আন্তর্জাতিক সম্মেলনে প্রশংসা পেল সুমির ‘নদীরক্স’
জলবায়ু পরিবর্তনে জনসচেনতায় নিজের সংগীত উদ্যোগ ‘নদীরক্স’-এর কথা তুলে ধরেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী শারমিন সুলতানা সুমি। জলবায়ু, নদী, তারুণ্য আর সংগীতের শক্তিকে এক করে ‘নদীরক্স’; সুমির নেতৃত্বে এ উদ্যোগ বাস্তবায়ন করছে সল্ট ক্রিয়েটিভ।