জনপ্রিয় ব্রিটিশ পপ তারকা ক্রিস্টিন ম্যাকভি মারা গেছেন। বুধবার (৩০ নভেম্বর) ৭৯ বছর বয়সী এ সংগীত শিল্পীর মৃত্যু হয়। তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় একটি হাসপাতালে মারা যান তিনি। পরিবারের সদস্যরা তখন পাশেই ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যান্ডের পক্ষ থেকেও ম্যাকভির মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। তবে মৃত্যুর কারণ প্রকাশ করা হয়নি।
সত্তর ও আশির দশকে ‘ফ্লিটউড ম্যাক’ ছিল সারা পৃথিবীর অন্যতম সেরা রক ব্যান্ড। গীতিকার ও ভোকালিস্ট ক্রিস্টিন ম্যাকভি ছিলেন ব্যান্ডের অন্যতম সদস্য। ১৯৭০ সালে ব্যান্ডদলে যোগ দেওয়ার পর দ্রুতই ব্যান্ডটির জনপ্রিয় তারকা হয়ে ওঠেন ম্যাকভি। ‘এভরিহোয়ার’, ‘লিটল লাইস’, ‘ডোন্ট স্টপ’, ‘সে ইউ লাভ মি’, ‘সংবার্ড’-এর মতো বিখ্যাত গানের সঙ্গে জড়িয়ে আছে তাঁর নাম।
১৯৭৭ সালে মুক্তি পায় ফ্লিটউড ম্যাক ব্যান্ডের অ্যালবাম ‘রিউমারস’। চার কোটির বেশি বিক্রি হওয়া অ্যালবামটিকে সর্বকালের ব্যবসাসফল অ্যালবামগুলোর একটি বলে মনে করা হয়। ১৯৯৮ সালে ব্যান্ডটি ‘রক অ্যান্ড রোল হল অব ফেমে’ জায়গা পায়।
ব্যান্ডের সঙ্গে নিজের একক অ্যালবামও প্রকাশ করেছেন ম্যাকভি। ১৯৭০ ও ১৯৮৪ সালে প্রকাশিত তাঁর দুই অ্যালবাম ‘ক্রিস্টিন পারফেক্ট’ ও ‘ক্রিস্টিন ম্যাকভি’ সাড়া জাগানো সাফল্য পায়। নব্বই দশকের শেষ দিকে ব্যান্ড থেকে আলাদা হয়ে যান ম্যাকভি। তবে সাময়িক এ অবসর ভেঙে প্রায় ১৫ বছর পর আবারও ২০১৪ সালে ফিরে আসেন।
ম্যাকভি ছিলেন সত্তর ও আশির দশকের পপ সংগীতের অন্যতম ব্যক্তিত্ব। যেমন গাইতেন, তেমনি দুর্দান্ত ছিল লেখার হাত। ম্যাকভির মৃত্যুতে বিশ্বসংগীতে নেমে এসেছে শোকের ছায়া।
জনপ্রিয় ব্রিটিশ পপ তারকা ক্রিস্টিন ম্যাকভি মারা গেছেন। বুধবার (৩০ নভেম্বর) ৭৯ বছর বয়সী এ সংগীত শিল্পীর মৃত্যু হয়। তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় একটি হাসপাতালে মারা যান তিনি। পরিবারের সদস্যরা তখন পাশেই ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যান্ডের পক্ষ থেকেও ম্যাকভির মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। তবে মৃত্যুর কারণ প্রকাশ করা হয়নি।
সত্তর ও আশির দশকে ‘ফ্লিটউড ম্যাক’ ছিল সারা পৃথিবীর অন্যতম সেরা রক ব্যান্ড। গীতিকার ও ভোকালিস্ট ক্রিস্টিন ম্যাকভি ছিলেন ব্যান্ডের অন্যতম সদস্য। ১৯৭০ সালে ব্যান্ডদলে যোগ দেওয়ার পর দ্রুতই ব্যান্ডটির জনপ্রিয় তারকা হয়ে ওঠেন ম্যাকভি। ‘এভরিহোয়ার’, ‘লিটল লাইস’, ‘ডোন্ট স্টপ’, ‘সে ইউ লাভ মি’, ‘সংবার্ড’-এর মতো বিখ্যাত গানের সঙ্গে জড়িয়ে আছে তাঁর নাম।
১৯৭৭ সালে মুক্তি পায় ফ্লিটউড ম্যাক ব্যান্ডের অ্যালবাম ‘রিউমারস’। চার কোটির বেশি বিক্রি হওয়া অ্যালবামটিকে সর্বকালের ব্যবসাসফল অ্যালবামগুলোর একটি বলে মনে করা হয়। ১৯৯৮ সালে ব্যান্ডটি ‘রক অ্যান্ড রোল হল অব ফেমে’ জায়গা পায়।
ব্যান্ডের সঙ্গে নিজের একক অ্যালবামও প্রকাশ করেছেন ম্যাকভি। ১৯৭০ ও ১৯৮৪ সালে প্রকাশিত তাঁর দুই অ্যালবাম ‘ক্রিস্টিন পারফেক্ট’ ও ‘ক্রিস্টিন ম্যাকভি’ সাড়া জাগানো সাফল্য পায়। নব্বই দশকের শেষ দিকে ব্যান্ড থেকে আলাদা হয়ে যান ম্যাকভি। তবে সাময়িক এ অবসর ভেঙে প্রায় ১৫ বছর পর আবারও ২০১৪ সালে ফিরে আসেন।
ম্যাকভি ছিলেন সত্তর ও আশির দশকের পপ সংগীতের অন্যতম ব্যক্তিত্ব। যেমন গাইতেন, তেমনি দুর্দান্ত ছিল লেখার হাত। ম্যাকভির মৃত্যুতে বিশ্বসংগীতে নেমে এসেছে শোকের ছায়া।
ফেসবুকে শাকিব খান লেখেন, ’দিন-রাত পর্দার আড়ালে থেকে শুটিং স্পটে নিরলসভাবে কাজ করে যান কিছু মানুষ। তারা ক্যামেরার সামনে থাকেন না, কিন্তু প্রত্যেকটি দৃশ্যের পেছনে থাকে তাদের নিঃশব্দ শ্রম।
৪৪ মিনিট আগেনব্বইয়ের দশকের শেষভাগে উপমহাদেশে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তনের ঢেউ বয়ে যাচ্ছিল। সেই অস্থির সময়ে বেড়ে ওঠা এক তরুণের জীবনের খণ্ডচিত্র নিয়ে নির্মিত হয়েছে ২৫ মিনিট ব্যপ্তির এই স্বল্পদৈর্ঘ্যটি।
৩ ঘণ্টা আগে২০২৩ সালে শোবিজ তারকাদের নিয়ে আয়োজন করা হয়েছিল সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)। নিজেদের মধ্যে কোন্দলের কারণে মাঝপথে বন্ধ করে দেওয়া হয় আয়োজন। দুই বছর পর আবারও ক্রিকেট টুর্নামেন্টে মাঠে নামছেন তারকারা। চারটি দলের অংশগ্রহণে বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামে ৫ মে শুরু হচ্ছে ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’
৬ ঘণ্টা আগেআজ পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। ১৯৮১ সাল থেকে মহান মে দিবস পালন করে আসছে নাট্যদল আরণ্যক। প্রতিবছরের মতো এ বছরেও শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিনটি আরণ্যক স্মরণ করবে গান, আবৃত্তি, নাটক, আলোচনাসহ নানা আয়োজনে।
৬ ঘণ্টা আগে