Ajker Patrika

‘প্রিয় মালতী’ হয়ে বড় পর্দায় আসছেন মেহজাবীন

আপডেট : ১৯ এপ্রিল ২০২৪, ২১: ২৭
‘প্রিয় মালতী’ হয়ে বড় পর্দায় আসছেন মেহজাবীন

অভিনয় ক্যারিয়ারে ১৪ বছর পূর্তি উপলক্ষে গত ২১ ফেব্রুয়ারি সিনেমার ঘোষণা দিয়েছিলেন মেহজাবীন চৌধুরী। ‘সাবা’ নামের সিনেমাটি বানাচ্ছেন মাকসুদ হোসেন। প্রথম সিনেমা মুক্তির আগেই জানা গেল মেহজাবীনের দ্বিতীয় সিনেমার নাম। শঙ্খ দাশগুপ্তের পরিচালনায় ‘প্রিয় মালতী’ সিনেমায় অভিনয় করবেন মেহজাবীন।

মেহজাবীনের জন্মদিন উপলক্ষে শুক্রবার রাজধানীর একটি হোটেলে প্রিয় মালতী সিনেমার ঘোষণা দেওয়া হয়। জানানো হয় এ সিনেমা দিয়েই বড় পর্দায় অভিষেক হচ্ছে মেহজাবীনের। অর্থ্যাৎ সাবাতে প্রথম অভিনয় করলেও আগে মুক্তি পাবে প্রিয় মালতি। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে চরকি ও ফ্রেম পার সেকেন্ড। ইতিমধ্যে শেষ হয়েছে সিনেমার শুটিং। এখন চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। চলতি বছরেই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানানো হয়। মেহজাবীন ছাড়া এ সিনেমায় আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, শাহজাহান সম্রাট, রিজভী রিজু প্রমুখ।

অনুষ্ঠানে কেক কেটে জন্মদিন উদ্‌যাপন করেন মেহজাবীন। ছবি: চরকির সৌজন্যেনতুন সিনেমা নিয়ে মেহজাবীন বলেন, ‘জন্মদিনে সিনেমার ঘোষণা আমার জন্য খুব স্পেশাল। এই সিনেমায় দর্শক ভিন্ন এক মেহজাবীনকে দেখতে পাবে। এমন একটা টিমের সঙ্গে কাজ করতে পেরে নিজেকে সত্যিই ভাগ্যবান মনে হচ্ছে।’

নির্মাতা ও প্রযোজকদের সঙ্গে মেহজাবীন। ছবি: চরকির সৌজন্যেনির্মাতা শঙ্খ দাশগুপ্ত বলেন, ‘গল্পই এ সিনেমার হিরো। সঠিকভাবে পর্দায় গল্পটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। ধন্যবাদ দিতে চাই প্রযোজকদের। তাদের কারণেই আমি শুধু নির্মাণ ও গল্প নিয়ে ভাবতে পেরেছি।’

সিনেমা ঘোষণার পাশাপাশি কেক কেটে উদযাপন করা হয় মেহজাবীনের জন্মদিন। এই আয়োজনে উপস্থিত ছিলেন মোস্তফা সরয়ার ফারুকী, নুসরাত ইমরোজ তিশা,আশফাক নিপুন, এলিটা করিম, মোস্তফা মনওয়ার, জেফার রহমান, রাকা নওশীন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত