১ লাখ ৭৩ হাজার গাজাবাসীর দুই সপ্তাহের খাবার দিচ্ছেন গায়ক দ্য উইকেন্ড
গাজাবাসীর খাবারের জন্য ২৫ লাখ ডলারের আর্থিক সহায়তা দিয়েছেন ‘ব্লাইন্ডিং লাইটস’ খ্যাত কানাডীয় গায়ক দ্য উইকেন্ড। সম্প্রতি, এই গায়ক, বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) শুভেচ্ছা দূত মনোনীত হয়েছেন। গাজায় ডব্লিউএফপি-এর মানবিক কার্যক্রম বাড়াতে তাঁর মানবিক তহবিল থেকে এই অর্থ দান করেছেন বলে জানিয়েছে আরব নিউজ।