কোরীয় অভিনেতা, মডেল ও টেলিভিশন ব্যক্তিত্ব আন বো হিয়ানের সঙ্গে প্রেম ভেঙেছে জনপ্রিয় কে-পপ ব্যান্ড ব্ল্যাক পিঙ্কের গায়িকা জিসুর। বিবিসি জানিয়েছে, সম্পর্ক শুরুর দুই মাসের মাথায় বিচ্ছেদের পথে হাঁটছেন সংগীত ও অভিনয় জগতে পরিচিতি পাওয়া দুই শিল্পী।
বিবিসি বলছে, দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যমকে এই খবর জানিয়েছেন জিসুর প্রতিনিধি।
সোশ্যাল মিডিয়ায় এই দুজনের প্রেমের গুঞ্জন ঘোরাফেরা করছিল গত আগস্টে। এরপর গায়িকা জিসুর এজেন্সি ওয়াইজি এন্টারটেইনমেন্ট তাঁদের প্রেমের খবর নিশ্চিত করে। দুই মাস ফুরোতে না ফুরোতে এল তাঁদের বিচ্ছেদের খবর।
২০২২ সালে টাইম সাময়িকীর ‘এন্টারটেইনার অব দ্য ইয়ার’ হওয়া ব্যান্ড ‘ব্ল্যাকপিঙ্ক’র চার সদস্যের একজন জিসু গানের আগে আসেন অভিনয়ে। গান নিয়ে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা থাকলেও ক্যারিয়ারে প্রথম নাম লেখান ‘দ্য প্রডিউসারস’ সিরিজে। এখানে একটি ক্যামিও চরিত্রে তাঁকে দেখা গেছে। ২০১৬ সালে শিল্পী জেনি, রোজ ও লিসার সঙ্গে গড়ে তোলেন ব্ল্যাকপিংক। এ বছর মার্চে তাঁর প্রথম একক অ্যালবাম ‘মি’ মুক্তি পায়। মাত্র দুই দিনের কম সময়ে এটি এক মিলিয়নের বেশি বিক্রি হয়। বেস্ট সেলিং অ্যালবামের তালিকায় জায়গা করে নেয়। তিনি কোরীয় প্রথম কোনো গায়িকা, যাঁর অ্যালবাম বিক্রিতে রেকর্ড হয়েছে।
চলতি বছরের মার্চে জিসুর একক অ্যালবামস ‘মি’ প্রকাশ হয়েছে। বের হওয়ার মাত্র দুই দিনের মধ্যে বিক্রি হয়েছে এক মিলিয়নের বেশি কপি।
‘সেরা মডেল’ হওয়ার স্বপ্ন নিয়ে আন বো হিয়ান দেশের বিনোদন জগতে নাম লেখালেও এখন তিনি টেলিভিশন সিরিজের পরিচিত একজন অভিনেতা। ১৮ বছর বয়সেই মডেলিংয়ে নাম লেখান। ২০১৪ সাল থেকে তিনি অভিনয় শুরু করেছেন। ‘ডিসেনডেস্ট অব দ্য সান’, ‘হার প্রাইভেট লাইফ’, ‘মাই নেম’ সর্বশেষ মুক্তি পাওয়া ‘সি ইউ ইন মাই নাইনটিন্থ লাইফ’সহ বেশ কিছু কাজে প্রশংসা কুড়িয়েছেন।
কোরীয় অভিনেতা, মডেল ও টেলিভিশন ব্যক্তিত্ব আন বো হিয়ানের সঙ্গে প্রেম ভেঙেছে জনপ্রিয় কে-পপ ব্যান্ড ব্ল্যাক পিঙ্কের গায়িকা জিসুর। বিবিসি জানিয়েছে, সম্পর্ক শুরুর দুই মাসের মাথায় বিচ্ছেদের পথে হাঁটছেন সংগীত ও অভিনয় জগতে পরিচিতি পাওয়া দুই শিল্পী।
বিবিসি বলছে, দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যমকে এই খবর জানিয়েছেন জিসুর প্রতিনিধি।
সোশ্যাল মিডিয়ায় এই দুজনের প্রেমের গুঞ্জন ঘোরাফেরা করছিল গত আগস্টে। এরপর গায়িকা জিসুর এজেন্সি ওয়াইজি এন্টারটেইনমেন্ট তাঁদের প্রেমের খবর নিশ্চিত করে। দুই মাস ফুরোতে না ফুরোতে এল তাঁদের বিচ্ছেদের খবর।
২০২২ সালে টাইম সাময়িকীর ‘এন্টারটেইনার অব দ্য ইয়ার’ হওয়া ব্যান্ড ‘ব্ল্যাকপিঙ্ক’র চার সদস্যের একজন জিসু গানের আগে আসেন অভিনয়ে। গান নিয়ে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা থাকলেও ক্যারিয়ারে প্রথম নাম লেখান ‘দ্য প্রডিউসারস’ সিরিজে। এখানে একটি ক্যামিও চরিত্রে তাঁকে দেখা গেছে। ২০১৬ সালে শিল্পী জেনি, রোজ ও লিসার সঙ্গে গড়ে তোলেন ব্ল্যাকপিংক। এ বছর মার্চে তাঁর প্রথম একক অ্যালবাম ‘মি’ মুক্তি পায়। মাত্র দুই দিনের কম সময়ে এটি এক মিলিয়নের বেশি বিক্রি হয়। বেস্ট সেলিং অ্যালবামের তালিকায় জায়গা করে নেয়। তিনি কোরীয় প্রথম কোনো গায়িকা, যাঁর অ্যালবাম বিক্রিতে রেকর্ড হয়েছে।
চলতি বছরের মার্চে জিসুর একক অ্যালবামস ‘মি’ প্রকাশ হয়েছে। বের হওয়ার মাত্র দুই দিনের মধ্যে বিক্রি হয়েছে এক মিলিয়নের বেশি কপি।
‘সেরা মডেল’ হওয়ার স্বপ্ন নিয়ে আন বো হিয়ান দেশের বিনোদন জগতে নাম লেখালেও এখন তিনি টেলিভিশন সিরিজের পরিচিত একজন অভিনেতা। ১৮ বছর বয়সেই মডেলিংয়ে নাম লেখান। ২০১৪ সাল থেকে তিনি অভিনয় শুরু করেছেন। ‘ডিসেনডেস্ট অব দ্য সান’, ‘হার প্রাইভেট লাইফ’, ‘মাই নেম’ সর্বশেষ মুক্তি পাওয়া ‘সি ইউ ইন মাই নাইনটিন্থ লাইফ’সহ বেশ কিছু কাজে প্রশংসা কুড়িয়েছেন।
স্কুলপড়ুয়া ছোট্ট মেয়ে দিলশাদ ইয়াসমীন তখন গান গাইতেন স্কুলের ফাংশন আর ছোটদের বিভিন্ন অনুষ্ঠানে। ওই সময় পাশের বাড়িতে উঠলেন সুরকার আলতাফ মাহমুদ। দিলশাদের মা গিয়ে আবদার করলেন, যে করেই হোক তাঁর মেয়েকে সিনেমার গানে একটা সুযোগ দিতে হবে। কথা শুনে তো আলতাফ মাহমুদ অবাক! বললেন, ওইটুকুন একটা মেয়ে...
৩ ঘণ্টা আগেগান গেয়ে আর বায়োপিকে অভিনয় করে বেশ প্রশংসা পেয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। অথচ সেগুলো থেকে এখন নিজেকে সরিয়ে নিতে চাইছেন তিনি। এ দুটি কাজ আর কখনো করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন চঞ্চল। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন অভিনেতা...
৩ ঘণ্টা আগেবাংলা চলচ্চিত্র যাঁদের হাতে অনেকখানি আন্তর্জাতিকতা পেয়েছে, তাঁদের অন্যতম পথিকৃৎ তারেক মাসুদ। নিজের শিক্ষা, চিন্তাভাবনা, দর্শন তিনি মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছেন তাঁর চলচ্চিত্রের মাধ্যমে। বাংলা সিনেমার এই ফেরিওয়ালার মৃত্যুবার্ষিকী আজ। ২০১১ সালের এই দিনে ‘কাগজের ফুল’ চলচ্চিত্রের লোকেশন দেখে ফেরার...
৩ ঘণ্টা আগেঅনেক জল্পনার পর অবশেষে নতুন অ্যালবামের ঘোষণা দিলেন টেইলর সুইফট। এই মুহূর্তে বিশ্বসংগীতের সবচেয়ে জনপ্রিয় নাম সুইফট। তাঁর নতুন গান ও কনসার্টের অপেক্ষায় থাকেন সমগ্র বিশ্বের অনুরাগীরা। ভক্তদের চমকে দিয়ে গতকাল নতুন অ্যালবামের ঘোষণা দিলেন সুইফট। তাঁর ১২তম অ্যালবামের নাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’।
৪ ঘণ্টা আগে