জুনেই মুক্তি পেতে যাচ্ছে হলিউডের জনপ্রিয় সিরিজ ‘হাউস অব দ্য ড্রাগন’-এর দ্বিতীয় সিজন। জনপ্রিয় টিভি সিরিজ ‘গেম অব থ্রোনস’-এর প্রিকুয়েল এটি। জর্জ আর আর মার্টিনের ‘ফায়ার অ্যান্ড ব্লাড’ বই অবলম্বন তৈরি এই সিরিজে গেম অব থ্রোনস-এর প্রায় ২০০ বছর আগের গল্প বলা হয়েছে। প্রথম সিরিজ শেষ হয়েছিল যুদ্ধের প্রস্তুতি দিয়ে আর দ্বিতীয় সিজনের ট্রেলারেই স্পষ্ট যুদ্ধের আবহ।
প্রথম পর্বে গয়নায় সজ্জিত রেনেইরা (এমা ডার্সি) এই সিজনে রণসাজে সজ্জিত। রেনেইরার সংলাপে শোনা যাচ্ছে, ‘আমি এই যুদ্ধটা লড়তে চাই এবং জিততে চাই।’ এই পর্বে আয়রন থ্রোনের জন্য তাঁর ভাই এগনের সঙ্গে যুদ্ধে নামবেন রেনেইরা। অন্য দিকে প্রথম পর্বের শেষ এপিসোডে রেনেইরার ছেলে লুসেরিস এমা ভেলেরিয়নের মৃত্যুর প্রতিশোধ নিতে দেখা যাবে ডিমনকে (ম্যাট স্মিথ)।
তবে আগের সিজনের চেয়ে এই পর্বে ডিমনের চরিত্র নাকি অনেক দুর্বল, বলে জানিয়েছেন ম্যাট নিজেই। প্রথম পর্বের উল্লেখযোগ্য চরিত্ররা থাকছে এই পর্বেও। ম্যাট, এমা, অলিভিয়া অলিভিয়া কুকের (অ্যালিসেন্টের চরিত্রে) সঙ্গে একঝাঁক নতুন অভিনেতাকেও দেখা যাবে এ বার।
তবে এই সিজন মাত্র আটটি অ্যাপিসোডের। হলিউড স্ট্রাইকের মধ্যে এই সিজনের শুটিং পড়ে যাওয়ায়, দৈর্ঘ্য কিছুটা কমানো হয়েছে দ্বিতীয় পর্বে। বরং তৃতীয় পর্বে অনেক কিছু মীমাংসা হবে বলে শোনা যাচ্ছে। আপাতত দ্বিতীয় পর্বের প্রথম অ্যাপিসোড মুক্তি পাচ্ছে আগামী ১৬ জুন।
জুনেই মুক্তি পেতে যাচ্ছে হলিউডের জনপ্রিয় সিরিজ ‘হাউস অব দ্য ড্রাগন’-এর দ্বিতীয় সিজন। জনপ্রিয় টিভি সিরিজ ‘গেম অব থ্রোনস’-এর প্রিকুয়েল এটি। জর্জ আর আর মার্টিনের ‘ফায়ার অ্যান্ড ব্লাড’ বই অবলম্বন তৈরি এই সিরিজে গেম অব থ্রোনস-এর প্রায় ২০০ বছর আগের গল্প বলা হয়েছে। প্রথম সিরিজ শেষ হয়েছিল যুদ্ধের প্রস্তুতি দিয়ে আর দ্বিতীয় সিজনের ট্রেলারেই স্পষ্ট যুদ্ধের আবহ।
প্রথম পর্বে গয়নায় সজ্জিত রেনেইরা (এমা ডার্সি) এই সিজনে রণসাজে সজ্জিত। রেনেইরার সংলাপে শোনা যাচ্ছে, ‘আমি এই যুদ্ধটা লড়তে চাই এবং জিততে চাই।’ এই পর্বে আয়রন থ্রোনের জন্য তাঁর ভাই এগনের সঙ্গে যুদ্ধে নামবেন রেনেইরা। অন্য দিকে প্রথম পর্বের শেষ এপিসোডে রেনেইরার ছেলে লুসেরিস এমা ভেলেরিয়নের মৃত্যুর প্রতিশোধ নিতে দেখা যাবে ডিমনকে (ম্যাট স্মিথ)।
তবে আগের সিজনের চেয়ে এই পর্বে ডিমনের চরিত্র নাকি অনেক দুর্বল, বলে জানিয়েছেন ম্যাট নিজেই। প্রথম পর্বের উল্লেখযোগ্য চরিত্ররা থাকছে এই পর্বেও। ম্যাট, এমা, অলিভিয়া অলিভিয়া কুকের (অ্যালিসেন্টের চরিত্রে) সঙ্গে একঝাঁক নতুন অভিনেতাকেও দেখা যাবে এ বার।
তবে এই সিজন মাত্র আটটি অ্যাপিসোডের। হলিউড স্ট্রাইকের মধ্যে এই সিজনের শুটিং পড়ে যাওয়ায়, দৈর্ঘ্য কিছুটা কমানো হয়েছে দ্বিতীয় পর্বে। বরং তৃতীয় পর্বে অনেক কিছু মীমাংসা হবে বলে শোনা যাচ্ছে। আপাতত দ্বিতীয় পর্বের প্রথম অ্যাপিসোড মুক্তি পাচ্ছে আগামী ১৬ জুন।
এই সাফল্যের আনন্দ কিছুটা হলেও মলিন করে দিয়েছে নকলের অভিযোগ। অনেকে অভিযোগ করছে, ২০০৪ সালের কোরিয়ান সিনেমা ‘আ মোমেন্ট টু রিমেম্বার’-এর গল্প চুরি করে তৈরি হয়েছে সাইয়ারা। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে চলছে কাটাছেঁড়া।
৮ ঘণ্টা আগেইদানীং হাঁটুর সমস্যায় ভুগছেন নিশো। এখন স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন যদিও, কিন্তু এ অবস্থায় শুটিংয়ে যাওয়া ঝুঁকিপূর্ণ। সুড়ঙ্গ ২ সিনেমার শুটিং শুরুর আগে তাই নিশোকে যেতে হবে ছুরি-কাঁচির নিচে। করাতে হবে হাঁটুর অস্ত্রোপচার।
৮ ঘণ্টা আগেগত কোরবানির ঈদে টিভিতে প্রচার হয়েছিল ইমরাউল রাফাত পরিচালিত নাটক ‘বকুল ফুল’। এতে একজন মানসিক রোগীর চরিত্রে অভিনয় করেছেন সামিরা খান মাহি। নাটকটি গত বৃহস্পতিবার ইউটিউবে প্রকাশের পর আবার আলোচনায় তিনি। প্রশংসিত হচ্ছে মাহির অভিনয় ও লুক। বকুল ফুল নাটকসহ অন্যান্য বিষয়ে অভিনেত্রীর সঙ্গে কথা বলেছেন শিহাব...
২১ ঘণ্টা আগেসেই আশির দশকের শুরুতে পরিচালনা শুরু জেমস ক্যামেরনের। বানিয়েছেন ‘টার্মিনেটর’, ‘এলিয়েনস’, ‘টাইটানিক’সহ অনেক আলোচিত সিনেমা। তবে দেড় যুগ ধরে এই জনপ্রিয় নির্মাতা আটকে আছেন একই বিষয়ে। ২০০৯ সালে মুক্তি পেয়েছিল ‘অ্যাভাটার’, তার পর থেকে অন্য কোনো বিষয় নিয়ে ভাবেননি।
২১ ঘণ্টা আগে