মারাঠি ভাষার সিরিয়াল ‘তুলা পাহাতে রি’। ২০১৮ সালের আগস্ট থেকে ২০১৯-এর জুলাই পর্যন্ত জি মারাঠি চ্যানেলে প্রচার হয় ২৯৮ পর্বের সিরিয়ালটি। পরবর্তী সময়ে আরও ছয়টি ভাষায় রিমেক হয়েছে ‘তুলা পাহাতে রে’। কন্নড়, তামিল, তেলুগু, মালয়ালম, ওড়িয়া, পাঞ্জাবির পর এবার বাংলায় নির্মিত হচ্ছে সিরিয়ালটি।
তবে কোনো টিভি চ্যানেলে নয়। প্রচারিত হবে ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে। প্রাথমিকভাবে বাংলায় নাম রাখা হয়েছে ‘তবুও মনে রেখো’। আর এতে অন্যতম প্রধান একটি চরিত্রে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী। ২৫ আগস্ট থেকে এ সিরিজের শুটিংয়ে চঞ্চলের অংশ নেওয়ার কথা। শতাব্দী ওয়াদুদ, শবনম ফারিয়াও অভিনয় করবেন এতে।
‘তবুও মনে রেখো’র গল্প চলবে ১২০ পর্ব পর্যন্ত। বানাবেন আশিকুর রহমান। গত রোজার ঈদে ‘যদি আমি না থাকি’ টেলিফিল্ম বানিয়ে বেশ আলোচিত হয়েছিলেন তিনি। এর আগে আরও অনেক দর্শকপ্রিয় কাজ আছে আশিকুর রহমানের। দীর্ঘ এই সিরিজ নির্মাণে জি ফাইভ তাই আস্থা রেখেছে তাঁর প্রতি।
তবে রিমেক হলেও ‘তবুও মনে রেখো’র গল্প নতুনভাবে ঢেলে সাজানো হচ্ছে এই বাংলার আর্থসামাজিক পরিস্থিতির কথা মাথায় রেখে। মূল সিরিয়ালের গল্পে দেখা যায়, ইশা নিমকার নামের এক মধ্যবিত্ত পরিবারের মেয়ের সম্পর্ক হয় ধনী ব্যবসায়ী বিক্রান্তের সঙ্গে। বিয়েও হয় তাঁদের। তারপর নানা জটিলতা ও উত্থান-পতনের ভেতর দিয়ে এগিয়ে যায় সিরিয়ালের গল্প।
জানা গেছে, ‘তবুও মনে রেখো’ ছাড়া আরও চারটি সিরিয়ালের রিমেক নিয়ে আসছে জি ফাইভ। সেগুলো বানাচ্ছেন ভিন্ন চারজন নির্মাতা। প্রাথমিকভাবে শোনা গেছে নজরুল ইসলাম রাজু, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়, বাশার জর্জিসের নাম।
মারাঠি ভাষার সিরিয়াল ‘তুলা পাহাতে রি’। ২০১৮ সালের আগস্ট থেকে ২০১৯-এর জুলাই পর্যন্ত জি মারাঠি চ্যানেলে প্রচার হয় ২৯৮ পর্বের সিরিয়ালটি। পরবর্তী সময়ে আরও ছয়টি ভাষায় রিমেক হয়েছে ‘তুলা পাহাতে রে’। কন্নড়, তামিল, তেলুগু, মালয়ালম, ওড়িয়া, পাঞ্জাবির পর এবার বাংলায় নির্মিত হচ্ছে সিরিয়ালটি।
তবে কোনো টিভি চ্যানেলে নয়। প্রচারিত হবে ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে। প্রাথমিকভাবে বাংলায় নাম রাখা হয়েছে ‘তবুও মনে রেখো’। আর এতে অন্যতম প্রধান একটি চরিত্রে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী। ২৫ আগস্ট থেকে এ সিরিজের শুটিংয়ে চঞ্চলের অংশ নেওয়ার কথা। শতাব্দী ওয়াদুদ, শবনম ফারিয়াও অভিনয় করবেন এতে।
‘তবুও মনে রেখো’র গল্প চলবে ১২০ পর্ব পর্যন্ত। বানাবেন আশিকুর রহমান। গত রোজার ঈদে ‘যদি আমি না থাকি’ টেলিফিল্ম বানিয়ে বেশ আলোচিত হয়েছিলেন তিনি। এর আগে আরও অনেক দর্শকপ্রিয় কাজ আছে আশিকুর রহমানের। দীর্ঘ এই সিরিজ নির্মাণে জি ফাইভ তাই আস্থা রেখেছে তাঁর প্রতি।
তবে রিমেক হলেও ‘তবুও মনে রেখো’র গল্প নতুনভাবে ঢেলে সাজানো হচ্ছে এই বাংলার আর্থসামাজিক পরিস্থিতির কথা মাথায় রেখে। মূল সিরিয়ালের গল্পে দেখা যায়, ইশা নিমকার নামের এক মধ্যবিত্ত পরিবারের মেয়ের সম্পর্ক হয় ধনী ব্যবসায়ী বিক্রান্তের সঙ্গে। বিয়েও হয় তাঁদের। তারপর নানা জটিলতা ও উত্থান-পতনের ভেতর দিয়ে এগিয়ে যায় সিরিয়ালের গল্প।
জানা গেছে, ‘তবুও মনে রেখো’ ছাড়া আরও চারটি সিরিয়ালের রিমেক নিয়ে আসছে জি ফাইভ। সেগুলো বানাচ্ছেন ভিন্ন চারজন নির্মাতা। প্রাথমিকভাবে শোনা গেছে নজরুল ইসলাম রাজু, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়, বাশার জর্জিসের নাম।
চীনে ভারতের সবচেয়ে জনপ্রিয় তারকা আমির খান। তাঁর দুটি চলচ্চিত্র—দঙ্গল এবং সিক্রেট সুপারস্টার—চীনে দারুণ হিট করেছিল। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সমস্ত বক্স অফিস রেকর্ড ভেঙে দিয়েছে এই দুটি সিনেমা।
৭ ঘণ্টা আগেতরুণদের বন্ধুত্বের গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমা উড়াল। পর্দায় দেখা যাবে তিন বন্ধু এবং এক তরুণীর গল্প। এতে অভিনয় করেছেন একদল নতুন মুখ। বানিয়েছেন জোবায়দুর রহমান। ২০২৩ সালে শুরু হয়েছিল সিনেমার শুটিং। অবশেষে মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন নির্মাতা। গত বৃহস্পতিবার সিনেমার...
১৪ ঘণ্টা আগেমুহাম্মদ জাহাঙ্গীর স্মরণে আয়োজিত নৃত্যাঞ্চল পদক পেলেন কুমকুম রানী চন্দ। গত ২৯ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নৃত্য দিবস উদ্যাপন করে নৃত্য সংগঠন ‘নৃত্যাঞ্চল’। অনুষ্ঠানটি তিনটি পর্বে সাজানো হয়। প্রথম পর্বে ছিল...
১৪ ঘণ্টা আগেপাকিস্তানের সঙ্গে ভারতের যেকোনো রাজনৈতিক জটিলতার প্রথম কোপ গিয়ে পড়ে শিল্পীদের ওপর। ২০১৬ সালে ভারতশাসিত কাশ্মীরের উরিতে হামলার পর ভারতে নিষেধাজ্ঞার কবলে পড়েছিলেন পাকিস্তানি শিল্পীরা। ২০২৩ সাল পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল ছিল। গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ার...
১৪ ঘণ্টা আগে