (কিম ইউ-চ্যান), নূরে খোদা মাসুক সিদ্দিক (লি শিন), জিয়াউর রহমান জ্যোতি (উও গাওন), আলবিনো জর্জ পাইক (ড্যানিয়েল মুন), শারমিন মৃত্তিকা (জুং বারুন)। কণ্ঠাভিনয় সার্বিক তত্ত্বাবধানে আছেন নাহিদ আখতার ইমু ও জয়শ্রী মজুমদার লতা।
দাবাঘর ওয়েব ফিল্মের গল্পের কেন্দ্রে রয়েছে এক প্রভাবশালী ব্যবসায়ীর মেয়ে রামিসা রহমান। তার হাতে আসে একটি পেনড্রাইভ, যাতে লুকিয়ে আছে দেশের একটি শক্তিশালী সিন্ডিকেটের হাজার হাজার কোটি টাকা পাচারের প্রমাণ।
৪ ঘণ্টা আগেসুমন কল্যাণের সংগীত আয়োজনে রবীন্দ্রনাথ ঠাকুরের গান গাইলেন সংগীতশিল্পী আফরোজা রূপা। ‘শ্রাবণের ধারার মতো’ শিরোনামের গানটির ভিডিও পরিচালনা করেছেন শুভব্রত সরকার। সুমন কল্যাণ বলেন, ‘এক আড্ডায় গানটা আফরোজা রূপার কণ্ঠে রেকর্ড করি। আড্ডার বিষয়টা ছিল মূলত বেহাগ রাগ নিয়ে।
৪ ঘণ্টা আগেসম্প্রতি তিন মাসের অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরেছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। দেশে ফিরেই তিনি শুরু করেছেন বদিউল আলম খোকনের ‘তছনছ’ সিনেমার শুটিং। এতে দ্বৈত চরিত্রে অভিনয় করছেন ববি। একটি চরিত্র সহজ-সরল ও অন্যটি প্রতিবাদী তরুণীর।
৫ ঘণ্টা আগে১৯৯০ সালে প্রকাশিত টমাস পিঞ্চনের উপন্যাস ভিনল্যান্ড থেকে অনুপ্রাণিত হয়ে ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার নির্মাণ করেছেন পল টমাস অ্যান্ডারসন। সিনেমার গল্পে নিজেদের দলের একটি মেয়েকে উদ্ধারের জন্য ১৬ বছর পরে আবার একত্র হয় সাবেক একটি বিপ্লবী দলের সদস্যরা।
৯ ঘণ্টা আগে