Ajker Patrika

আর্বোভাইরাসের নতুন গান ‘অবাস্তব’ আসছে

আর্বোভাইরাসের নতুন গান ‘অবাস্তব’ আসছে

বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড দল আর্বোভাইরাসের চতুর্থ স্টুডিও অ্যালবামের দ্বিতীয় গান ‘অবাস্তব’ মুক্তির ঘোষণা দিয়েছে। এর আগে এই অ্যালবামের প্রথম গান ‘অনুভূতি’এক মাস আগে তাদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে মুক্তি দেওয়া হয়। প্রথম গানটি দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। এবার দ্বিতীয় গান নিয়েও বেশ আশাবাদী দলটির প্রতিষ্ঠাকালীন সদস্য, প্রযোজক ও গিটারিস্ট সুহার্তো শেরীফ।তিনি বলেন, ‘গানটি আগামী সপ্তাহের রোববার মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। আমরা সব সময়ের মতো বেশ সময় নিয়ে গানগুলো করে থাকি।

নিজেদের ভালো লাগার বিষয়টি মাথায় রেখে গানটি লেখা শুরু হয়। রেকর্ডের পর গানটি শুনে আমরা নিজেরা সন্তুষ্ট কিনা সেই বিষয়টি আগে নিশ্চিত করি। যদি আমাদের ভালো লাগে তারপর আমরা শ্রোতাদের জন্য গানটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেই। এ অ্যালবামের প্রথম গানটি শ্রোতাদের কাছে বেশ ভালো সাড়া ফেলেছে। আশা করি দ্বিতীয়টিও সবার ভালো লাগবে।’

আর্বোভাইরাস ব্যান্ডদলের সদস্যরাএর পরের মাসেই আর্বোভাইরাস এই অ্যালবামের তৃতীয় গানটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছে। সেই পরিকল্পনা নিয়ে শেরীফ আরও জানান, ‘আমাদের এই অ্যালবামটিতে মোট ১০টি গান থাকবে। প্রথম গান ‘অনুভূতি’ গত মার্চে আমাদের ইউটিউব চ্যানেলে মুক্তি দেওয়া হয়েছে। এবার ‘অবাস্তব’ শিরোনামে আমাদের দ্বিতীয় গান আসতে যাচ্ছে।’

আর্বোভাইরাসের নতুন গানটি তাদের ইউটিউব চ্যানেল ছাড়াও স্পটিফাই, অ্যাপল মিউজিক, আই টিউনসসহ বেশ কিছু মিউজিক্যাল অ্যাপে মুক্ত করা হবে। অলটারনেটিভ রক ও নিউ মেটাল ধাঁচের ‘অনুভূতি’গানের কথা লিখেছেন জাহিদুল হক অপু ও সুর করেছেন সুহার্তো শেরীফ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত