চলতি বছরের বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডের সর্বোচ্চ সম্মাননা ‘গ্লোবাল কে-পপ সং অ্যাওয়ার্ড’ পেয়েছেন বিটিএস তারকা জাংকুক। প্রথম একক অ্যালবাম ‘সেভেন’ এর কল্যাণে তাঁর ক্যারিয়ারে। জাংকুকের এই অ্যাওয়ার্ড প্রাপ্তির খবর দিয়েছে দ্য কোরিয়া টাইমস। সংবাদমাধ্যমটি বলছে, অ্যাওয়ার্ড গ্রহণ করে কোরীয় গায়ক বলেছেন, তিনি কতটা কৃতজ্ঞ তা ভাষায় প্রকাশ করা কঠিন।
জাংকুক বলেন, ‘বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ড পাওয়া বিরাট সম্মানের। আমার দলের সদস্য, গানের আয়োজক এবং শ্রোতাদের ধন্যবাদ। যারা গানটি শুনে আমাকে এই পুরস্কার পেতে সহযোগিতা করেছেন, তাদের প্রতি শ্রদ্ধা।’
‘সেভেন’ অ্যালবাম তৈরির প্রতিটি মুহূর্ত উপভোগ করেছেন বলে জানান জাংকুক। ধন্যবাদ দিয়েছেন বিলবোর্ড কর্তৃপক্ষকে।
জুলাইয়ের মাঝামাঝি ‘সেভেন’ প্রকাশের পর থেকে ইউটিউব থেকে শুরু করে মিউজিক অ্যাপ স্পটিফাইতেও ‘সেভেন’ নিয়ে ভক্তদের উন্মাদনা জাংকুককে রাখে আলোচনায়। গানটি দিয়ে জাংকুক দেড় মাসের কম সময়ের মধ্যে গড়েন ইতিহাস।
কোরিয়া টাইমস বলছে, জাংকুকের ‘সেভেন’ স্পটিফাইতে টানা ৬ সপ্তাহ ধরে সেরা গানের সাপ্তাহিক তালিকার শীর্ষস্থান দখল করেছিল। সাপ্তাহিক তালিকার পাশাপাশি স্পটিফাইয়ের দৈনিক তালিকাতেও ৪২ দিন ধরে শীর্ষে ছিল ‘সেভেন’।
স্পটিফাইয়ের হিসেব অনুযায়ী জাংকুকের গানটি প্রথম দুই মাস প্রতিদিন ৭৬ লাখের বেশিবার শুনেছেন শ্রোতারা। অল্পদিনের মধ্যে বিলবোর্ডে একক গানের তালিকায় শীর্ষস্থানটি দখল করে নেয় গানটি।
গত ১৪ জুলাই ‘বিটিএস’র এজেন্সি বিগহিট মিউজিক গানটি প্রকাশ করে। এই গান নিয়েই প্রথমবারের মত নিউ ইর্কের কনসার্ট সিরিজে একা মঞ্চে ওঠেন বিটিএস এর তরুণ গায়ক।
গত বছরের জুনে বিটিএস থেকে সাময়িক বিরতিতে আছেন ব্যান্ড সদস্যরা। বিরতির মধ্যে জাংকুকের আগে ব্যান্ডের সদস্য জে-হোপ, জিন, আরএম, জিমিন ও সুগার একক গান প্রকাশ হয়। জাংকুকের পর সর্বশেষ একক গান নিয়ে আসেন বিটিএস’র সদস্য ভি।
চলতি বছরের বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডের সর্বোচ্চ সম্মাননা ‘গ্লোবাল কে-পপ সং অ্যাওয়ার্ড’ পেয়েছেন বিটিএস তারকা জাংকুক। প্রথম একক অ্যালবাম ‘সেভেন’ এর কল্যাণে তাঁর ক্যারিয়ারে। জাংকুকের এই অ্যাওয়ার্ড প্রাপ্তির খবর দিয়েছে দ্য কোরিয়া টাইমস। সংবাদমাধ্যমটি বলছে, অ্যাওয়ার্ড গ্রহণ করে কোরীয় গায়ক বলেছেন, তিনি কতটা কৃতজ্ঞ তা ভাষায় প্রকাশ করা কঠিন।
জাংকুক বলেন, ‘বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ড পাওয়া বিরাট সম্মানের। আমার দলের সদস্য, গানের আয়োজক এবং শ্রোতাদের ধন্যবাদ। যারা গানটি শুনে আমাকে এই পুরস্কার পেতে সহযোগিতা করেছেন, তাদের প্রতি শ্রদ্ধা।’
‘সেভেন’ অ্যালবাম তৈরির প্রতিটি মুহূর্ত উপভোগ করেছেন বলে জানান জাংকুক। ধন্যবাদ দিয়েছেন বিলবোর্ড কর্তৃপক্ষকে।
জুলাইয়ের মাঝামাঝি ‘সেভেন’ প্রকাশের পর থেকে ইউটিউব থেকে শুরু করে মিউজিক অ্যাপ স্পটিফাইতেও ‘সেভেন’ নিয়ে ভক্তদের উন্মাদনা জাংকুককে রাখে আলোচনায়। গানটি দিয়ে জাংকুক দেড় মাসের কম সময়ের মধ্যে গড়েন ইতিহাস।
কোরিয়া টাইমস বলছে, জাংকুকের ‘সেভেন’ স্পটিফাইতে টানা ৬ সপ্তাহ ধরে সেরা গানের সাপ্তাহিক তালিকার শীর্ষস্থান দখল করেছিল। সাপ্তাহিক তালিকার পাশাপাশি স্পটিফাইয়ের দৈনিক তালিকাতেও ৪২ দিন ধরে শীর্ষে ছিল ‘সেভেন’।
স্পটিফাইয়ের হিসেব অনুযায়ী জাংকুকের গানটি প্রথম দুই মাস প্রতিদিন ৭৬ লাখের বেশিবার শুনেছেন শ্রোতারা। অল্পদিনের মধ্যে বিলবোর্ডে একক গানের তালিকায় শীর্ষস্থানটি দখল করে নেয় গানটি।
গত ১৪ জুলাই ‘বিটিএস’র এজেন্সি বিগহিট মিউজিক গানটি প্রকাশ করে। এই গান নিয়েই প্রথমবারের মত নিউ ইর্কের কনসার্ট সিরিজে একা মঞ্চে ওঠেন বিটিএস এর তরুণ গায়ক।
গত বছরের জুনে বিটিএস থেকে সাময়িক বিরতিতে আছেন ব্যান্ড সদস্যরা। বিরতির মধ্যে জাংকুকের আগে ব্যান্ডের সদস্য জে-হোপ, জিন, আরএম, জিমিন ও সুগার একক গান প্রকাশ হয়। জাংকুকের পর সর্বশেষ একক গান নিয়ে আসেন বিটিএস’র সদস্য ভি।
ঈদে মুক্তি পাওয়া আফরান নিশো অভিনীত ‘দাগি’ সিনেমায় জেফার রহমানের গাওয়া ‘নিয়ে যাবে কি’ শিরোনামের গানটি ইতিমধ্যেই শ্রোতাদের মন ছুঁয়েছে। অনলাইনেও গানটি নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। ‘নিয়ে যাবে কি আমায় দূরে কল্পনায়, তোমার আর আমার গল্পে কি আবার হবে নতুন সূচনা’ এমন কথায় গানটি লিখেছেন বাঁধন, সুর করেছেন জেফার
৪৩ মিনিট আগেআন্তর্জাতিক নৃত্য দিবসে নতুন উদ্যোগের কথা জানালেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী উম্মে হাবিবা। রাজধানীর নিকেতনে শুরু করেছেন নিজের নৃত্য প্রতিষ্ঠান। টিম কালারস ড্যান্স ক্লাস নামের এই প্রতিষ্ঠানে ভরতনাট্যম, সেমি-ক্লাসিক্যাল, কনটেম্পরারি ও বলিউড নৃত্যশৈলীতে প্রশিক্ষণ দেওয়া হবে।
১ ঘণ্টা আগেমহান মে দিবসে শিশুশিল্পীদের নিয়ে দুরন্ত টিভি প্রচার করবে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘নোঙর তোলো তোলো’। অনুষ্ঠানটিতে এম আর ওয়াসেকের নৃত্য পরিচালনায় গণসংগীতের সঙ্গে নৃত্য পরিবেশন করেছে নন্দনকলা কেন্দ্রের নৃত্যশিল্পী পুষ্পিতা, অর্পিতা, ইমি, পিউ, ইরা, অর্জন, মাহমুদা, শ্রেষ্ঠা, লাবিবা, সিলভা, সাদিয়া, সিজান, সিফা
১ ঘণ্টা আগেদীর্ঘ খরা কাটিয়ে ২০২৩ সালে পরপর তিন সিনেমা দিয়ে রাজকীয় প্রত্যাবর্তন ঘটে শাহরুখ খানের। ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’ দিয়ে সে বছর বক্স অফিসে নয়া রেকর্ড গড়েন বলিউড বাদশা। এরপর কিছুটা বিরতি। গত বছর কোনো সিনেমা মুক্তি পায়নি শাহরুখের, এ বছরটাও ফাঁকা যাবে। নতুন সিনেমা নিয়ে তিনি প্রেক্ষাগৃহে ফিরবেন ২০২৬ সালে।
১ ঘণ্টা আগে