প্রথমবারের মতো বাংলাদেশে এসেছেন ভারতের সংগীতশিল্পী দর্শন রাওয়াল। আজ গান গেয়ে মাতাবেন ঢাকার শ্রোতাদের। রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) নবরাত্রি হলে গান পরিবেশন করবেন তিনি। ‘দর্শন রাওয়াল লাইভ ইন ঢাকা’ শীর্ষক কনসার্টটির আয়োজক টোয়েন্টি টু ইভেন্টস।
কনসার্টে অংশ নিতে গতকাল ঢাকায় এসে পৌঁছান দর্শন। বিকেলে আয়োজন করা হয় সংবাদ সম্মেলন। সেখানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এ গায়ক। আয়োজকেরা জানান, দর্শকদের জন্য গেট ওপেন হবে বেলা ৩টায়। রয়েছে পাঁচ ক্যাটাগরির টিকিট। ভিভিআইপি জোনের টিকিটের মূল্য ১০ হাজার টাকা, ব্লু জোন ৫ হাজার ৫০০ টাকা, ভিআইপি সিটিং জোন ৪ হাজার ৫০০ টাকা, স্প্রেড লাভ জোন ৩ হাজার টাকা ও জেনারেল জোন ২ হাজার টাকা। অনলাইনেই বেশির ভাগ টিকিট বিক্রি হয়ে গেছে বলে জানান আয়োজকেরা।
২০১৪ সালে একটি সংগীত রিয়েলিটি শোতে অংশ নিয়ে পরিচিতি পান ভারতের দর্শন রাওয়াল। এরপর ২০১৫ সালে সালমান খানের ‘প্রেম রতন ধন পায়ো’ সিনেমার ‘যাব তুম চাহো’ গান দিয়ে বলিউডে প্লেব্যাক শুরু করেন। সর্বশেষ ‘রকি অউর রানি কি প্রেম কাহিনি’ সিনেমার ‘ঢিন্ডোরা বাজে রে’ গানটিও জনপ্রিয়তা পেয়েছে তাঁর। শুধু বলিউড নয়, গুজরাটি ও তেলুগু সিনেমায়ও দর্শন রাওয়াল গাইছেন সমানতালে। গান গাওয়ার পাশাপাশি গান লেখা ও সুর করায়ও সুনাম আছে তাঁর। হিন্দি, গুজরাটি, পাঞ্জাবি, বাংলাসহ বিভিন্ন ভাষায় গান করেন বলে কনসার্টেও রয়েছে দর্শনের দারুণ জনপ্রিয়তা।
প্রথমবারের মতো বাংলাদেশে এসেছেন ভারতের সংগীতশিল্পী দর্শন রাওয়াল। আজ গান গেয়ে মাতাবেন ঢাকার শ্রোতাদের। রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) নবরাত্রি হলে গান পরিবেশন করবেন তিনি। ‘দর্শন রাওয়াল লাইভ ইন ঢাকা’ শীর্ষক কনসার্টটির আয়োজক টোয়েন্টি টু ইভেন্টস।
কনসার্টে অংশ নিতে গতকাল ঢাকায় এসে পৌঁছান দর্শন। বিকেলে আয়োজন করা হয় সংবাদ সম্মেলন। সেখানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এ গায়ক। আয়োজকেরা জানান, দর্শকদের জন্য গেট ওপেন হবে বেলা ৩টায়। রয়েছে পাঁচ ক্যাটাগরির টিকিট। ভিভিআইপি জোনের টিকিটের মূল্য ১০ হাজার টাকা, ব্লু জোন ৫ হাজার ৫০০ টাকা, ভিআইপি সিটিং জোন ৪ হাজার ৫০০ টাকা, স্প্রেড লাভ জোন ৩ হাজার টাকা ও জেনারেল জোন ২ হাজার টাকা। অনলাইনেই বেশির ভাগ টিকিট বিক্রি হয়ে গেছে বলে জানান আয়োজকেরা।
২০১৪ সালে একটি সংগীত রিয়েলিটি শোতে অংশ নিয়ে পরিচিতি পান ভারতের দর্শন রাওয়াল। এরপর ২০১৫ সালে সালমান খানের ‘প্রেম রতন ধন পায়ো’ সিনেমার ‘যাব তুম চাহো’ গান দিয়ে বলিউডে প্লেব্যাক শুরু করেন। সর্বশেষ ‘রকি অউর রানি কি প্রেম কাহিনি’ সিনেমার ‘ঢিন্ডোরা বাজে রে’ গানটিও জনপ্রিয়তা পেয়েছে তাঁর। শুধু বলিউড নয়, গুজরাটি ও তেলুগু সিনেমায়ও দর্শন রাওয়াল গাইছেন সমানতালে। গান গাওয়ার পাশাপাশি গান লেখা ও সুর করায়ও সুনাম আছে তাঁর। হিন্দি, গুজরাটি, পাঞ্জাবি, বাংলাসহ বিভিন্ন ভাষায় গান করেন বলে কনসার্টেও রয়েছে দর্শনের দারুণ জনপ্রিয়তা।
দেশের রক সংগীতকে যাঁরা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছেন, তাঁদের মধ্যে অন্যতম আইয়ুব বাচ্চু। উপমহাদেশের অন্যতম সেরা গিটারিস্ট বলা হতো তাঁকে। আজ প্রয়াত এই ব্যান্ড তারকার ৬৪তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করেছে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন।
৩ ঘণ্টা আগে৯টি নমিনেশন ও দুটি অস্কার পুরস্কার আছে হলিউড অভিনেতা ডেনজেল ওয়াশিংটনের ঝুলিতে। ১৯৮৯ সালে ‘গ্লোরি’ সিনেমার জন্য সেরা সহ-অভিনেতা এবং ২০০১ সালে ‘ট্রেনিং ডে’ সিনেমার জন্য জিতেছেন সেরা অভিনেতার পুরস্কার। সেই অভিনেতা এবার জানালেন, তাঁর কাছে অস্কারের কোনো গুরুত্ব নেই। ডেনজেল ওয়াশিংটন জানান, তিনি তাঁর ক্যার
৩ ঘণ্টা আগেউপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লার গাওয়া দেশের গান ‘আমায় গেঁথে দাও না মাগো’। নজরুল ইসলাম বাবুর লেখা ও আলাউদ্দিন আলীর সুর করা গানটি এখনো গেঁথে আছে মানুষের হৃদয়ে। রুনা লায়লার গাওয়া এই গান এবার গাইলেন এলিটা করিম। নতুন করে সংগীতায়োজন করেছেন কাজী ফয়সাল আহমেদ।
৩ ঘণ্টা আগেমুক্তির প্রথম দিনেই বক্স অফিসে নতুন রেকর্ড গড়ল টালিউডের সিনেমা ‘ধূমকেতু’ ও তামিল সিনেমা ‘কুলি’। দুটি সিনেমাই নিজ নিজ ইন্ডাস্ট্রিতে প্রথম দিনে সর্বোচ্চ আয়ের কীর্তি গড়েছে। ধূমকেতু প্রথম দিনে আয় করেছে ২ কোটি ১০ লাখ রুপির বেশি। অন্যদিকে বিশ্বব্যাপী কুলির আয় দাঁড়িয়েছে ১৫১ কোটি রুপির বেশি।
৩ ঘণ্টা আগে